বিটকয়েনকে ডলার বা টাকাতে আনবেন যেভাবে

বিটকয়েন এমনই এক জটিল মুদ্রা যার দাম প্রতি মূহুর্তে পরিবর্তনশিল। এর তারল্যতা এতই বেশি যে প্রায় প্রতিদিনই এটি ১০০$ এর মত আপ ডাওন করে। এমনও দেখা গেছে একদিনে ৬০০$ ও পরিবর্তন হয়েছে বিটকয়েন এর দাম। তো বিটকয়েন এর বাড়া কমার কারনে সৃষ্টি হচ্ছে একাধিক ট্রেডিং প্লাটফর্ম যেখানে আপনি রেট কমলে কিনে রাখতে এবং বাড়লে বেচে দিতে পারবেন।বিটকয়েনকে ডলার বা টাকাতে আনবেন যেভাবে 2

অপরদিকে যখন বিটকয়েন রেট বাড়ে তখন সবাই এটি সেল দিতে চায় এবং যখন রেট কমে তখন সবাই কিনতে চায়। কিন্তু বাংলাদেশসহ যেসব দেশে বিটকয়েন অফিসিয়ালি রেনদেন করা যায় না সেসব দেশে ব্যাবহার করতে হয় এক্সচেন্জার সাইট। বিটকয়েন কে ডলার এবং ডলার কে টাকা তে কনভার্ট করার জন্যে এ দুটি মাধ্যম সবচেয়ে জনপ্রিয় ও বিশ্বস্ত। প্রথম লিংকটি হচ্ছে বিখ্যাত এক্সচেন্জার চেন্জার.কম। যেটির দ্বারা আপনার আয়কৃত বা স্টোরকৃত বিটকয়েন কে রেট বাড়ার সাথে সাথে ডলারে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে Send এ Bitcoin এবং Receive এ Perfect Money টিক দিয়ে এমাউন্ট, পারফেক্ট মানি আইডি, ও আপনার মেইল দিয়ে Exchange এ ক্লিক করবেন। তারা আপনাকে একটি বিটকয়েন এড্রেস দেবে যেটাতে দশ মিনিটের মধ্যে যে পরিমান বিটকয়েন এক্সচেন্জ করবেন সে পরিমান পাঠিয়ে দেবেন। আপনার বিটকয়েন তারা হহাতে পাওয়ার সংগে সঙ্গে আপনার পারফেক্ট মানিতে ডলার পৌছে দেবে।

দ্বিতিয় লিংক টা হল, বাংলাদেশি ফ্রিল্যান্সার দের ডলার বাই সেল করার একটি বিশ্বস্ত গ্রুপ। যেখান থেকে সহজেই আপনি আপনার যেকোন ডলারকে টাকাতে কনভার্ট করতে পারবেন।

 

লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল এখানে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ