About Banglalink FNF 1

Banglalink বর্তমানে বাংলাদেশে ব্যবহৃত GSM মোবাইল নেটওয়ার্কগুলোর মধ্যে জনপ্রিয় একটি নাম। গ্রাম বাংলার প্রায় সব জাযগায় ছড়িয়ে আছে বাংলালিংক নেটওয়ার্ক। আজ আমি বাংলালিংক এর FNF সম্পর্কে কয়েকটি তথ্য উপস্থাপন করব।

FNF – Friends and Family Number. অর্থাৎ আপানার পরিবারের লোকজন অথবা আপনার বন্ধু-বান্ধব, যাদের সাথে আপনার প্রায়ই কথা বলতে হয় এবং বেশী কথা বলতে হয় তাদের Mobile Number আপনি FNF করে রাখতে পারবেন। আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান তারপর-

1. বর্তমান FNF Status দেখতে FF লিখে পাঠিয়ে দিন 3300 নাম্বারে।
2. নতুন FNF করতে ADD মোবাইল নং লিখে পাঠিয়ে দিন 3300 নাম্বারে।
Example: ADD 01914986791 লিখে পাঠিয়ে দিন 3300 নাম্বারে। 01914986791 নাম্বারটি আপনার FNF লিস্টে চলে আসবে।

3. কোন FNF No বাদ (Delete) দিতে REM Mobile NO লিখে পাঠিয়ে দিন 3300 নাম্বারে।

Example: REM 01914986791 লিখে পাঠিয়ে দিন 3300 নাম্বারে। 01914986791 নাম্বারটি আপনার FNF লিষ্ট থেকে মুছে যাবে।

প্রতিক্ষেত্রে ফিরতি SMS এ আপনি কনফার্মেশন পেয়ে যাবেন। চার্জ ফ্রী।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ