বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়

২০২১ সালে  গেম খেলে টাকা ইনকাম বা, আয় করার অনেকরকম পদ্ধতি আছে। কিছু পদ্ধতিতে আয়ের পথ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করা যায়, আপনারা এটা থেকে উপকৃত হবেন। 

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় 1

গেম খেলে টাকা আয় খুব ইন্টারেস্টিং একটি বিষয়। বাচ্চা থেকে বুড়ো আমরা সবাই কম বেশি গেমস খেলে থাকি। আর কেউ কেউ তো গেম খেলতে বসলে খাওয়ার কথাও ভুলে যায়। আর এই গেম খেলে যদি টাকা আয় করা যায় তাহলে ব্যাপারটা মন্দ হয়না।

অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করা যায় ঠিকই। কিন্তু কোনো কাজে দক্ষ না হলে অনলাইন ইনকাম করা সম্ভব না।

আর এজন্যই বেশিরভাগ মানুষই গেম খেলে টাকা আয় করার সহজ উপায় বেছে নেয়।

যেসব গেমস অ্যাপ থেকে গেম খেলে টাকা আয় করা যায়। সেগুলো আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন: ক্যাসিনো গেম, অনলাইন বাজি, অ্যাড দেখার মাধ্যমে এবং অন্যদের আগ্রহী করে ইত্যাদি বিভিন্ন ধরনের গেমস অ্যাপ আছে।

যেগুলোর মাধ্যমে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। যার বেশিরভাগই অবৈধ উপায়ে উপার্জন।

আর অনলাইনে একমাত্র এই একটি উপায়েই সবথেকে সহজ উপায়ে টাকা ইনকাম করা যায়।

এবার চলুন জেনে নেই এই অ্যাপ গুলো কিভাবে কাজ করে-

ক্যাসিনো গেম

অনলাইন ক্যাসিনো রমরমা একটি ব্যাবসা। Jackpot, gaming club, spin ইত্যাদি গেমিং অ্যাপগুলো যার অন্যতম উদাহরণ।

এই গেমিং অ্যাপস গুলোর মাধ্যমে অনলাইনে বিভিন্ন জুয়ার আসর বসানো। যে জিতবে সেই একমাত্র পুরস্কার পাবে।

এবং এই অ্যাপ গুলোই বাংলাদেশের প্রায় সবগুলো পেমেন্ট মেথড সাপোর্টেড।

বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায় 2

বাজির ধরার মাধ্যমে

এই অ্যাপস গুলো তাদের অনুসারীদের বাজি অনুযায়ী টাকা তুলতে থাকে। যারা যেই দলের জন্য বাজি সেই দল জিতলে দ্বিগুণ টাকা ফেরত পাবে।

এমন অনেক খেলোয়াড় প্রেমী আছেন যারা তাদের নিজের দলকে এতটাই সাপোর্ট করে থাকে। যে তার দলের জন্য হাজার হাজার টাকা বাজি ধরতেও দ্বিধাবোধ করেনা। আর এই বাজি ধরা হয় বিভিন্ন ধরনের গেমিং অ্যাপস ব্যাবহার করে।

এড দেখে

এমন অনেক গেমিং অ্যাপস আছে। যাতে গেমের থেকে এড শো করানো হয় বেশি। যেই এড গুলো দেখলে এবং ক্লিক করলে বিভিন্ন ধরনের বোনাস দেওয়া হয়।

মূলত এই অ্যাপস গুলো নিজেরাই এড শো করে টাকা ইনকাম করে। যারা এই ধরনের থার্ড পার্টি অ্যাপ এ অ্যাড পাবলিশ করে তারা ফেক ট্রাফিক নিজেদের ওয়েবসাইটে নেওয়ার জন্যই এটা করে থাকে।

গেম খেলে টাকা আয় করা কি সম্ভব?

বন্ধুরা বর্তমানে সবাই খেলে এমন কিছু গেম হলো, pubg, freefire, Pokemon GO এছাড়া আরো অনেক Game Apps আছে। এবার অতীতে কিছু গেমের কথা বলি। যেগুলো একসময় মানুষ খুব বেশি খেলতো। যেমন: clash of clans, Subway surfers, mini militia ইত্যাদি। তো বন্ধুরা একবার ভেবে দেখুন তো। আপনারা যারা গেম খেলে টাকা আয় করার চিন্তা করেন। তারা তো এতো বড় গেম খেলে টাকা ইনকাম করেন না বা করতে পারবেন না।

আর পারলেও খুব অল্প সংখ্যক লোক পারবে। তাহলে বড় বড় গেম গুলো যদি স্থায়ী না হয়।

তাহলে ছোট ছোট যে গেম অ্যাপস গুলো আছে এবং তাদের লোভনীয় অফার দেখে আপনারা যে সময়টা নষ্ট করেন। সেটা কি ফিরে পাওয়া সম্ভব?

এর মানে এটা নয় যে আপনি গেম খেলে টাকা আয় করতে পারবেন না। আপনি যদি টাকা আয় করতে পারেন।

সেটার পরিমাণ হবে খুব অল্প। যেমন, মনে করুন আপনি 2-3 ঘণ্টা সময় ব্যয় করে প্রতিদিন গেম খেলছেন। এর বিপরীতে আপনি গেমের ভিতরে 20 হাজার কয়েন পেয়েছেন।

যার প্রতি হাজারের মূল্য হতে ১-২ টাকা। তাহলে ২-৩ ঘণ্টা সময় ব্যয় করে আপনি ২০-৪০ টাকা আয় করছেন।

তো আপনি মাস শেষে হিসাব করে দেখলেন আপনি ৬০০-১০০০ টাকা ইনকাম করছেন। যেটা আপনি গত মাসে নেট ইউজ করে শেষ করে ফেলছেন।

তো এমন ইনাকম করে লাভ কি? আর গেমটা যদি হঠাৎ বন্ধ করে দেয়া হয়। তখন কি করবেন?

বন্ধুরা এমন অনেক গেম আছে যেগুলো প্রথমে ইনভেস্ট করতে বলে।

আমার মতে এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই এমন কাজ করে।

এরা নতুন নতুন গেম তৈরি করে মানুষকে বিভিন্ন রকম প্রলোভন দেখায়। যেমন: “গেম খেলে টাকা আয় বিকাশে 2021” এমন কথা যদি আপনাকে বলা হয়।

আপনিও হইতো একবার খেলে দেখতে চাইবেন। কিন্তু এদের বেশিরভাগ ফ্রড।

গেম খেলে টাকা আয় বিকাশে। বাংলাদেশে কোন গেম খেলে টাকা ইনকাম করা যায়?

বর্তমানে গেম খেলা মানুষের কাছের কাছে শখ থেকে পেশায় পরিণত হয়েছে।

তবে আপনি যদি গেম খেলে থাকেন এবং আপনার সেটা সম্পর্কে ভালো জ্ঞান থাকে।

তাহলে আপনিও আপনার দক্ষতাকে টাকায় রূপান্তরিত করতে পারেন।

এ ক্ষেত্রে কোনো অ্যাপের উপর নির্ভর হওয়া লাগবে না। আপনি নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলতে পারেন।

যার মাধ্যমে আপনি গেম খেলে ভিডিও আপলোড করতে পারেন। যার ফলে আপনি ইউটিউব থেকে খুব সহজে আয় করতে পারবেন।

সঠিক উপায়ে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ইনকাম করুন।

আবার আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন।

আর আপনার গেম খেলার দক্ষতার উপর ভিত্তি করে, আপনি যদি বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে ব্লগ পাবলিশ করেন।

তাহলে এর মাধ্যমে আপনি স্থায়ী ভাবে টাকা আয় করতে পারবেন।

ব্লগ তৈরি করার নিয়ম না জেনে থাকলে এই সম্পর্কে একটা পোস্ট পাবলিশ করা হয়েছে। সেটা পড়তে পারেন।

গেম খেলে টাকা ইনকাম করা কি হারাম?

কম্পিউটার বা মোবাইল এর মাধ্যমে গেম খেলে টাকা আয় করা অবশ্যই হারাম।

কারণ যেসব খেলায় শারীরিক পরিশ্রম নাই, সেইসব খেলা করে টাকা উপার্জন করা হারাম।

অর্থাৎ আমাদের উচিত গেম খেলে টাকা উপার্জন না করা।

এক্ষেত্রে আপনি আমার দেখানো দুইটি উপায় অবলম্বন করতে পারেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ