চলুন সহজেই বানিয়ে ফেলি একটি কম্পিউটার রিস্টার্ট এবং বন্ধের বাটন কম্পিউটার রিস্টার্ট এবং বন্ধের জন্য একটি শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে পারি । নিন্মের কাজসমূহ ধারাবাহিকভাবে করুণঃ
» মাউস এর রাইট বাটন এ ক্লিক করুণ এবং New > Shortcut সিলেক্ট করুণ ।
» একটি পপ-আপ উইন্ডো আসবে ।
» পিসি বন্ধের জন্য বাটন তৈরি করতে চাইলে খালিস্থানে লিখতে হবে shutdown –s –t 0
» পিসি রিস্টার্ট এর জন্য বাটন তৈরি করতে চাইলে খালিস্থানে লিখুন shutdown –r –t 0
» এবার Next এ ক্লিক করুণ
» শর্টকাট এর জন্য একটি নতুন নাম দিন যেমনঃ shutdown বা restart
Comments (No)