“অনলাইনে আয়” বতর্মানে একটি বহুল আলোচিত বিষয়।কিন্তু যারা এ লাইনে একদম নতুন, যারা বিভন্ন বিষয়ে পারদর্শী নন তাদেরকে পিটিসি কিংবা ডাটা এন্ট্রির কাজের উপর নিভর্র করতে হয়।বেশীর ভাগ পিটিসি সাইট বিশ্বাসযোগ্য নয়, যেগুলো পেমেন্ট দেয় সেগুলো থেকে ১ ডলার আয় করতে কয়েকমাস লেগে যায় আর নেট খরচ বেড়ে যায় অনেক।আবার ক্যাপচা এন্ট্রি কিংবা ডাটা এন্ট্রি কাজ পেতে হলে Freelancer – odesk এর মত সাইট থেকে বিড করে কাজ নেয়া যথেষ্ট কঠিন কাজ।
আমি যে সাইটের কথা বলতে যাচ্ছি তার বৈশিষ্ট্য হলো:
১) কোন বিড এর দরকার নাই।
২) দিন রাত ২৪ ঘন্টাই ক্যাপচা পাবেন। ১০০% বিশ্বস্ত সাইট
৩) সফটওয়্যার ইন্সটল করে একই Username ও password ব্যবহার করে একসঙ্গে মুল সাইট এবং সফটওয়্যার-এর মাধ্যমে ক্যাপচা এন্ট্রি করা করা যায়।
৪) ন্যুনতম পে- আউট ১ ডলার।
৫) ইনস্ট্যান্ট পেমেন্ট (Payza, Perfect Money, Web Money, Bitcoin etc.)
৬) রেফারেল সুবিধা রয়েছে।
আগেই বলেছি যারা নতুন তারা কাজে লেগে পড়তে পারেন। নিয়মিত কাজ করলে মাসে ১৫-২০ ডলার আয় করা যায়। নেটের খরচটা তো তুলে নেয়া যায়।তবে হ্যাঁ,এর পাশাপাশি বিভিন্ন কাজ শিখে নিজেকে অবশ্যই গড়ে তুলতে হবে,যাতে করে প্রকৃত ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা যায়।
WORKER হিসাবে রেজিস্ট্রেশন এখান থেকে
ধন্যবাদ।
Comments (No)