ফেসবুক থেকে জয়ের বছরে আয় ৮০ লাখ টাকা
ফেসবুক থেকে জয়ের আয় কত? অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি পরিচালনা ও উপস্থাপনায় নাম লেখান। ‘সেন্স অফ হিউমার’, ‘কমনসেন্স’, ‘৩০০ সেকেন্ড’ প্রভৃতি শো’র মধ্য দিয়ে আলোচিত হয়েছেন তিনি।
এসবের বাইরে জয় সামাজিক যোগাযোগমাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের একটি নতুন পরিচয় প্রতিষ্ঠা করেছেন। এ থেকে ভালো অর্থও আয় করেন তিনি।
শাহরিয়ার নাজিম জয় ২০২৩ সালে শুধু ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন তিনি। খবরটি নিজেই তার ফেসবুকে প্রকাশ করেন।
শুক্রবার রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লাখ টাকা ও একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।
জয়ের এই পোস্টের মন্তব্য বাক্সে প্রচুর মন্তব্য করছেন ভক্ত ও অনুসারীরা। তার শুভেচ্ছাও জানাচ্ছেন যেমন তেমনই এই অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন।
Comments (No)