আজকের আয় করার প্লাটফর্মটির কথা হয়ত অনেকেই জানেন। কিন্তু অনেকেই আগে সময় মত পেমেন্ট না পাওয়ায় এটিকে ফেক বলে কাজ করা বন্ধ করে দিয়েছেন। তার অন্যতম আরেকটি কারণ হল এটি একটি বাংলাদেশীদের বানানো অ্যাপ।
অ্যাপটির নাম EarnCash।
বাংলাদেশী অ্যাপ ইউস করে যখন টাকা আয়ের একটি মাধ্যম পাচ্ছেন করুন না কিছুদিন। বিদেশিরা টাকা মারলে তো কিছু বলতে পারবেন না। আর এরা এইরকম কিছু করলে ফোন করে ভাল-মন্দ দু-একটা শুনিয়ে দিতে পারবেন।
যাই হোক অনেক বক বক করলাম।
এখন কাজ শুরু করা জাক।
তাহলে শুরু করলাম
http://www.techearnbd.com/EarnCash_v3.apk
এখানে ক্লিক করে ডাউনলোড করুন
এখন অ্যাপটি ওপেন করুন |
এখন আপনাকে একাউন্ট খুলতে হবে।প্রথমে আপনি অ্যাপটি ওপেন করে ফেসবুক লগিন একিল্ক করুন।পরের পেজ এ আপনি আপনার মোবাইল নাম্বার টি দিন।এর পর পাসওয়ার্ড দিন।এর পর
Sponsor id তে=E9712645 এই কডো টি দিন। sponsor আইডি দিলে ৫ টাকা ফ্রি পাবেন।এর পর আপডেট এ ক্লিক করুন।কাজ সেস।
একাউন্ট খুলা শেষ হলে এখন দেখে নিন কিভাবে আয় করবেন।
আপনি দুই ভাবে আয় করতে পারেন।
১. অ্যাপে থাকা গেম খেলে।
২. রেফারাল কোড শেয়ার করে।
বিকাশ পেমেন্ট মিনিমাম – ১২০ টাকা (ব্যালেন্সে ২০ টাকা রাখতে হবে)। ক্যাশ-আউট ফি ১০ টাকা।
রিচার্জ মিনিমাম ১০ টাকা (১০ টাকা ব্যালেন্সে রাখতে হবে)। রিচার্জ ফি ২.৫০ টাকা।
Comments (No)