PTC (paid to click) সাইটগুলোতে ক্লিক করার মাধ্যমেই মূলত আয় করা হয়।পৃথিবীতে প্রায় ১ হাজারেরও বেশি পিটিসি সাইট আছে যার অধিকাংশই ভূয়া এবং নতুন।অনেক সাইটই আছে যারা কিছুদিন রান করার পর উদাও হয়ে যায়। তাই পিটিসি সাইটগুলোতে কাজ আরম্ভ করার পূর্বে অবশ্যই এই সাইটগুলো সম্পর্কে ভালোভাবেই জানতে হবে। কেবলমাত্র ভালো ও লিগেল সাইটগুলোতে কাজ করতে হবে। অন্যথায় পস্তাতে হবে।
আমি এখানে ভালো ও লিগেল এমনকি দীর্ঘদিন যাবত পেমেন্ট দিয়ে আসছে এ রকম Site নিচে একটি গুরুত্বপূর্ণ তালিকা দিচ্ছি যেগুলোতে আপনি নির্দিধায় কাজ করতে পারেন। যেগুলোতে আমি নিজেও কাজ করছি। Online Income Site
Comments (No)