অাসসালামু ্অালাইকুম অরহমাতুল্লাহ্,
আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সহজ আয়ের অন্য়তম মাধ্যম নিয়ে আজকের আলোচনা শুরু করছি আমি মোঃ বশির উদ্দিন ।
৪৫০০০ হাজার আয় করুন প্রতি মাসে দৈনিক মাত্র ৩০ মিনিট সময় কাজ করে ! আপনারা ইন্টারনেট আর্নিং বা অনলাইন ইনকামে যারা একেবারে নতুন শুরু করতে যাচ্ছেন বা যাদের অনলাইন আর্নিং সম্পর্কে একেবারেই অভিজ্ঞতা নেই তারা এখান থেকে খুব সহজে একটু পরিশ্রম ধৈর্য্য় আর নিয়মতান্ত্রিক ভাবে কাজকরলে খুব সহজেই ৬ থেকে ৮ মাসের মধ্যে একটা ভাল আয় করতে পারবেন । আপনি শুধু একাই নন আমি নিয়মিত কাজ করছি এখানে । আপনার আমার মত কোটি কোটি লোক কাজ করছে, টাকা আয় করছে এখান থেকে নিয়মিত । আমার বিশ্বাস আমার লেখাটি আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়লে এবং অনুস্মরন করে কাজ করলে সফল হবেন ১০০% ইনশাআল্লাহ ।
আজকে আমি আপনাদের জন্য উপহার দিবো বিশ্বের সেরা পিটিসি সাইটগুলোর মধ্যে অন্যতম সেরা পিটিসি সাইট, “দি কিং অফ হোল পিটিসি সাইটস্”-“সমস্ত পিটিসি সাইটের রাজা” Neobux (নিউবাক্স) ।
সর্বপ্রথম আমরা নিউবাক্স সম্পর্কে একটু জেনে নেই:
Neobux (নিউবাক্স)”নিউবাক্স” সম্পর্কে একটু জানা দরকার কি?
নিউবাক্স স্থাপন করা হয়-২০০৮ সালের ২৫ মার্চ ।কার্যক্রম শুরু হয় : ৩০ শে এপ্রিল, ২০০৮ ।নিউবাক্সের মালিক বা এডমিন: ফারনান্দ ।বর্তমান (২০১৭ইং ২২ শে সেপ্টেম্বর) সদস্য : প্রায় তিন কোটি !প্রতিদিন নতুন মেম্বার: প্রায় ১৬০০ হাজার !প্রতিদিন সদস্যদের টাকা প্রদান করে : প্রায় এক কোটি !
নিউবাক্সে রেজিস্ট্রেশন + কাজ করতে কি কি দরকার বা প্রয়োজন হবে?(১) একটি সিকিউর ইমেইল আইডি,(২) একটি ব্যক্তি গত ডেস্কটপ বা ল্যাপ টপ কম্পিউটার,(৩) একটি একক ইন্টারনেট সংযোগ,(৪) প্রতি দিন ২০ থেকে ৩০ মিনিট সময় দিতে হবে,(৫) সবথেকে বেশী দরকার হবে ধর্য্য নামক গুনটি ,(৬) একটানা প্রতিদিন ৬ থেকে আটমাস কাজটি চালিয়ে যেতে হবে ।(৭) একটি ভেরিফাইড পেইজা একাউন্ট থাকলে ভাল হয় তবে না থাকলেও চলবে পরে এড করে নিলেও চলবে ।
নিউবাক্সে কাজ করতে কোনটি লাগবে না?➤ এই সাইটটিতে একাউন্ট খুলতে বা রেজিস্টার করতে বা কাজ করতে পকেট থেকে মূলধন বা জামানত দিতে হবে না ! এটি সম্পূর্ণ ফ্রি !
কারা এ খানে কাজ করে ব্যর্থ হয়?
যারা এখানে দুই এক মাস কাজ করে অধর্য্য হয়ে কাজকরা বন্ধ করে দেয় ! এটা যেহেতু দীর্ঘমেয়াদী কর্ম প্লান তাই এখানে সফল হতে হলে ধর্য্যের সাথে ৬ থেকে ৮ মাস কাজ করলে বিনা মূল ধনে ভাল টাকা আয় করা যায় !
এখানে কাজ করে মাসে কত টাকা আয় করা যায়?
নিয়মিত কাজ করলে এখান থেকে মাসে প্রায় ১৮০ ডলার থেকে ৬০০ ডলার বা ১৩৫০০ টাকা থেকে ৪৫০০০ টাকা বা তার থেকেও বেশী টাকা আয় করা যাবে যদি আপনি নিয়মিত ধর্য্যের সাথে পরিকল্পনা করে কাজ করেন । মনে রাখবেন আপনি এখানে বিনা মূলধনে কাজ করছেন তাই আপনার রাতারাতি অনেক টাকা আয় করার চিন্তা করাটা বোকামী । হ্যাঁ আপনি যদি ধর্য্যের সাথে সময় নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনি যা ভাবেন তার থেকে বেশী টাকা আয় করতে পারবেন ।
কিভাবে এখানে কাজ শুরু করবেন, বা কিভাবে রেজিস্টার করবেন?
এখানে কাজ করতে হলে প্রথমেই নিচের লিংকে ক্লিক করে রেজিস্টার করে নিন তারপর নিচে দেয়া বিষয়গুলো ডাইরীতে লিখে রাখুন আর নিয়মিত সে অনুসারে একটানা ৬ থেকে আট মাস কাজ করে যান তারপর আপনিই অবাক হয়ে যাবেন কিভাবে কি হলো?
যোগদান করার বা কাজ করার লিংক এখানে-
লিংকঃ
উপরের লিংক লেখাটির উপরে মাউস দিয়ে ক্লিক করলে সাইটটি ওপেন হবে ঠিক তখন ওটার উপরের দিকে ডান পাশে দুইটি ট্যাবের পূর্বের ট্যাবটির Register লেখার উপরে ক্লিক করলেই একটি ফরম আসবে । ব্যাস ওখানে আপনার ভোটার আইডি কার্ড অনুসারে সঠিক তথ্যদিয়ে পূরন করুন । ব্যাস আপনার একাউন্ট হয়ে গেল । তবে রেজিস্ট্রেশন করার সময় যে তথ্য দিবেন সেগুলো ডাইরীত লিখে রাখবেন পরে দরকার হবে । বিশেষ করে পাসওয়ার্ড টি অবশ্যই লিখে রাখবেন ।
কিভাবে নিউবাক্সে কাজ করতে হয়?
একেবারে সহজ, এই সাইটে ঢুকে login লেখার উপর ক্লিক করুন । তারপর রেজিস্টার করার সময় আপনার দেয়া username (ইউজার নেইম) ও পাসওয়ার্ড টি দিয়ে লগইন করুন তারপর view advertisements এর উপর ক্লিক করে প্রতিদিন বাংলাদেশ সময় সকাল দশটার পরে সবগুলো এ্যাড + adprize গুলো ক্লিক করে অপেক্ষা করুন যতক্ষন এ্যাডগুলো অন্য পেইজে গিয়ে validated (ভেলিডেটেড) হয় । এভাবে নিয়মিত বাংলাদেশ সময় ঠিক সকাল দশটার পরে এবং এ্যাড রিসেট টাইমের পূর্বে এ্যাডগুলো একটি একটি করে প্রত্যেকটি দেখুন নিয়মিত, সম্ভব হলে ঠিক একই সময় ।
(বিঃদ্রঃ) পোষ্টটি নিয়মিত আপডেট করা হবে তাই নিয়মিত চোখ রাখুন ব্লোগ পাতায় ।
টিউন লেখায় আমি একেবার নুতন । এটি আমার প্রথম টিউন তাই ভুল হলে সংশোধনের সুযোগ দিবেন । সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন ।
নিউবাক্স থেকে ভালো টাকা আয়ের প্রমান ছক কোনটি?
উত্তরঃ পরে জানানো হবে !
নিউবাক্সের মত আরো অনেক লেজিট বা মানি মেকিং সাইটের সন্ধান বা খোঁজ পেতে নিচের পোষ্টটি মনদিয়ে পড়ুনঃ
👉লেজিট সাইটের ঠিকানা পেতে আমাকে ক্লিক/ভিজিট করুনঃ/লেজিট সাইটের পোষ্টঃ
Comments (No)