খ্রিস্টপূর্ব ১০০ থেকে খ্রিস্টাব্দ ৪০০ পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় নগীর ছিল রোম। রোমান সাম্রাজ্যের শাসনাধীন অঞ্চলসমূহ ভূমধ্যসাগরের চারিদিকে ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এসব কারণেই পৃথিবীর ইতিহাসের গুরুত্বপূর্ণ এক অধ্যায় হয়ে আছে রোমান সাম্রাজ্য।
রোমান সাম্রাজ্যের ব্যাপকতা এবং দীর্ঘ শাসনকালের কারণেই খ্যাতি লাভ করেছে ল্যাটিন, গ্রীক ভাষা, সংস্কৃতি, ধর্ম, স্থাপত্য, দর্শন, আইন এবং সরকার গঠনের ধারণার বিস্তৃতি। সেই রোম সাম্রাজ্যের অন্যতম এক শক্তিশালী উপাদান ছিল রোমান স্বর্ণমুদ্রা। এই স্বর্ণমুদ্রাগুলো থেকে পরিচয় উদ্ধার হয় তত্কালীন রোমান সম্রাটদের। বহির্বিশ্বের সাথে রোম সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য প্রসারের ক্ষেত্রেও বিনিময় মুদ্রা হিসেবে রোমান স্বর্ণমুদ্রার ব্যবহারের কথা জানা যায়। প্রায় দেড় হাজার বছর আগের এমনই কিছু মূল্যবাণ স্বর্ণমুদ্রার সন্ধান মিলেছে ইটালির উত্তরাঞ্চরের একটি প্রাচীন থিয়েটারের নিচে।
ইটালির ঐতিহাসিক ক্রেসোনি থিয়েটারটি ১৮০৭ সালে উন্মুক্ত করা হয় এবং ১৯৯৭ সালে সিনেমা হলে রূপান্তরের আগেই বন্ধ হয়ে যায়। এটি মিলানের উত্তরের নোভাম কোমাম ফোরামের অদূরে অবস্থিত। এর আগে নোভাম কোমাম ফোরামে অনুসন্ধান চালিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও কর্মকা- বিষয়ক মন্ত্রণালয় রোমান হস্তশিল্পের সন্ধান পেয়েছিল। আর এবার ক্রেসোনি থিয়েটারের নিচ থেকে উদ্ধার হয়েছে কয়েকশ রোমান স্বর্ণমুদ্রা।
গবেষকরা জানিয়েছেন, এই স্বর্ণমুদ্রাগুলো রোমান সাম্রাজ্য যুগের শেষ দিকের। এগুলো সম্পর্কে আরো জানতে বিস্তারিত গবেষণা করতে সেগুলো আপাতত মিলানের মিবাক পুনরুদ্ধার গবেষণাগারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্নতাত্ত্বিক এবং পুনরুদ্ধারকারীদের মতে, কয়েক শত স্বর্ণমুদ্রার মূল্য কোটি কোটি ডলার। মূলত ঐতিহাসিক গুরুত্বের কারণেই এগুলো এতটা মূল্যবাণ। মুদ্রাগুলোর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক তাত্পর্য অনেক।
পুরনো মুদ্রা বিশেষজ্ঞ এবং উদ্ধারকারী দলের কর্তা ব্যক্তিদের মতে, ধারণা করা যায় নিরাপত্তার কথা বিবেচনা করেই হয়তো মহামূল্যবাণ এই রত্নভা্লার এভাবে লুকিয়ে রাখা হয়েছিল। এই স্বর্ণমুদ্রাগুলোর মধ্যে রয়েছে ৩৯৩ খ্রিস্টাব্দের রোমান সম্রাট হনোরিয়াস, ৪১৯ থেকে ৪৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় থাকা তৃতীয় ভ্যালেন্টিয়ান এবং ৪৫৭ থেকে ৪৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রোম শাসন করা প্রথম লিওসহ বেশ কয়েক জন রোম সম্রাটের ছবি খোদাই করা রয়েছে ঐ স্বর্ণমুদ্রাগুলোতে।-সিএনএন
Comments (No)