গেম খেলে অনলাইন থেকে আয় করুন ফ্রী বিটকয়েন।
আসসালামু আলাইকুম।
আপনারা সবাই এটা জানেন বর্তমানে বিটকয়েন একটি আলোচিত বিষয়।এটা হল একপ্রকার অনলাইন ক্রিপ্টোকারেন্সি।বিটকয়েনের সাথে জড়িত সকল ধরনের লেনদেন অনলাইনে সম্পন্ন হয়। পৃথিবীতে সবচেয়ে দামী কারেন্সি হচ্ছে বিটকয়েন।কথা না বাড়িয়ে কাজের কথায় আসা যাক।আজকে আমি আপনাদের দুইটি ওয়েবসাইট এর কথা বলবো।যেখানে আপনারা গেম খেলে বিট কয়েন উপার্জন করতে পারবেন।আসলে এই ওয়েবসাইট এ আপনাদের যা খেলতে দেওয়া হবে তা কোন মারামারি, পাযল, বা রেসিং গেম না।বিটকয়েন নিয়ে যারা ইতিমধ্যে কাজ করেছেন তারা ফকেট ক্লেইম করে বিটকয়েন আয় করার সিস্টেমটা সম্পর্কে জানেন।ফকেট ক্লেইম করে বিটকয়েন আয় করতে হলে কিছু সময় পরপর ক্যাপচা টাইপ করে বিটকয়েন ক্লেইম করতে হয়। ওই বিটকয়েন ওয়ালেট এড্রেস এ উইথড্র করা যায়। আর আমি যে ওয়েবসাইট গুলোর কথা বলছি, এইখানে কিছু সময় পরপর আপনাকে জাস্ট ক্লিক করে মিশন কমপ্লিট করতে হবে।
ক্রিপ্টো মাইনিং গেমঃ প্রথম যে সাইটটি আছে এটাতে তিন ধরনের মিশন আছে, যেগুলো কমপ্লিট করলে ফ্রীতে বিটকয়েন, ডগিকয়েন ও লাইটকয়েন পাবেন। এবং প্রতিটা মিশন কমপ্লিট করলে কিছু গিগাহেশেস এবং ক্রিস্টাল ও পাবেন। এই গিগাহেশেস এবং ক্রিস্টাল দিয়ে তিন ধরনের কয়েন মাইন ও করতে পারবেন। যারা কিছু টাঁকা ইনভেস্ট করে তাদের আইডি প্রিমিয়াম করে নিবেন তারা অতিরিক্ত তিনটি কয়েন মাইন করতে পারবেন। এবং আশা করা যায় কিছুদিনের মধ্যে আরও কিছু নতুন কয়েন তারা যোগ করবে মাইনিং এর জন্য। এই সাইটে লেভেল ১৫ পর্যন্ত মিশন আছে। আমি বর্তমানে লেভেল ১০ এ আছি এবং আমি বেশিরভাগ সময় লাইটকয়েন মাইনিং করি। একটানা ৬ঘন্টা কাজ করে আমি প্রায় ৫০০০০ লিতশি পর্যন্ত আয় করতে পেরেছি। লেভেল ১৫তে গেলে আরও বেশি ইনকাম করা যাবে।
দ্বিতীয়তে যে ওয়েবসাইটটির কথা বলবো সেটাতেও মিশন কমপ্লিট করার কাজ। এইখানে অতিরিক্ত ভাবে কোন প্রকার মাইনিং করার সিস্টেম নেই। এই সাইটটি কিছুদিন হলও লঞ্চ হয়েছে তাই সঠিকভাবে বলা যাচ্ছেনা তারা আগামীতে মাইনিং করার কোন সুবিধা দিবে কিনা। এই ওয়েবসাইটে মিশন কমপ্লিট করলে গোল্ড দিবে। এবং আপনার কাছে যখন ৫০০ গোল্ড জমা হবে তখন ওইগুলা সাতোশিতে কনভার্ট করে নিতে পারবেন। যদি আপনারা একটানা ৫-৬ ঘণ্টা এই সাইটটিতে সময় দেন তাহলে প্রায় ১০,০০০-২০,০০০ সাতশি উপার্জন করতে পারবেন।
এবার আসুন সুবিধার কথা:
- সাইটগুলোর প্রধান সুবিধা হল এরা আপনাকে ফ্রীতে যে কয়েন গুলো দিবে। অথবা যেগুলো আপনি মাইন করবেন তা করার জন্য এরা আপনার কম্পিউটিং পাওয়ার ব্যাবহার করবেনা। ফকেট ক্লেইমের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। এটা আপনার কম্পিউটার এর জন্য অনেক ঝুঁকিপূর্ণ।
- এই সাইট থেকে উপার্জন করা কয়েন ডাইরেক্ট আপনি আপনার ওয়ালেট এড্রেসে উইথড্র দিতে পারবেন।
- এইখান থেকে আয় করা তেমন কোন কঠিন কাজ না, এবং কোন ঝামেলাও নেই।
***তাই দেরী না করে এখনি জয়েন করে ফেলুন, কারন প্রথম দিকে রেজিস্টার করা মেম্বাররা ভবিষ্যতে অতিরিক্ত সুবিধা পায়।
Comments (No)