একটা প্রোগ্রাম রান করতে এত্ত সমস্যা, আর বলছেন সহজ,মজা নিচ্ছেন? আসলেই তো। আচ্ছা চলুন এবার সবচেয়ে সহজ পথে কিভাবে প্রোগ্রাম রান করা যায় সেটা দেখি । পথটা হল “একিলিপ্স()” । এটা আবার কি? আমরা যাতে সহজে জাভা কোডিং করতে পারি তার জন্য জে সফটওয়্যারটা আমরা ব্যাবহার করব তার নাম একিলিপ্স() ।এটা সম্পূর্ণ ফ্রী জনপ্রিয় একটা সফটওয়্যার। এখান থেকে ডাউনলোড করুন Eclipse IDE for Java Developers (অপারেটিং সিস্টেম ৩২ বিটের ৩২ বিট হলে ৩২ বিট আর ৬৪ বিটের হলে ৬৪ বিটের টা ডাউনলোড করুন)।
Eclipse আলাদা করে ইন্সটল করার দরকার হয় না। শুধু ডাউনলোড করে রান করলেই হয়। তাহলে কি ডাউনলোড করেই আমরা কোড লেখা শুরু করে দিব? অবশ্যই হ্যাঁ। কিন্তু তার আগে Eclipse কে আরেকটু স্মার্ট আর ফাস্ট করে ফেলি। যাতে পরবর্তীতে আমাদের কোড করতে সুবিধা হয়।এর জন্য প্রথমে Eclipse ওপেন করে মেন্যু বার থেকে উইন্ডো হতে প্রেফারেঞ্চ ক্লিক করলে যে নতুন উইন্ডো আসে সেখানে জাভা লেখাটাতে ক্লিক করলে বেস কিছু অপশন আসে এখানে এডিটর হতে কনটেন্ট অ্যাসিস্ট এ ক্লিক করলে যে উইন্ডো টা ওপেন হবে, এখানে একবারে নিচের দিকে “.” চিনহিত একটা টেক্সট বক্স আছে সেখানে ( .) ডটসহ আন্ডারস্কোর ( _ ) এবং বড় হাতের A থেকে পর্যন্ত Z এবং ছোট হাতের a থেকে z পর্যন্ত টাইপ করে ফেলি। তার উপরে অটো অ্যাক্টিভিসন ডিলে ঘরে ২০০ এর জায়গায় ২০ করে দেই। যারা ছবি দেখতে পছন্দ কর তারা নিচের ছবিটা দেখঃ
একিলিপ্স প্রথমবার ওপেন করলে এরকম ওয়েল্কাম স্ক্রীন আসবে আমরা এটাকে ক্লোজ করে ম্যাইন উইন্ডোতে যাব।
এবার window থেকে Preference এ যাব। তাহলে নিচের মত একটা উইন্ডো আসবে।
এবার Java ওয়ার্ড টার পাশে যে ছোট্ট তীর চিনহটা আছে সেটাতে ক্লিক করলে অপশন আসবে । এবার Editor থেকে content assist এ ক্লিক করব। ত্তাহলে নিচের ছবিতার মত দেখাবে। নিচের দিকে প্রথম যে দুইটা বক্স আছে সেখানে প্রথমে অটো অ্যাক্টিভিসন ডিলে ঘরে ২০০ এর জায়গায় ২০ করে দেই এবং পরেরটাতে ( .) ডটসহ আন্ডারস্কোর ( _ ) এবং বড় হাতের A থেকে পর্যন্ত Z এবং ছোট হাতের a থেকে z পর্যন্ত টাইপ করে ফেলি। এর পর Apply and Ok.
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-২
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৩
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৫
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৬
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৭
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৮
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-৯(If ,Else,Else If)
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১০(Switch/ Case )
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১১ (For Loop )
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১২(While Loop / Do While Loop)
জাভা (JAVA ) প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ পার্ট-১৩( Operators)