সবাই কে সালাম জানাই । কেমন আছেন সবাই ভালো তু ? আমি ভালোই ।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে Website এর যে কোনো পেজ কে পিডিফ বানানো যায় এবং সাথে কিভাবে ডাউনলোড করবেন ।
প্রথমে আপনাকে এই ২ টা ওয়েব সাইট থেকে যে কোনো একটা ওয়েব সাইট তে যান । এই ২ টা আমার + সব চেয়ে ভাল ওয়েব সাইট এইকাজের জন্য যে কোনো Website এর Page কে PDF আকারে বানিয়ে নিন এবং Dawnload করুন
এখন আপনার কাজের পালা ………।। আমরা সবাই যখন কোনো ভাল পোস্ট বা টিউন দেখি আমরা চাই ঐ পেজ টাকে সেভ করে কম্পিউটার এর মাঝে রাকতে । কিন্তু আমরা টা পারি না । যদি এই পেজ টাকে পিডিফ আকারে পাওয়া যাই তবে কেমন হবে । ওকে চুলুন দেখি কিভাবে ।
আপনি যে ওয়েব সাইট এর ওয়েব পেজ টা কে পিডিফ আকারে করতে চান সেই ওয়েব সাইট এর চ লিঙ্ক টা কপি করে উপরের দেওয়া লিঙ্ক থেকে যে কোনো একটা তে গিয়ে দেখেবন লিঙ্ক দেবার বক্স আছে সেই বক্সে আপনি আপনার কপি করা লিঙ্ক টা পেস্ট দেন । পরে পিডিফ ফাইলের জন্য সেখানে “ convrt to pdf “ খেলাতে ক্লিক দেন ।
৫-৬ সেকেন্ড অপেক্ষা করুন । পরে আসবে ডাউনলোড লিঙ্ক , এবার ডাউনলোড লিঙ্ক তে ক্লিক দেন আর আপনার কাংখত ওয়েব পেজ টা কে পিডিফ আকারে পেয়ে যান । ( লিঙ্ক ১ এর জন্য ৭-৯সেকেন্ড অপেক্ষা করবেন , এইটার কোনো ডাউনলোড লিঙ্ক আসবেনা, অটু ডাউনলোড শুরু হবে ) ।
আমার এই পোস্ট টা কেমন লাগল তা নিচে কমেন্ট এর মধ্যে জানাবেন । আপনাদের কমেন্ট এই আমাদের কষ্টের মুল ।
ভাল থাকুন,আমার জন্য দোয়া করবেন ।
আর ও পোস্ট পাবেন আমার ব্লগ টা ঘুরে আসেন ” আইটি টক বিডি ”
আইটি টক বিডি ।। প্রযক্তি এই আমাদের হাতিয়ার ।
Comments (No)