রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদের বেতন-ভাতা বাড়াতে পৃথক তিনটি বিল ওঠেছে সংসদে। এতে তাদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।
বিলে রাষ্ট্রপতির নতুন বেতন এক লাখ ২০ হাজার, প্রধানমন্ত্রীর বেতন এক লাখ ১৫ হাজার, মন্ত্রীর বেতন এক লাখ পাঁচ হাজার, প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
সোমবার মাগরিবের বিরতির পরে সংসদের বৈঠক শুরু হলে সংসদের কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী ‘দ্য প্রেসিডেন্ট’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬, ‘দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ এবং ‘দ্য মিনিস্টারস, মিনিস্টার অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ উত্থাপন করেন। এরপর অধিকতর যাচাই-বাছাই করে ৭ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য বিল তিনটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে জাতীয় বেতন স্কেল ও দেশের আর্থ সামাজিক পরিপ্রেক্ষিত বিবেচনায় বেতন-ভাতা পুনর্নির্ধারণের কথা বলেন মন্ত্রী মতিয়া চৌধুরী।
বিলে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যদের বর্ধিত বেতন ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির বেতন বাড়ানো সংক্রান্ত বিলে বর্তমান বেতন ৬১ হাজার ২০০ থেকে বাড়িয়ে এক লাখ ২০ হাজার টাকা এবং বিমান ভ্রমণের জন্য বীমা কভারেজ ১৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৭ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
প্রধানমন্ত্রীর বেতন বাড়ানো সংক্রান্ত বিলে বর্তমান বেতন ৫৮ হাজার ৬০০ থেকে বাড়িয়ে এক লাখ ১৫ হাজার টাকা, মাসিক বাড়ি ভাড়া ৫০ হাজার থেকে বাড়িয়ে এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা, বিমান ভ্রমণের জন্য বীমা কভারেজ ১৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং স্বেচ্ছাধীন তহবিল এক কোটি টাকা থেকে বাড়িয়ে দেড় কোটি টাকা করার কথা বলা হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বেতন বাড়ানো সংক্রান্ত বিলে একজন মন্ত্রীর বর্তমান বেতন ৫৩ হাজার ১০০ থেকে বাড়িয়ে এক লাখ ৫ হাজার টাকা, একজন প্রতিমন্ত্রীর বর্তমান বেতন ৪৭ হাজার ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯২ হাজার টাকা এবং একজন উপমন্ত্রীর বর্তমান বেতন ৪৫ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৬ হাজার ৫০০ টাকা করার কথা বলা হয়েছে।
এই বিলে নিয়ামক ভাতা বাড়ানোর প্রস্তাবে একজন মন্ত্রীর জন্য ৬ হাজার থেকে ১০ হাজার টাকা, একজন প্রতিমন্ত্রীর জন্য চার হাজার থেকে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা এবং একজন উপমন্ত্রীর জন্য তিন হাজার থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
বিলে বলা হয়েছে- একজন মন্ত্রী বাড়ি ভাড়া পাবেন ৮০ হাজার টাকা, একজন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পাবেন ৭০ হাজার টাকা। সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিলও সরকার থেকে দেওয়া হবে।
বিলে স্বেচ্ছাধীন তহবিল বাড়ানোর প্রস্তাবে একজন মন্ত্রীর জন্য বর্তমান চার লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা, একজন প্রতিমন্ত্রীর জন্য তিন লাখ থেকে বাড়িয়ে সাড়ে সাত লাখ টাকা এবং একজন উপমন্ত্রীর জন্য তিন লাখ থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার কথা বলা হয়েছে।
বিলে সব মন্ত্রীদের বিমান ভ্রমণের জন্য বীমা কভারেজ বিদ্যমান ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে আট লাখ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া একজন মন্ত্রীর দৈনিক ভাতা ৭৫০ থেকে বাড়িয়ে দুই হাজার টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দৈনিক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে দেড় হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
Comments (No)