সবাইকে সাগতম।
আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের একটি ওফার সম্পর্কে যানাব। এয়াটেল এখন ফেসবুক, ইউটিউব, ইত্যাদি হবে আনলিমিটেড। কারন এয়ারটেল দিচ্ছে ১৫ টাকায় ১.৫ জিবি মেয়াদ ২৪ ঘন্টা। ওফারটি যতবার খুশি তত বার নেয়া যাবে। এর জন্য আপনাকে My plan Airtel নামে একটি সফট্রয়ার এর প্রয়োজন হবে। এই অ্যাপ এর মাধ্যমে আপনি নিজের ইচ্ছে মত টাকা দিয়ে এমবি কিনতে পারবেন। এবং এর সাহায্যে আপনি পয়েন্ট লাভ করবেন। এই অ্যাপ আপনার বন্ধুদের সাথে শেয়ার করে, আপনার রেফারেন্স কোড দিলে আমি ও পয়েন্ট পাবেন। পরে এই পয়েন্ট দিয়ে এমবি কিনতে পারবেন।
আজ এই পর্যন্তই থাক। আপনাদের কোন কিছুর হেল্প লাগলে কমেন্ট এ জানিয়েন। অবশ্যই ঐ বিষয় নিয়ে লেখার চেষ্টা করব।
ধন্যবাদ
Comments (No)