ঘর আলো করার অভিনব পন্থা 2

ঘর আলো করার অভিনব পন্থা 3

বৈদ্যুতিক বাতি নিয়ে ইইউ’র নিষেধাজ্ঞাকে অনায়াসে পাশ কাটিয়ে যাওয়ার উপায় বের করেছেন জার্মানির একজন প্রকৌশলী৷ নতুন ধরণের মিনি হিটার বিক্রি করছেন তিনি, যা তাপ বাড়ানোর পাশাপাশি ঘরের আলোও বাড়াচ্ছে৷

বিদ্যুত সাশ্রয়ের জন্য ষাট ওয়াটের বেশি শক্তির বৈদ্যুতিক বালব ব্যবহারের উপর ইইউ’এর নিষেধাজ্ঞা রয়েছে৷ কিন্তু জার্মান ইন্জিনিয়ার সিগফ্রিড রোটহয়জার এবং তাঁর ভগ্নীপতি অবশ্য আরো বেশি ওয়াটের উজ্জ্বল বালব আমদানি ও বিক্রির বৈধ পথ খুঁজে বের করেছেন৷ তাঁরা চীনে তৈরি পঁচাত্তর ও একশ’ ওয়াটের লাইট বালব ছোট আকারের হিটিং যন্ত্র হিসেবে আমদানি করছেন এবং সেগুলো ‘হিটবল’ নামে বাজারে বিক্রি করছেন৷ এই হিটিং যন্ত্র ঘরকে গরম করার পাশাপাশি আলোও দিচ্ছে৷

জার্মানির এসেন শহরের মেকানিক্যাল ইন্জিনিয়র রোটহয়জার ‘হিট বলস’র বাজারজাত করতে গিয়ে বলছেন, হিটারের মাত্র ৫ শতাংশ শক্তি আলো সৃষ্টিতে সরাসরি ব্যবহার করা হচ্ছে৷ বাকি ৯৫ শতাংশই ব্যবহৃত হচ্ছে তাপ সৃষ্টিতে৷ ‘হিট বল’এর ওয়েব সাইটে বলা হচ্ছে, Tecnical দিক থেকে এটি বৈদ্যুতিক বাতির মতোই৷ পার্থক্য একটাই, এটা আলো সৃষ্টি করার জন্য তৈরি করা হয়নি, তৈরি করা হয়েছে তাপ সৃষ্টির জন্য ৷

এক ইউরো ঊনসত্তর সেন্ট দামে তিনদিনেই বিক্রি হয়েছে চার হাজার হিটবল৷ ওয়েব সাইটে এটাও বলা হচ্ছে, প্রতিটি হিটার বিক্রির অর্থ থেকে ৩০ সেন্ট করে দান করা হবে রেইন ফরেস্ট রক্ষার প্রকল্পে৷

বিদ্যুত সাশ্রয়ের জন্য ইইউ ধীরে ধীরে বেশি ওয়াটের বৈদ্যুতিক বালব বিক্রি উঠিয়ে দিচ্ছে৷ এ ব্যাপারে প্রথম পদক্ষেপ নেওয়া হয় ২০০৯ সালের সেপ্টেম্বরে৷ ২০১২ সালের মধ্যে ষাট ওয়াটের বেশি উজ্জ্বল আলোর বাতিগুলো পুরোপুরি বাজার থেকে উঠিয়ে দিতে চায় ইইউ৷ ২০০৯ সাল থেকেই একশ’ ওয়াট এবং এর চেয়ে বেশি ওয়াটের উজ্জ্বল বালব বিক্রি বন্ধ করে দেওয়া হয়৷

By Muhibul Haque

016 19 62 62 62

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ