বেশি সময় চাইবোনা। শুধুমাত্র ১০ মিনিট সময় নিয়ে আমার লিখাটি মনোযোগ দিয়ে পড়ুন
বর্তমানে পিটিসে ইউজারদের অবস্থা খুব একটা ভালো যাচ্ছেনা।
কারণ গত কয়েক মাসে বেশ কয়েকটি বিশ্বস্ত সাইট স্ক্যাম করেছে।
এই ধরুণ যেমন Useclix এবং LittleBux.
পিটিসির মধ্যে ইনকাম করার সাইটের অভাব নেই।অভাব শুধু ভালো ইনকাম দেয় এমন সাইটের।এই সাইট গুলো আপনার আমার মত ফ্রি মেম্বারদের ও ভালো ই লাভ দিত। প্রফিট কিন্তু প্রায় সব সাইটৈ দেয়।কিন্তু তা শুধু ৯০ ডলার অথবা ৭০০ ডলার দিয়ে আলটিমেট আপগ্রেড কেনা মেম্বারদের।আমাদের মত ফ্রি মেম্বারদের সবাই বাশের উপরেই রাখে।আমাদের দিয়ে ইনকাম করিয়ে তা আপগ্রেডেড মেম্বারদের দেয়।ফ্রি মেম্বারদের ভালো প্রফিট দেয় এমন একটি ভালো সাইটের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই।কারণ আমাদের ইনভেষ্টের মত রিস্ক নেওয়ার কোনো মানেই হয়না।
সাইটটি হচ্ছে একটি MMMTraffic
সাইটটি তে জয়েন করে শুধু ঘুরে ফিরে বের না হওয়ার জন্যে অনুরোধ করব আপনাদের।কারণ পিটিসি ইউজারদের একটি বড় সমস্যা হচ্ছে ভালো সাইট গুলোতে ঘুরে ফিরে বের হয়ে তারপর খারাপ সাইট গুলোতে কাজ করে ধোকা খায়।
সাইটটিতে রেজিষ্ট্রেশন করে তারপর লগিন করুন।
লগিন করার পর একটা এড দেখাবে। কিছুক্ষণ পর দেখবেন উপরে Skip লিখা এসেছে। তারপর লিখায় ক্লিক করে উপরে View Ads এ ক্লিক করে তারপর Earn Money তে যান।ওখানে গিয়ে নিচের দিকে নামলে কিছু এড দেখতে পাবেন। প্রতিটি এডে ক্লিক করলে ০.০২ করে পাবেন যা আর কোনো সাইট দেয়না বর্তমানে।
এই সাইটে দিনে সর্বোচ্চ ০.৫ ডলারের ক্যাশ লিঙ্ক পাওয়া যায় যা বর্তমানে আর কোনো সাইট দিচ্ছেনা।
দিনে ২ বার এড আসে। সুতরাং আর কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিন এখনই।
রেজিষ্ট্রেশন করুন নিচের লিঙ্ক থেকে
Comments (No)