Live Payment Proof – তিন তিন বার পেমেন্ট পেলাম দেখুন, কোনো কাজ না করে শুধু এ্যাকাউন্ট খুলেই।
আগে পেমেন্ট প্রুফটা দেখুন তারপর কাজ করুন
এটা কয়েকদিন আগে পেলাম দেখুন
তো চলুন কাজের দিকে
সাইটের নাম হচ্ছে Bestchange
এটি মুলত একটা ম্যানি এক্সচেঞ্জ সাইট। অনেক পপুলার একটা সাইট। একবার ভিজিট করেই দেখুন। এখানে মনে করেন আপনি বিটকয়েন দিয়ে ডলার নিতে পারবেন। এরকম সব এক্সচেঞ্জ আর কি!
কিভাবে কাজ শুরু করবেন?
কাজ শুরু করার জন্য এই সাইটে প্রথমেই একটা আইডি খুলতে হবে।
নতুন এ্যকাউন্ট খোলার জন্য Register
ক্লিক করেন।তারপর,
লিংকে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে।
এখান থেকে Affiliate Program এ ক্লিক করুন।
তারপর এমন আসবে দেখুন
এরার রেজিস্টার লেখাটিতে ক্লিক করবেন
তারপর এমন আসবে
তো আপনি সব পড়ে নিবেন এবং নিচের দিকে চলে আসবেন। দেখবেন এমন একটা ইন্টারফেস আসবে
তো আপনি সম্পুর্ন তথ্য দিয়ে সব পুরন করবেন।
তারপর সব গুলোতে টিক চিন্হ দিবেন শুধু শেষের দিক থেকে একটা উপরে ওইটা বাদে। তারপর Click to verify লেখাতে ক্লিক করে ক্যাপচা পুরন করবেন।
তারপর রেজিস্টার লেখাতে ক্লিক করে দিবেন।এবার আপাতত লগিন করবেন, আপনি লগিন করতে
Affiliate program লেখাতে ক্লিক করবেন। একেবারে নিচে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন।
তারপর এমন পেজ আসবে দেখুন
তো আপনার কাজ হলো মার্ক করা অংশে থাকা লেখাটি কপি করে ফেসবুক টুইটার গুগল বা যেকোনো সাইটে শেয়ার করবেন।এই শেয়ারের মাধ্যমে আপনার লিংকে ক্লিক করলেই ৪ টাকা করে পাবেন এবং ৮০ টাকা হলেই তা উইদ্রো করে নিতে পারবেন।
তো উইদ্রো করতে withdrawal লেখাটিতে ক্লি করে উইদ্রো নিবেন দেখুন
আর হ্যা এই সাইটের টাকা উঠাতে পারবেন পেপাল, পেইজা, পেওনার, স্ক্রিল, বিটকয়েন ও আরো কিছু সাইটের মাধ্যমে।
না বুঝলে ভিডিওটি দেখুন
ধন্যবাদ সবাইকে ট্রিকমেলার সংগেই থাকবেন আর
টিপসটি ভাল লাগলে অবশ্যই এরকম আরো টিপস পেতে আমার চ্যানেলটি থেকে একবার হলেও ঘুরে আসুন। আশাকরি উপকৃত হবেন।
RM Tips Bangla
Comments (No)