আজকে যে অ্যাপটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব তার নাম “Status Mania(English+Bangla)”, একটি এন্ড্রয়েড অ্যাপ।
অ্যাপটিতে আপনি পাবেন ইংরেজীর পাশাপাশি ক্যাটাগরি অনুসারে বাংলা স্ট্যাটাস।
আরো রয়েছে বিশেষ বিশেষ দিবসের জন্য স্পেশাল স্ট্যাটাস। ইন্টারনেট কানেকশন থাকলে ক্যাটাগরি লিখাটার নিচে, সার্চ বারের উপরে ভেসে আসবে ওই বিশেষ দিনের জন্য বিশেষ ব্যানার, আর এতে ক্লিক করলেই সরাসরি পেয়ে যাবেন ওই বিশেষ দিনের স্পেশাল স্ট্যাটাসের ক্যাটাগরিগুলো। রয়েছে অটোমেটিক ডাটাবেজ আপডেট চেকার। সার্ভারের ডাটাবেজে নতুন স্ট্যাটাস যোগ হলেই আপনার অ্যাপে চলে আসবে ডাটাবেজ আপডেটের নোটিফিকেশন।
আপনার পছন্দের স্ট্যাটাসগুলো পরবর্তিতে ব্যবহারের জন্য আছে Like, Favourite অপশন।
ইচ্ছা হলেই কপি করে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন।
শেয়ার করতে পারবেন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, গুগল প্লাস, হ্যাংআউট, ভাইবার, ইমো, ট্যাঙ্গো, টেলিগ্রাম সহ সকল সোশ্যাল অ্যাপে। এছাড়াও ফেসবুক আর টুইটারে কাস্টম ভাবে শেয়ার করার জন্য আছে আলাদা বাটন।
অ্যাপটিতে রয়েছে লাইভ ডাটাবেজ আপডেটের সুবিধা। একটি মাত্র ক্লিকে যোগ হয়ে যাবে আরো অনেক গুলো ক্যাটাগরি সহ শত শত স্ট্যাটাস।
অ্যাপটি পুরোপুরি অফলাইনে ব্যবহার করা যায়। রয়েছে সুপার ফাস্ট লাইভ সার্চ ফিচার, যা দ্বারা যে কোন ক্যাটাগরি অথবা যেকোন স্ট্যাটাস সার্চ করা যায় চোখের পলকে।এছাড়াও রয়েছে সব ক্যাটাগরির স্ট্যাটাস একসাথে এলোমেলো ভাবে পাওয়ার জন্য শাফল ফিচার।
এখনকার দিনে মানুষ সোশ্যাল মিডিয়ার উপর অনেকাংশেই নির্ভর হয়ে পরেছে। আর এই ক্ষেত্রে এই অ্যাপটি অনেকাংশেই সহায়ক। আশা করছি এই সুন্দর এন্ড্রয়েড অ্যাপটির মাধ্যমে, আপনাদের দৈনন্দিন জীবনের অংশ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আরো বেশি বেশি সক্রিয় হতে পারবেন।
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Comments (No)