আপনার জবিনের মোড় ঘুরানোর জন্য আপনার একটি সঠিক সিদ্ধান্তই যথেষ্ঠ সুতরাং রাগ করে নয় আপনাকে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হবে।
বিশ্বর যারা সফল ব্যাক্তি তাদের জীবন পলো করলে দেখবেন সবচাইতে বড় গুন হলো রাগকে বর্জন করে যে কোন বিষয় সিদ্ধান্ত নিতেন তারা এটা 100 জন রেগে গেলেন তো হেরে গেলেন,রাগের সমাধান!! না দেখলে মিসস
Success ব্যাক্তির 100 বছর পূর্বের জরিফ থেকে একজন বৈজ্ঞানিক তথ্যটি নিয়েছেন যে, তাদের 7টি গুনের মধ্যে অন্যতম হলো তারা প্রোএক্টিভ থাকতেন সবসময়।
সো আপনিও জীবনে উন্নতি করতে চাইলে প্রোএক্টিভ মানুশিকতা নিয়ে চলুন যে কোন কাজ বুঝে শুনে শুস্থভাবে শিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান অবশ্যই সফল হবেন।
রাগের সময় মাথা ঠান্ডা রাখার সমাধানঃ
১: (প্রথম ধাপ): ধরুন কেউ আপনার উপর রেগে গেল, আপনি ঠিক তার রাগের সময়টায় তাকে আপাদত তার সাথে একমত পোষন করে তাকে স্থীরতায় নিয়ে আসুন। তার পর সে যে জিনিসটা না বুঝে আপনার উপর রাগ হল আপনি সেই জিনিষ্টা তাকে লজিকের মাধ্যমে বুঝিয়ে বলবেন[উধাহরন দিলে যে কোন জিনিষ মানুষ সহজেই বুঝতে পারে।
২(২য় ধাপ): কেউ আপনাকে তিরষ্কার মূলক কথা বার্তা যেমন অনর্থক কোনো কথা বলে সম্বোধন করল, যে কথার কোনো ভিত্তি নাই[যেমন: (১) তুই একটা পাগল,(২)তুই একটা ভুয়া কাজ করিস ইত্যাদি] এই জাতিয় যে কোনো প্রশ্ন বা কথার ক্ষেত্রে আপনি কোনো প্রতি উত্তর বা কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সে যে কথাটা বলল আপনাকে ঠিক সেই কথাটার উপর প্রশ্ন করবেন [যেমন: (১)ভালো মানুষকে পাগল বলার উপকারীতা কি, (২) ভুয়া কথাটা খারাপের কোন দিক বুঝায়, আমি জানি এই কথাটা পালতু মানুষেরা বেশী ব্যবহার করে] কারন যারা কোনো নির্দিষ্ট খারাপ দিক খুঁজে পায়না কিন্তু কোনো জিনিস তার নিজের কাছে ভালো লাগেনা। এই জন্য সে সেটাকে ভুয়া বলে।
[এই থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা অনর্থক অনেক কথা ও কাজ করে থাকি, রাগের মাথায় এবং মনের ইচ্ছায়, সুতরাং এগুলো বর্জন করতে চেষ্টা করব, নিজের ইচ্ছা এবং রাগ চিন্তা না করে মানুষকে তা বুঝিয়ে সমাধান করব]
Comments (No)