কীবোর্ড দিয়ে মাউস এর কাজ করুন খুব সহজেই Work the mouse 2 with the keyboard very easily

Work the mouse with the keyboard very easily

কীবোর্ড দিয়ে মাউস এর কাজ করুন খুব সহজেই Work the mouse 2 with the keyboard very easily 1
Community Verified icon

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে ? আশা করি বেশ ভাল আছেন । আমরা যারা Computer ব্যবহার করি তাদের প্রায়ই মাউস নিয়ে সমস্যায় পড়তে হয় । কাজ করার সময় অনেকসময় মাউস কাজ না করলে মাথা কতোটা খারাপ হয় সেটা একমাত্র ভুক্তভুগিরাই ভাল জানেন । তাই আজ একটা ট্রিক্স নিয়ে পোস্ট লিখতে বসলাম । এখন থেকে আপনাকে আর মাথা খারাপ করতে হবেনা এর জন্য । এখন থেকে কীবোর্ড কেই আমরা মাউস হিসেবে ব্যবহার করতে পারব । তাহলে চলুন দেখি কাজটি কিভাবে করতে হবে

» Start থেকে control panel এ যান

» এখান থেকে Accessibility Options এ গিয়ে Mouse ট্যাবটি সিলেক্ট করুন

» Use MouseKeys এ টিক দিয়ে Settings এ ক্লিক করুন

» Use shortcut এ টিক দিন, Use MouseKeys when NumLock isএ On অপশনটি সিলেক্ট করুন

» Ok > Apply > Ok করে কন্ট্রোল প্যানেল থেকে বেরিয়ে আসুন ।

» এবার Num Lock অন করুন এবং নাম্বার প্যাড দিয়ে মাউস এর মত কাজ করুন

আশা করি টিপস টি সকলের কাজে আসবে ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ