ফরেক্স রিবেট গ্রহন করে লাভবান হউন আমরা যখন একটি ট্রেড ওপেন করি তখন ট্রেডটি কিছুটা লসে ওপেন হয়। এই লসকে ট্রেডিং এর ভাষায় বলা হয় স্প্রেড/spread. এই স্প্রেডের মাধ্যমে মুলত ব্রোকার আয় করে থাকে। ব্রোকারের সেই প্রফিট থেকে কিছু অংশ ফেরত পাওয়াই হচ্ছে রিবেট (Rebate)।
এই পর্যন্ত প্রায় 7০০ ট্রেডার, আমাদের কাছ থেকে নিয়মিত রিবেট গ্রহন করে আসছেন এবং প্রতিমাসে এই রিবেটের পরিমাণ হচ্ছে প্রায় $7000. আপনি যদি এখনও আমাদের রিবেট প্রোগ্রামে অংশ গ্রহন করে না থাকেন তাহলে আজই রেজিস্ট্রেশন করে নিজের লাভকে আরও একধাপ বাড়িয়ে নিন।
- Forex Rebate হচ্ছে, ব্রোকার আপনার ট্রেড থেকে যে পরিমান প্রফিট করেছিল সেটির কিছু অংশ ফেরত পাওয়া।
- আপনার করা প্রতিটি ট্রেডের জন্যই রিবেট পাবেন।
- আপনার ট্রেড লসে ক্লোজ করুন আর প্রফিটে ক্লোজ করুন আপনি উভয় ক্ষেত্রেই রিবেট পাবেন।
- রিবেট কোন বোনাস নয়, রিয়েল মানি, তাই তাৎক্ষণিক উত্তোলন করে নিতে পারবেন।
- আপনার একাউন্টের ব্যালেন্স শুন্য হয়ে গেলেও রিবেট দিয়ে আবার ট্রেড করে লস রিকভার করতে পারবেন।
- রিবেট থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করে চাইলে ডিপোজিট বোনাসও পেতে পারেন।
Forex Rebate কি সব ব্রোকার দেয়?
আন্তরিকভাবে দুঃখিত, সকল ব্রোকার এই রিবেট প্রদান করেনা। আরও সহজ করে যদি বলি, তাহলে ব্রোকার সরাসরি কখনোই তাদের নিজস্ব ক্লায়েন্টদের এই রিবেট এর সুবিধা প্রদান করেনা। বাংলাদেশে যেসব ব্রোকার বর্তমানে সেবা প্রদান করছে তাদের প্রায় সবারই রিবেট এর সুবিধা রাখে কিন্তু আপনি যদি সরাসরি ব্রোকার এর কাছে এই রিবেট এর অনুরধ করেন তাহলে ব্রোকার সেটি প্রদানে বাধ্য থাকবেনা।
Forex Rebate তাহলে কিভাবে নিব?
আপনি যদি রিবেট গ্রহনে আগ্রহী থাকেন তাহলে আমরা এই সুবিধা প্রদান করতে পারবো। আমরা বেশ কিছু ব্রোকারের পক্ষ থেকে এই রিবেট সুবিধা প্রদান করে থাকি। আপনি যদি রিবেট সুবিধাটি গ্রহন করতে চান, তাহলে অনুগ্রহ করে নিচের বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনা অনুসরন করুন। এখানে একটি ফর্ম আসবে, অনুগ্রহ করে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। আমাদের পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা হবে।
Upto 80% Rebate
ফরেক্স বাংলাদেশের পক্ষ থেকে আপনি ৮০% পর্যন্ত রিবেট পাচ্ছেন।
বিস্তারিত
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইল এর মাধ্যমে গ্রহনের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছারাও যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং কমিউনিটি পোর্টালে। সেই সাথে রয়েছে আমাদের ভিডিও ট্রেনিং লাইব্রেরী। এছারাও ট্রেড শিখার জন্য জন্য আমাদের রয়েছে অনলাইন ট্রেনিং পোর্টাল।
Comments (No)