নির্ভরযোগ্য সাইট থেকে সহজে বিটকয়েন আয় করুন। আমি 2 বার পেমেন্ট পেয়েছি।

আজকে দারুন একটা সাইটের কথা বলবো। নির্ভরযোগ্য সাইট থেকে সহজে বিটকয়েন আয় করুন। আমি দুইবার পেমেন্ট পেয়েছি। এটি সম্পূর্ণ ফ্রি বিটকয়েন মাইনিং সাইট। এখানে কেপচা পূরণ করতে হয় না। গুগল ক্রম এবং মজিলা এ্যাফেলিয়েট তাই ব্রাউজার অন রাখলেই মাইনিং হতে থাকে যদিও সেটা যৎ সামান্য। তবে পিসি যত বেশী শক্তিমান হবে সেই অনুপাতে মাইনিং হবে।

যেহেতু দুনিয়া বিখ্যাত দুইটি ব্রাউজারে উক্ত সাইট থেকে এ্যাফেলিয়েশনের মাধ্যমে মাইনিং হয় তাই বুঝতেই পারছেন যে, স্কেম হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিগত এক মাসে বিটকয়েনের মূল্যে বেড়েছে প্রায় পনের হাজার ডলার ! বিষয়টি গুগল সার্চ দিয়ে জেনে নিন। এই ব্রাউজারের মাধ্যমে আয় সামান্য হলেও আপনি অন্যজনকে রেফার করে আয় বাড়াতে পারবেন। ধারণা করা হচ্ছে আগামী বছর বিটকয়েন প্রায় সত্তর থেকে আশি হাজার ডলারে গিয়ে পৌছবে সুতরাং এখানের সামান্য আয়কে অবমূল্যায়ন না করাই ভাল।

যদি প্রতিদিন বার ঘন্টা ল্যাপটপ অন রাখেন তাহলে এক বছর পর দেখা যাবে একটি ভাল এমাউন্ট বিটকয়েন জমা হয়েছে। এখন একটু চিন্তা করুন তখন যদি বিটকয়েন প্রাইস আশি হাজার ডলার হয় তাহলে কি আপনার সেই এমাউন্ট কম হবে। আমি দুইবার সাইট থেকে পেমেন্ট পেয়ে তারপর এই রিভিউ লিখেছি।

নির্ভরযোগ্য সাইট থেকে সহজে বিটকয়েন আয় করুন

অনলাইনে সাইট এর রিভিউ দেখলে অবাক হবেন। কেহ যদি মজিলা বা ক্রোম ব্রাউজারে এ্যাড না করতে পারেন তাহলে ক্রিপট্রো ব্রাউজারটি ডাউন করে নিলেই হবে বরং এটাই উত্তম। যারা জয়েন করতে ইচ্ছুক নিচের নিয়মগুলো অনুসরন করুন। কোন প্রকার ইনভেষ্ট নেই। যার ভাল লাগবে জয়েন করবেন ভাল না লাগলে জয়েন করার প্রয়োজন নেই। এমডি মাহমুদ। ব্লগার।

১। রেফারেল লিংকে ক্লিক করুন।

https://getcryptotab.com/1842730

২। সাইট আসলে ডাউনলোডে ক্লিক করুন।

৩। তারপর সেটাপ ফাইলে ক্লিক করে ক্রিপটো ব্রাউজার ইন্সটল করুন।

৪। তারপর নেক্ট আসবে তিনবার অতপর ডিফল্ট ব্রাউজার ক্লিক।

৫। সাইনইন করুন জিমেইল দিয়ে।

৬। তারপর আসবে সাইনআপ শব্দটি এতে ক্লিক করুন।

৭। এখন অটোমেটিক লগিন হয়ে যাবে।

৮। ০০০০০০০০০ বিটিসি দেখাবে। নিচে ওয়িড্র বিটিসি দেখাবে।

৯। ক্রিপটো ব্রাউজারের উপরে ডান দিকে সি এর মত সাইমবল দেখাবে।

১০। সাইমবলে ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।

১১। মিনিং স্পিড অফ দেখাবে সেটা টান দিয়ে অন করুন।

১২। লক্ষ্য করুন মিনিং শুরু হয়েছে।

১৩। এ্যাফেলিয়েট ডেসবোর্ডে গিয়ে বিটকয়েন একাউন্টে জমা বিটিসি সেন্ড দিতে পারবেন।

১৪। বিটকয়েন একাউন্ট যাদের নেই তারা পরে বিটকয়েন একাউন্ট খুললেও চলবে।

১৫। বিটকয়েন একাউন্ট খুলতে ক্লিক করুন।

১৬।  পিসি শক্তিশালী হলে মাইনিং বেশি হবে। শুনেছি ভিপিএস দিয়ে মাইনিং বেশি হয় ।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ