ডাটা এন্টির কাজ করে আয় করুন

ডাটা এন্টির কাজ করে আয় করুন

যারা ঘরে বসে আছেন, সময় কাটছে না তারা Market Bangladesh ডিরেক্টরীতে বিভিন্ন কোম্পানীর ডাটা এন্টি করে প্রতিটি পোস্টের জন্য ৫টাকা হারে আয় করুন। আপগ্রেড এর ক্ষেত্রে ৫০% কমিশন। অর্থাৎ ৩টি পেইড প্যাকেজের যে কোন একটি নিলে আপনি ৫০% কমিশন পাবেন। যারা আমাদের সাথে ডাটা এন্টির কাজ করবেন তাদের বলছি “প্রমোটার”।

 কিভাবে করবেন?

প্রথমে পুরো সাইটটি (http://marketbangladesh.com) ভালভাবে ভিজিট করুন, এটি একটি ডিরেক্টরী সাইট

রেজিষ্ট্রেশন ও লগইন করে 01789110048 এই নাম্বারে ইউজার নেম লিখে একটি মেসেজ দিন। মেসেজ পাওয়ার পর আপনাকে পেইড মেম্বার হিসেবে অর্ন্তভূক্ত করা হবে।

সাইটের নিচের দিকে How to build listing অপশনে ক্লিক করে পুরো বিষয়টি সহজে জেনে যাবেন। প্রতিদিন ১০/২০/৩০টি লিস্টিং করতে পারবেন। তবে লিস্টিং করার পূর্বে অবশ্যই সার্চ অপশনে গিয়ে একই প্রতিষ্ঠান আছে কিনা দেখে নিবেন।

এখানে প্রমোটারদের আইডির বিপরীতে লিস্টিংগুলো থাকবে, যদি সরাসরি কথা বলে বা মার্কেটিং করে আপগ্রেড করানো যায় তবে লিস্টিং মূল্যের ৫০% কমিশন প্রমোটার পাবেন।

এছাড়াও বিজ্ঞাপনের জন্য ৩০% কমিশন পাবেন প্রমোটারগণ।

প্রয়োজনে ফোনে কথা বলুন।

ধন্যবাদ

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ