শুধুমাত্র Facebook কে ব্যবহার করে দৈনিক ২০০০ Real Best 7 ভিজিটর নিন

Get 2000 Real Best 7 Visitors Daily Using Facebook Only

শুধু মাত্র Facebook  কে ব্যবহার করে অনেকে regular ২০০০ to ৪০০০ visitor তাদের ব্লগ এ আনতে সক্ষম হইছে তাও আবার targatted। এখানে আপনার কাজ হল ভিজিটর গুলো কে attract করা এবং আপনার ব্লগ কে ভালো লাগানো  কারন  একটা ভিজিটর যদি আপনার ব্লগে আসে  আর যদি তার ভালো না লাগে ,তাহলে সে হয়ত আসবে
কিন্তু আর কখনই আসবে না।

Off page optimization এর মাঝে ত অনেক সেক্টর আছে-

Answers   etc etcএগুলো সবারই জানা কিন্তু অনেকে অনেকPaid sofwareব্যবহার করেকিছু ট্রিক্স   খাঁটিয়ে প্রত্যেক সেক্টর থেকেই হাজার হাজার ভিজিটর পাচ্ছে একটা কথা  আপনি সব জায়গা থেকেই SEO শিখে আসুন, সবাই আপনাকে অই এক ই কমন জিনিস গুলোই শিখাবে, কিন্তু এর মাঝে কিছু সুক্ষ সুক্ষ জিনিস, যেগুলো জানলে আপনি আপনার ব্লগ কে আপনার টার্গেট জায়গাই নিয়ে জেতে পারবেন সেগুলো কেও শিখাবে না আপনাকে, আপনার নিজেরি গবেষণা করে বের করে নিতে হবে।  প্রত্যেক সেক্টর থেকেই যদি আপনি একটু Research করেন তাহলে প্রত্যেক  জায়গা থেকে আপনি প্রচুর ভিজিটর পাবেন

আমরা যেহেতু কোন Paid sofware ব্যবহার করব না, তাই আমি Real Process টা  দেখাব দরকার শুধু একটু ধৈর্য

আজ শুধু Facebook নিয়ে আলোচনা করলাম- পরবর্তীতে আস্তে আস্তে প্রত্যেকটা সেক্টরের Tricks নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ্‌।

প্রথম কাজঃ

পাঁচটা Fake Female account খুলুন, আর ফ্রেন্ড বাড়ানর জন্য কিছু নামকরা পেজ আর কিছু নামকরা গ্রুপ এ টিউমেন্ট আর টিউন করুন,, তারপর Automatic Friend Request আসা শুরু হয়ে যাবে। আপনি শুধু দেখবেন একটা আইডি এর ফ্রেন্ড অন্ন আইডি এর সাথে যেন Mutual না হয়,, আর আপনি যে এরিয়া থেকে ভিজিটর চান সেই এরিয়া রিলাটেড ফ্রেন্ড গুলো কে add করবেন

Suppose   আপনি যদি বাংলাদেশ টার্গেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সব বাঙালি নাম এর ফ্রেন্ড গুলো কে অ্যাড করবেন।  আর যারা আপনাকে ট্যাগ করবে, সেই সব ফ্রেন্ড গুলো কে ব্লক করবেন প্রতিদিন।

দ্বিতীয় কাজঃ

আপনি পাঁচটা Browser খুজে ডাউনলোড করে নিন- যেমন  Sr Iron, 300, Tourch, Opera Mini Latest version, ar Mozilla er Latest version, কখনোই Google Crome ব্যবহার করবেন না,। আর ব্যবহার এর সময় প্রত্যেক Browser এর দিয়ে Private window দিয়ে ঢুকবেন, কারন  Private window দিয়ে browse করলে আপনার কোন ডাটা Browser সেভ রাখবে না।  আর মাঝে মাঝে history clean করবেন
এক আইডি থেকে অন্ন আইডি তে ঢুকার সময় একটু সময় গ্যাপ রাখবেন।

তৃতীয় কাজঃ
৪৫০০ ফ্রেন্ড পর্যন্ত অ্যাড করবেন, আর এরপর থেকে যেগুলো Friedn request আসবে সেগুলো delete request করবেন, কারন এগুলো আপনার Follower এরপর আইডি টা female থেকে Male বানিয়ে ফেলবেন নাম change করুন  যারা একটু বক বক করবে তাদের ব্লক করে ফেলবেন। এরপর আপনার ব্লগ এর ২-৩ টা ক্যাটাগরি নিয়ে পেজ আর গ্রুপ খুলুন, গ্রুপ গুলোতে সব ফ্রেন্ডদের অ্যাড করুন আর পেজ গুলো তে ইনভাইট করে কিছু লাইক বারান

, ধরে নিলাম- আপনার ব্লগ এর একটা ক্যাটাগরি সেটা হল Android App নিয়ে,, তাহলে আজ আপনি আপনার ব্লগ এ একটা আকর্ষণীয় Android App নিয়ে টিউন করছেন আর তারপর সেটি গ্রুপ এ টিউন করুন আর অই ক্যাটাগরি নিয়ে যে পেজ খুলছেন সেখানেও সুন্দর করে চার লাইন এ একটা কিছু লিখে নিচে লিঙ্ক দিবেন অথবা আকর্ষণীয় কিছু লিখে “Continue Reading” এর মাঝে লিঙ্ক দিতে পারেন- Facebook এ“Continue Reading”  এর মাঝে কিভাবে লিঙ্ক দিতে হয় খুজে বের করে শিখে নিন।

এভাবে আপনার ব্লগ এর আকর্ষণীয় কিছু টিউন নিয়ে আপনার গ্রুপ এ আকর্ষণীয় ভাবে লিখে টিউন দিন টিউন তিন লাইন এর বেশী করবেন না, আর নিচে লিঙ্ক দিবেন অথবা  “Continue Reading” এর মাঝে লিঙ্ক দিবেন।

চতুর্থ কাজঃ

এখন আপনার কাজ হল প্রত্যেকটা আইডি থেকে ২০০ টা গ্রুপ এ অ্যাড হওয়া, যে গ্রুপ গুলোতে টিউন করলে সাথে সাথে APROVE করে সেগুলো তে Join করবেন

২০০ টা করে ৫টা আইডি তে গ্রুপ গুলোতে জইন করবেন, আর আপনি যে সুন্দর করে আকর্ষণীয় করে নিজের গ্রুপ এ টিউন টা করলেন সেটা এই ১০০০ গ্রুপ এ গিয়ে শুধু copy paste মারুন এতে করে আপনার টিউন গুলো কমপক্ষে ৫০,০০০ থেকে ৬০,০০০ মানুষ দেখতে পারবে, লিঙ্ক এ ক্লিক করা নির্ভর করবে আপনার টিউন লেখার উপরে

আর আজেবাজে যেন টিউন না করেন  বাংলাদেশ এর ক্ষেত্রে বাংলাতেই গ্রুপ গুলোতে করবেন আর অন্ন দেশ এর জন্য হলে সেই দেশ গুলোর গ্রুপ গুলোতে সেই ভাষায়।

পঞ্চম কাজঃ

যে দুই তিন টা ক্যাটাগরি এর জন্য পেজ গুলো খুললেন সেগুলো তে ইনভাইট করে কিছু লাইক বারান,  এখন আপনার কাজ হল  নিজের ফ্রেন্ড লিস্ট থেকে তাদের খুজে বের করুন যাদের ফ্রেন্ড সংখ্যা ১০০০ এর উপরে আর তাদেরকে ট্যাগ করলে তাদের ওয়াল এ show করে কি না, ট্যাগ করলে যাদের ওয়াল এ show করে এমন ফ্রেন্ড গুলো কে খুজে বের করুন

 আর এ তাদের নাম আর তাদের পিকচার exel shit ee বসিয়ে রাখুন .  এমন ২০০-৩০০ এর জন এর নাম খুজে বের করে রেখে দিন্‌,… বাস কাজ শেষ, এখন আপনি যে টিউন টা করবেন- যদি বাংলাদেশ এর ক্ষেত্রে হয় তাহলে সুন্দর করে চার পাঁচ লাইন এ লিখে লিঙ্ক দিয়ে সেই টিউন টা ৫০ জন কে ট্যাগ করেন,, এতে করে প্রতি ৫০ জন কে ট্যাগ করার জন্য কমপক্ষে আপনার টিউন টা ১০,০০০-১৫,০০০ মানুষ দেখতে পাবে,, এভাবে প্রতিটা আইডি থেকে প্রত্যেক Famous ক্যাটাগরি অথবা টিউন এর জন্য এমন করলে আপনার টিউন গ্রুপ আর পেজ আর নিজের ওয়াল এ টিউন + পেজ ট্যাগ+ গ্রুপ ট্যাগ করলে- আপনার একটা সুন্দর টিউন একলক্ষ থেকে দেরলক্ষ মানুষের কাছে পৌঁছিবে  আপনার টিউন যদি আকর্ষণীয় নাও হয় তবুও ৩০০০ থেকে ৪০০০ ভিজিটর আসা Practical

কিছু কথাঃ

এটা করতে গিয়ে হয় ত আপনার এক মাস সময় যাবে, কিন্তু একটা যে আপনি community build করলেন সেটা আপনার আজিবন কাজে দিবে,  আর মাঝে মাঝে হয় ত Facebook Photo varification ঝামেলায় পড়তে পারেন, সেক্ষেত্রে Facebook Photo varification এটা solve করা শিখে ফেলুন, অনেক টিউন আছে সেখান থেকে চেষ্টা করুন আর শিখুন  আর Facebook Photo varification এই ঝামেলায় পরলে আমি আপনাকে একটু হেল্প করতে পারি- আমাকে নক করতে পারেন

সর্বোপরি একটা কথা বলি যারা Blogging করেন তাদের জন্য আপনি আপনার ব্লগ কে গুগল পেজ এ যদি সামনে নিয়ে আসেন তবুও আপনি সফল না  আপনার ব্লগে হাজার হাজার ভিজিটর আসুক তবুও আপনি সফল না   আপনি সফল তখনি হবেন যখন  আপনার সাইট এ একটা ভিজিটর আসল আর তার আপনার ব্লগ টা ভালো লাগলো- শুধু মাত্র তখনি আপনি নিজেকে সফল ওয়েবমাস্টার বলতে পারেন  কারন ঐ একটা ভিজিটর ই আপনার সাইট এর SEO এর জন্য যথেষ্ট।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ