আপনার ব্লগে বিজ্ঞাপন দিন Advertise On your best blog 8

আপনার ব্লগে বিজ্ঞাপন দিন Blogger-এর মাধ্যমে আপনার লেখা ব্লগ পেজগুলিতে AdSense ও অন্যান্য বিজ্ঞাপন দেখিয়ে আপনি টাকা উপার্জন করতে পারবেন।

মনে রাখবেন: প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কন্টেন্ট রয়েছে এমন ব্লগে বিজ্ঞাপন দেওয়া নিষিদ্ধ। Blogger কন্টেন্টের নীতি এবং পরিষেবার শর্তাবলী সম্পর্কে আরও জানুন।

বিজ্ঞাপন দেখাতে AdSense-এ সাইন-আপ করুন

  1. Blogger-এ সাইন-ইন করুন
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, নিম্নমুখী তীরচিহ্নে Down arrow ক্লিক করুন।
  3. যে ব্লগে বিজ্ঞাপন দেখাতে চান সেখানে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনুতে গিয়ে উপার্জন বিকল্পে ক্লিক করুন।
  5. AdSense-এ সাইন-আপ করুন বোতামে ক্লিক করুন। বোতামটি দেখতে না পেলে, বুঝে নিতে হবে যে আপনার ব্লগে AdSense কাজ করবে না। AdSense-এ যোগ্যতার চেকলিস্ট লিঙ্কে গিয়ে এর কারণ সম্পর্কে জানুন।
  6. আপনার Google অ্যাকাউন্ট ব্যবহার করে ফর্মটি পূরণ করুন অথবা একটি নতুন তৈরি করুন।

মনে রাখবেন: আপনার আবেদনটি পর্যালোচনা করতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।

আপনার পোস্টগুলির মাঝে বিজ্ঞাপন দেখান

  1. Blogger-এ সাইন-ইন করুন
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, নিম্নমুখী তীরচিহ্নে Down arrow ক্লিক করুন।
  3. যে ব্লগে অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে চান সেটিতে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনুতে, লেআউট বিকল্পে ক্লিক করুন।
  5. আপনার টেমপ্লেট অনুসারে:
    • “সম্পূর্ণ পৃষ্ঠা”-এর অধীনে “ব্লগ পোস্ট”-এ গিয়ে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
    • “মেইন”-এর অধীনে “ব্লগ পোস্ট”-এ গিয়ে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  6. যে উইন্ডোটি খুলবে, সেখানে “পোস্টগুলির মাঝে আপনার বিজ্ঞাপন দেখান”-এর ঠিক পাশের বক্সে ক্লিক করুন।
  7. বিজ্ঞাপনের ফর্ম্যাট, রঙ এবং কত বার বিজ্ঞাপন দেখানো হবে তা বেছে নিন।
  8. সেভ করুন বিকল্পে ক্লিক করুন। 

কলামে বিজ্ঞাপন দেখান

  1. Blogger-এ সাইন-ইন করুন।
  2. বাঁদিকের মেনুতে, লেআউট বিকল্পে ক্লিক করুন।
  3. একটি গ্যাজেট যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  4. AdSense গ্যাজেট বেছে নিয়ে যোগ করুন Add বোতামে ক্লিক করুন।
  5. AdSense কনফিগার করে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. স্ক্রিনের উপরের ডানদিকে, ব্যবস্থাটি সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

অন্যান্য বিজ্ঞাপন পরিষেবা থেকে বিজ্ঞাপন দেখান

  1. Blogger-এ সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, নিম্নমুখী তীরচিহ্নে Down arrow ক্লিক করুন।
  3. যে ব্লগে অটোমেটিক বিজ্ঞাপন দেখাতে চান সেটিতে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনুতে, লেআউট বিকল্পে ক্লিক করুন।
  5. স্ক্রিনের যে স্থানটিতে বিজ্ঞাপন দেখাতে চান, গ্যাজেট যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
  6. যে উইন্ডোটি খুলবে, সেখানে “বেসিক” বিকল্পে গিয়ে HTML/জাভাস্ক্রিপ্ট খুঁজে নিয়ে যোগ করুন Add বোতামে ক্লিক করুন।
  7. একটি নাম দিন (ঐচ্ছিক)।
  8. বিজ্ঞাপন পরিষেবার ওয়েবসাইট থেকে কোড কপি করে কন্টেন্ট বিভাগে পেস্ট করুন।
  9. সেভ করুন বিকল্পে ক্লিক করুন। 

আপনার Blogger-এর উপার্জনের রিপোর্ট দেখুন

  1. Blogger-এ সাইন-ইন করুন।
  2. যে ব্লগের রিপোর্ট দেখতে চান সেটিতে ক্লিক করুন।
  3. উপার্জন বিকল্পে ক্লিক করুন।
  4. আমার উপার্জনের বিবরণ দেখতে AdSense-এ যান বিকল্পে ক্লিক করুন।

আপনার রিপোর্টের প্রত্যেকটি শব্দের অর্থ বুঝতে AdSense শব্দকোষ দেখুন।

AdSense চালু না করা গেলে কী করা উচিত

  1. Blogger-এ সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরে বাঁদিকে, নিম্নমুখী তীরচিহ্নে Down arrow ক্লিক করুন।
  3. ব্লগার ড্যাশবোর্ডের যে ব্লগে AdSense বিজ্ঞাপন চালু করতে চান, সেই ব্লগে ক্লিক করুন।
  4. বাঁদিকের মেনু থেকে লেআউট বিকল্প বেছে নিন।
  5. AdSense গ্যাজেটের অধীনে, এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  6. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  7. আপনার ব্লগের প্রতিটি AdSense গ্যাজেটের জন্য ৪ ও ৫ নম্বর ধাপগুলি আবার করুন।
  8. আপনার “ব্লগ পোস্ট” গ্যাজেটের নিচের দিকে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  9. সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  10. স্ক্রিনের উপরের ডানদিকে, ব্যবস্থাটি সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  11. আপনার অ্যাকাউন্টটি এখনও চালু আছে কিনা জানতে AdSense-এ দেখুন।

একটি ads.txt ফাইল সেট-আপ করুন

আপনার ব্লগ যদি থার্ড-পার্টি প্রদানকারীর মাধ্যমে মনিটাইজ করা থাকে অথবা ব্লগে যদি নিজে থেকে AdSense ইন্টিগ্রেট করে থাকেন, ads.txt ফাইলের কন্টেন্ট আপনাকে নিজেই সেট-আপ করে নিতে হবে।

  1. Blogger-এ সাইন-ইন করুন।
  2. স্ক্রিনের উপরের বাঁদিকে, নিম্নমুখী তীরচিহ্নে Down arrow ক্লিক করুন।
  3. যে ব্লগে ads.txt ফাইল সেট-আপ করতে চান, সেটিতে ক্লিক করুন।
  4. স্ক্রিনের বাঁদিকে, সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  5. “সেটিংস”-এ গিয়ে সার্চের পছন্দ বিকল্পে ক্লিক করুন।
  6. “মনিটাইজেশন”-এ গিয়ে “কাস্টম ads.txt” খুঁজে নিয়ে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
  7. হ্যাঁ বিকল্পে ক্লিক করুন।
  8. আপনার থার্ড-পার্টি মনিটাইজেশন পরিষেবা প্রদানকারী থেকে সেটিংস কপি করুন এবং সেটি টেক্সট বক্সে পেস্ট করুন।
  9. সেটিংস সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
  10. ঐচ্ছিকআপনার ads.txt ফাইলের কন্টেন্ট দেখে নিতে

মনে রাখবেন: আপনার ব্লগ যদি মনিটাইজ করা না হয়ে থাকে অথবা Blogger-AdSense ইন্টিগ্রেশনের মাধ্যমে AdSense ব্যবহার করার জন্য কনফিগার করা থাকে, তাহলে আপনাকে নিজে থেকে ads.txt সেট-আপ করতে হবে না। Blogger আপনার জন্য এটি করে দেবে। AdSense-এ ads.txt সম্পর্কে আরও জানুন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ