যেভাবে খুব সহজে Payza একাউন্ট করবেন এবং ভেরিফিকেশন করবেন ৷ 1

কিভাবে Payza একাউন্ট করবেন :

  • Payzaতে একাউন্ট করতে চাইলেপ্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন
  • অথবাhttps://payza.comতে ক্লিক করুন
  • তারপর Menu তে ক্লিক করুনSing Up optionপাবেন ওখানে ক্লিক করুন ৷
  • https://secure.payza.com/?M1sSXjL%2bAUkenQVJrBb49dQFdOFgCbJJhJJH8vKsvi8%3d
  • Open Personal Account সিলেক্ট করুন
  • https://secure.payza.com/?M1sSXjL%2bAUkenQVJrBb49dQFdOFgCbJJhJJH8vKsvi8%3d
  • ফর্ম টি সঠিক ভাবে ফিল আপ করে Next Step এ ক্লিক করুন আপনার National ID কার্ড এর সব তথ্যের সাথে মিল রেখে
https://secure.payza.com/?M1sSXjL%2bAUkenQVJrBb49dQFdOFgCbJJhJJH8vKsvi8%3d
  • সেকন্ড স্টেপ এ আপনি আপনার Email address , Password , Transaction Pin (যা ডলার সেন্ড করতে দরকার হবে)এবং Security Question সিলেক্ট করে আনসার লিখে Get Started এ ক্লিক করতে হবে.
  • তারপর যে ইমেল দিয়ে Registration করলেন সেই ইমেল এর লগিন করে ইনবক্স এ গিয়ে আপনারPayza Account Validation করতে হবে.
    https://secure.payza.com/?M1sSXjL%2bAUkenQVJrBb49dQFdOFgCbJJhJJH8vKsvi8%3d
  • আপনার কাজ শেষ.
  • কিভাবে Payza একাউন্ট ভেরিফিকেশন করবেন:

    Document Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে গেলে যা যা লাগবে :

  • আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপি ।
  • অথবা
  • আপনার এক মাসের ব্যাংক স্টেটমেন্ট ( সর্বচ্চো ছয় মাসের পুরোনো )

আর আপনি যদি Photo ID Validation পদ্ধতি ব্যাবহার করে একাউন্ট ভেরিফাই করতে চাই তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের দরকার হবে । উল্লেখ্য যে Photo ID Validation পদ্ধতিতে ব্যাংক স্টেটমেন্টের কোনো প্রয়োজন নেই ।
চলুন দেখা যাক কিভাবে ভেরিফাই করবেন আপনার পেজ একাউন্ট :

  • আপনার পেজা একাউন্টে লগইন করে উপরে ডান দিকে Verification এ ক্লিক করুন
  • এখান থেকে আপনার পছন্দের অপশনটি বেছে নিন । আমি Document Validation অপশনটি বেছে নিলাম ।
  • Photo ID অপশন থেকে যেকোনো একটি অপশন বেছে নিন এবং Choose File থেকে আপনার ডকুমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করুন । এবার তার নিচে Bank Document এর নিচে Bank Statementএ টিক চিহ্ন দিয়ে ব্যাংক স্টেটমেন্টের স্ক্যান কপিটি সিলেক্ট করে দিন ।
  • সবকিছু ঠিক থাকলে Next চাপুন । আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
  • সবকিছু ঠিক থাকলে সেন্ড অপশনে ক্লিক করে আপনার রিকোয়েস্টটি সেন্ড করুন ।

এবার দেখা যাক কিভাবে Photo ID Validation পদ্ধতিতে ভেরিফাই করবেন :

  • আবার Verification এ গিয়ে Photo ID Validation অপশন সিলেক্ট করুন । নিচের মত পেজ পাবেন ।
  • Photo ID থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ড , পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্সের স্ক্যান কপিটি সিলেক্ট করে Next চাপুন ।
  • আপনার আপলোড করা ডকুমেন্টের প্রিভিউ দেখতে পাবেন ।
  • সবকিছু ঠিক থাকলে Send অপশনে ক্লিক করে রিকোয়েস্ট সেন্ড করুন ।
  • ভেরিফিকেশন রিকোয়েস্ট দেবার 2-3 দিনের মাঝেই পেজা থেকে রিপ্লাই পাবেন । আপনার আপলোড করা ডকুমেন্ট যদি সঠিক হয় তাহলে পেজা আপনার একাউন্ট ভেরিফাই করে দেবে ।
  • তবে যদি আপনার ভেরিফিকেশন রিকোয়েস্ট একসেপ্ট করা না হয় তাহলে পেজা থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে কি কারনে আপনার রিকোয়েস্ট একসেপ্ট কয়ার সম্ভব হয়নি ।

একাউন্ট ভেরিফাই করার রিকোয়েস্ট একসেপ্ট না হবার কিছু কারন :

  1. আপনার সাবমিট করা ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি অস্পষ্ট হলে ।
  2. আপনার ব্যাংক স্টেটমেন্টে দেয়া নাম বা ঠিকানার সাথে যদি আপনার পেজা একাউন্টের নাম বা ঠিকানা না মেলে ।
  3. আপনার সাবমিট করা ডকুমেন্ট ব্রোকেন হলে ।
  4. পেজাএকাউন্টথেকেঅন্যএকাউন্টেযেভাবেটাকাপাঠাবেন:টাকা পাঠানোর সাথে সাথে একটি ইমেইলও পাবেন।বাংলাদেশ থেকে পেজার টাকা ব্যাংক ট্রান্সফার বা ওয়ার এবং Payza Prepaid Card (visa) এর মাধ্যমে উঠান যায়।যখন টাকা জমা হবে তখন তা উঠাত-
  5. টাকাউঠান(Withdraw) :
  6. Send Funds অপশনে ক্লিক করুন।এরপর যাকে পাঠাতে চান তার পেজা ইমেইল,টাকার পরিমাণ,কোন কারেন্সিতেপাঠাতে চান ইত্যাদি লিখে ট্রানজেকশন পিন দিয়ে কনফার্ম করুন।
  7. পেজা একাউন্টে লগ ইন করুন
  8. Withdraw Funds অপশনে ক্লিক করুন।

যেভাবে উঠাতে পারবেন-

  1. Bank Transfer:এই প্রক্রিয়াটি সহজ।খরচ পড়বে ২৪০ টাকা।টাকা ব্যাংকের একাউন্টে যুক্ত হতে ৬ থেকে ৭দিন লাগতে পারে।
  2. Bank Wire:এই প্রক্রিয়ায় খরচ সবচেয়ে বেশি ১৫ ডলার।
  3. Payza Prepaid Card:পেজা প্রিপেইড কার্ডের(ভিসা) মাধ্যমে যেসব এটিএম বুথে ভিসা,মাস্টারকার্ড সাপোর্টকরে সেখান থেকে টাকা উঠাতে পারবেন।
  4. এজন্য আপনাকে প্রিপেইড কার্ডের অর্ডার দিতে হবে।এজন্য অবশ্যইএকাউন্ট ভেরিফাই হতে হবে।এছাড়া আপনার এড্রেসও ভেরিফাই করতে হবে।কার্ড পেতে সব্বোর্চ ৬০ দিন সময়লাগতে পারে ও ফি ১৯.৯৫ ডলার যা একবার লাগবে।
    মাএ ১০ ডলার হলেই কার্ডের মাধ্যমে উইথড্র করা যায় এবং ফি ১ ডলার।

    আরো বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুণ:
    http://robin390.blogspot.com

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ