কীভাবে টাকা ছাড়া আয় করবেন 1

আমরা সকল মানুষ ধনী হতে চাই। আর ধনী হবার জন্য আপনার কাছে Multiple Income এবং Passive Income থাকা অনেক জরুরী। কিন্তু ভালো কথা হলো– আমরা যে যুগে বসবাস করছি, সেই যুগে কোন টাকা ছাড়াই Passive Income তৈরি করা যায়। তো যদি আপনি জানতে চান, Pahttps://www.eshoaykori.com/ssive Income কীভাবে তৈরি করতে হয়??? তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর এর জবাব আপনি পেয়ে যাবেন। হতে পারে আপনাদের মধ্যে কিছু মানুষের Passive Income-এর Important-এর ব্যাপারে জানেন না।

আমরা কথা বলছিলাম কোন টাকা-পয়সা ছাড়া Passive Income-এর ব্যাপারে। তো বন্ধুরা আপনারা বিশ্বাস করুন, জবাব আপনাদের আগে থেকেই জানা আছে। কিন্তু আপনারা ঐটার উপর ভরসা করতে চান না।

আমরা কথা বলছিলাম কোন টাকা-পয়সা ছাড়া Passive Income-এর ব্যাপারে। তো বন্ধুরা আপনারা বিশ্বাস করুন, জবাব আপনাদের আগে থেকেই জানা আছে। কিন্তু আপনারা ঐটার উপর ভরসা করতে চান না।

ঐ উপায় গুলোর মধ্যে প্রথম উপায় হলো– আপনি আপনার একটি YouTube Channel শুরু করুন। আপনাকে YouTube Channel শুরু করতে কোন টাকা-পয়সার দরকার হবে না। আর সফল হবার পর আপনি এক দিক দিয়ে Multiple Sources Of Pasiive Income পেয়ে যাবেন। YouTube-এর ভিডিও বানানোর জন্য আপনি চানতো, আপনি আপনার Mobile-টা Use করতে পারেন। আর যদি আপনার কাছে Computer আছে, তাহলে আপনি আপনার Computer-এর ব্যবহার করতে পারেন। আর আপনি আপনার জন্যও ভিডিও বানাতে পারেন। Youtube-এ সফল হবার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। সাথে সাথে আপনাকে এইটাও খেয়াল রাখতে হবে, আপনার ভিডিও-র মাধ্যমে মানুষরা কতটুকু Value পাচ্ছে। যদি আপনি এই দুটি বিষয়ের উপর খেয়াল রাখতে পারেন, তাহলে আপনি YouTube-এ সফল হবেনই — এই কথার গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি। আর সফলতার পর আপনি Passive Income-ও পেতে থাকবেন। এমনকি অন্যসব Passive Income-এর Source-ও আপনার জন্য তৈরি থাকবে। YouTube-এ ভিডিও কীভাবে বানাতে হয়, কীভাবে Upload করে, আর কীভাবে সফল হয়। এটা অনেক বড় একটি বিষয়। তো আপনাকে আমি এখন Detail-এ সব বলতে পারবো না। এর জন্য আপনি YouTube-এ অনেকBangla Tutorial পেয়ে যাবেন। Passive Incomehttps://www.eshoaykori.com/ বানানোর জন্য দুই নাম্বার রাস্তা হলো — আপনিBlohttps://www.eshoaykori.com/gলিখা শুরু করে দিন। যখন আপনি Blog লিখবেন, ঐ খানেও আপনাকে Knowledge শেয়ার করতে হবে। অথবা মানুষদের Value দিতে হবে। Blog লিখার মধ্যে কোন Rocket Science নেই। আর আপনাকে শুধু মানুষদের ভালো Content দিতে হবে। এই Content যেকোন কিছু হতে পারে। আপনি মানুষদের খাবার বানানো শেখাতে পারেন, আপনি মানুষের Problem-এর জবাব দিতে পারেন, আপনি আপনার নিজের Unique Jokes-ও শেয়ার করতে পারেন। অথবা কোন খবর আপনি আপনার Blog-এ রাখতে পারেন। একদিকে দিয়ে ফায়দা এই হবে যে, আপনার কোন টাকা-পয়সার দরকার হবে না। আর আপনি আপনার Blog-এ Google Add বসিয়ে অনেক ভালো একটাAmount আয় করতে পারবেন। কিন্তু YouTube-এর মতই আপনাকেBlog-এ একটু সময় দিতে হবে। ভালো Quality-এর Content দিতে হবে। এমনকি মানুষদেরValueদিতে হবে। সাথে সাথে আপনি কিছুটা SEO মানে Search engine optimization শিখতে হবে, যেন আপনি আপনার Blog-কে Promote করতে পারেন। কোন টাকা ছাড়া Passive Income বানানোর তৃতীয় উপায় হলো–Affiliate Marketing.Affiliate Marketing-এ এমনটা হয় যে, আপনি মানুষদের একটি Product কিনার জন্য পরামর্শ দিবেন। এবং যদি ক্রেতা আপনার পরামর্শে পেয়ে ঐ Product-টি কিনে, তো তখন আপনি একটি Commisssion পাবেন। একদিক দিয়ে ফায়দা এই যে, কেউ যদি আপনার দেয়া লিঙ্ক থেকে সেই Particular Website-এ গিয়ে যদি ঐ Product-টি না কিনে অন্য আরেকটি Product ক্রয় করে। তাহলেও আপনি Commission পাবেন। এটা পুরোপুরি তেমনই, যেমন একটি Local Shop-এ কাউকে Product কিনাতে নিয়ে গেলেন। আর ঐ খানে থেকে গ্রাহক যাই কিনবে, তো আপনি কমিশন পেয়ে যাবেন। যদি আমরা কথা বলিAffiliate Marketingকীভাবে করবেন?? তো আপনি Amazon, Sharesales, ClickBank-এর মতOptionআছে। আপনি এই Website গুলোতে আপনারAffiliate Accountবানাতে পারবেন। আপনি Google-এAffiliateঅথবা এইসব Website-এর লিখে Search করুন। তখন আপনি লিঙ্ক খুব সহজে পেয়ে যাবেন। বিনা পয়সায় টাকা আয় করার আরেকটি উপায় হলো — বই লিখা। আপনি যেকোন Subject-এর উপর বই লিখতে পারেন এবং ঐটিকে E-Book-এর ফরমেটে Sell করতে পারবেন। একদিক দিয়ে আপনার কোন পয়সা লাগবে না। আর আপনি যতগুলো বই বিক্রি করবেন, তার Royalty আপনি পেতে থাকবেন। আর যদি আপনি ভালো বই লিখে, ভালো Marketing করতে পারেন। তাহলে মানুষ আপনার বই কিনবেও — আর আপনি আয়ও করতে থাকবেন। বাংলাদেশে বই অনলাইনে Sell করার বড় মাধ্যম হলো — Affiliate Mereting বন্ধুরা এইখানে আমি আপনাদের Passive Income-এর ৪টি এমন উপায় বলেছি, যেগুলো আপনি কোন টাকা ছাড়াই শুরু করতে পারবেন অথবা অনেক কম টাকা লাগিয়ে শুরু করতে পারবেন। আপনি এই গুলোকে নিছক ভাববেন না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ৪টি পদ্ধতি কাজ করে থাকে। আমি এমনটা বলতে পারি– কারণ, এই চারটার মধ্যে প্রথম ৩ টিতে আমি Already মানে YouTube, Blog এবং Affiliate Marketing থেকে আমি পয়সা কামাচ্ছি। তাই আমি আবার গ্যারান্টি দিচ্ছি যে, আপনিও এসব থেকে পয়সা কামাতে পারবেন। কিন্তু আপনাকে এটা বলে দেই যে, এসবের মধ্যে কোন টিই সহজ হবে না। প্রত্যেকটি থেকে পয়সা কামানোর জন্য শুরুতে আপনাকে অনেক সময় দিতে হবে। আপনারEnergyদিতে হবে। Success না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং সাথে সাথে আপনাকে Failure-এর Risk-ও নিতে হবে।

By ইনকাম নিউজ

আমি একজন ফ্রিল্যান্সার। নিজে আয় করার পাশাপাশি নতুনদের সহযোগীতা করতে ভালবাসি।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ