পোশাক শিল্পে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বহু দিন থেকেই। দেশ জুড়ে হাজার হাজার গার্মেন্টস, বায়িং হাউজ, ফ্যাশন হাউজ আর বুটিক হাউজ গড়ে ওঠার ফলে দক্ষ জনবলের চাহিদাও অনেক বেড়েছে। ফ্যাশন ডিজাইন করে ক্যারিয়ার উজ্জ্বল করুন।
যেসব পেশার চাহিদা বেশি:
পোশাক শিল্প এখন অনেক চাহিদা সম্পন্ন। উচ্চ আয়ের এবং যুগোপযোগী পেশা বায়িং বা গার্মেন্টস মার্চেন্ডাইজিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইনিং প্রভৃতি। আর এসব পেশাদার শ্রেনীর চাহিদা মেটাতে দেশ ছাড়াও দেশের বাইরে থেকে অনেক দক্ষ শ্রমিক নিয়ে আসা হয়। তেমনি এ দেশের প্রশিক্ষানার্থিরাও বিদেশে গিয়ে পোশাক শিল্পেও চাকরি করছেন। তবে এ জন্য প্রয়োজন মান সম্মত প্রশিক্ষন। সংশ্লিষ্ট বিষয়ে পড়া শুনা করলে শুধু চাকরি নয় , আপনি নিজেই গড়ে তুলতে পারেন এ সব প্রতিষ্ঠান।
প্রশিক্ষণ:
পোশাক শিল্পে উচ্চ আয়ের চাকরির জন্য ফ্যাশন টেকনোলজিতে কয়েক ধরনের প্রশিক্ষন ও ডিগ্রী রয়েছে। রয়েছে ছয় মাস বা এক বছর ব্যপী বিভিন্ন ডিপ্লোমা কোর্স। অন্য দিকে উচ্চ ডিগ্রির জন্য রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফ্যাশন ডিজাইন ও টেকনোলজি, অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি, নিটওয়াল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিষয় গুলোর উপর অনার্স এবং এমবিএ অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড প্রভৃতির ওপর ডিগ্রি। এসএসসি, এইচএসসি পাশ করার পর যে কোন বয়সের শিক্ষার্থীরা ফ্যাশন বা গার্মেন্টস টেকনোলজিতে অনার্স এবং স্নাতক পাশ করার পর এমবিএ ডিগ্রি নিতে পারেন। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ফ্যাশন ডিজাইনে রয়েছে অনেক চাকুরির সুযোগ।
খরচ:
অন্যান্য ডিগ্রীর তুলনায় এ সব ডিগ্রীতে খরচ একটু বেশি হলেও খুব অল্প সময়েই অর্জন করা যায় এই ডিগ্রী। আবার শিক্ষা শেষ হওয়ার আগেই খন্ড কালীন চাকরীর সুযোগ রয়েছে। মেধা অনুযাই শিক্ষার্থীরা স্কোলারশিপ পেয়ে অনেকে নাম মাত্র ব্যয়ে এ সব কোর্স সম্পন্ন করতে পারেন। বিঞ্জান, মানবিক, ব্যবসায় প্রশাসন সহ সব বিভাগের শিক্ষার্থীরা এসব বিষয়ে পড়তে পারবেন। সাধারনত এ জন্য খরচ হবে প্রতি ক্রেডিত ২০০০ – ২৫০০ টাকা পর্যন্ত। ফ্যাশন ডিজাইনিং ন্যাশনাল ইউনির্ভাসিটিতে ১,৮০,০০০ থেকে ২,৫০,০০০ জন পড়তে পারে। আপনি যদি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে পড়েন চান, তবে সেখানে ৪,০০,০০০ থেকে ৬,০০,০০০ জন পড়তে পারবে। দেখা যায়, বিভিন্ন বিষয়ে লেখা পড়া করে চাকরির জন্য আপনাদের অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয়। সে জন্য আপনাদের অনেক সময় ও নষ্ট হয়। সে দিক থেকে আপনি অন্যান্য ডিগ্রির চেয়ে খুব কম সময়ে সেশন জট ছাড়াই ফ্যাশন ডিজাইনে পড়তে পারেন। আপনি যদি এ সব বিষয়ে পড়তে পারেন তবে, ডিগ্রি অর্জন করে শিক্ষারত অবস্থায় অনেক আয় করতে পারবেন। তখন আপনি শিক্ষারত অবস্থায় আপনার নিজের পড়া লেখার খরচ চালাতে পারবেন।
চাকরির বেতন:
সরকারী বেসরকারী বা দেশি বিদেশি টেক্সটাইল মিল, বায়িং অফিস, বুটিক হাউজ, ফ্যাশন হাউস, গার্মেন্টস ও টক্সটাইলস শিল্পে চাকরি করতে গিয়ে প্রাথমিক অবস্থায় ১০ থেকে ২০ হাজার টাকা বেতন পেতে পারেন। তবে কাজের দক্ষতা এবং অভিজ্ঞাতার উপর বেতন বাড়তে পারে। অনেক ক্ষেত্রে ২-৩ বছরে ৭০– ৯৫ হাজার টাকা বেতন বাড়তে পারে, সাথে বাড়তে পারে অন্যান্য সুযোগ সুবিধাও।
প্রতিষ্ঠানের খবর:
হাতে গোনা কয়েক টি বেসরকারী প্রতিষ্ঠানে এ সব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউড অব ফ্যাশন টেকনোলজি। আধুনিক ক্যাম্পাস, দক্ষ ফ্যাকাল্টি, উন্নত পরিচালনা পর্ষদ সহ সব সুবিধা রয়েছে এনআইএফটিতে।এখান কার শিক্ষার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্যও বেশি। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফেকচারিং বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি। এমবিইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং বিষয় সমূহে ডিগ্রি লাভ করতে পারেন এখানে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী গার্মেন্টস ডিজাইন কোর্স রয়েছে।
আজকের দিনে ফ্যাশন ডিজাইন খুবই জনপ্রিয় বিষয়। আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে তবে আপনিও পারেন আগামী দিনের ফ্যাশন ডিজাইনার হতে। আপনার কি নতুন নতুন ডিজাইনের পোষাক পড়তে ভালো লাগে। আবার আপনি যদি শুধু পোষাক পড়তে না, ডিজাইন করতেও ভালোবাসেন। তবে আপনি ফ্যাশন ডিজাইনকে পারেন ক্যারিয়ার হিসেবে নিতে। আপনারা যারা ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়তে চান, তারা ফ্যাশন ডিজাইনের উপর কোর্স করতে পারেন। আজ কাল ফ্যাশন ডিজাইন খুবই জনপ্রিয় একটি বিষয়। ফ্যাশন ডিজাইন বলতে শুধু যে, পোশাক ডিজাইন করাকে বুঝায় তা কিন্তু নয়। পোষাকের ফ্যাবরিক, কাপড়ের বুনন, কাপড়ের গুনাবলী, কাপড়ের রং কাপড়ের নকশা ইত্যাদি সম্পর্কেও ঞ্জান রাখতে পারেন।
আপনি কোথায় পড়বেন?
আপনি যদি বাংলাদেশে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়া লেখা করতে চান, তবে এখন অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এখন ফ্যাশন ডিজাইনের কোর্স করার সুযোগ রয়েছে। আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বিজিএমইএ ইউনিভার্সিটি আফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে পড়তে পরেন। শান্তা মরিয়ম ইউনির্ভাসিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, উত্তরা ইউনির্ভাসিটি ইত্যাদি ইউনির্ভাসিটিতে ও আপনি ফ্যাশন ডিজাইনের কোর্স করতে পারেন।
Comments (No)