বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফুজিৎসু’র ‘অ্যারোজ The world’s thinnest Best 4 mobile Fujitsu’s Arrows

বিশ্বের সবচেয়ে পাতলা মোবাইল ফুজিৎসু'র 'অ্যারোজ The world's thinnest Best 4 mobile Fujitsu's Arrows 1

বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে স্থান করে নিয়েছে জাপানি Electronics পণ্য নির্মাতা ফুজিৎসু’র তৈরি ‘অ্যারোজ এফ-০৭ডি’ ফোন। মটোরোলা’র তৈরি মটো রেজর মোবাইলটির চেয়েও এটি পাতলা। খবর এমএসএন-এর।

অ্যাপল এবং স্যামসাং কর্তৃপক্ষ তাদের তৈরি মোবাইল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হিসেবে দাবী করলেও যুক্তরাজ্যের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথোরিটি (এএসএ) অ্যাপলের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু মটোরোলার তৈরি ৭.১ মিলিমিটার পুরুত্বের মটো রেজর আইফোনের চেয়েও পাতলা ফোন হিসেবে স্থান করে নেয়।

সম্প্রতি ফুজিৎসু অ্যরোজ ব্র্যান্ডের ‘এফ-০৭ডি’ মডেলের স্মার্টফোন তৈরির ঘোষণা দিয়েছে। বাজারে আসার পর ৬.৬ মিলিমিটার পুরুত্বের এ মোবাইলটিই সম্ভবত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে পাতলা ফোন।

এ ফোনটি ২০১২ সাল নাগাদ বাজারে আসবে। এর ফিচার হবে অনেকটা স্যামসাং-এর তৈরি গ্যালাক্সি এস টু-এর মতো। ১.৪ গিগাহার্টজের প্রসেসর এবং ৫১২ গিগাবাইট র‌্যাম সুবিধার এ স্মার্টফোনটিতে থাকবে ৪ ইঞ্চির স্ক্রিন। গরিলা গ্লাসে তৈরি ডিসপ্লে ছাড়াও ৫ মেগাপিক্সেল ক্যামেরার এ ফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ