অনলাইনে লিরিক্স লিখে আয় করুন ঘরে বসে ।

অনলাইনে এমন অসংখ্য প্লাটফর্মে আছে যেখানে গান অথবা গানের লিরিক্স লিখে আয় করা সম্ভব। যদি আপনি এই কাজে নতুন হন। তাহলে এসকল প্লাটফর্ম থেকে গান লেখার কৌশল এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কিভাবে গান লিখতে হয়  শিখে নিতে পারবেন। গানের লিরিক্স লিখে পরবর্তীতে এই সাইটে আয় করতে পারবেন।গান লিখে ইনকাম করার উপায় জানবো।

কেউ কেউ আছে যারা স্বভাবতই গান লিখতে পছন্দ করে। আর তাদের জন্য এরকম সাইট যথেষ্ট ভালো হবে। আপনার গানে জাদুকরী শব্দ ফুঁটিয়ে, গানের মাহাত্ব বাড়াতে হবে। এবং ভালো লিরিক্স লিখতে হবে। তবেই এখানে গান লিখে ভালো ইনকাম করা যায়। যেকোনো ভাষায় আপনি লিরিকস দেখলে পারবেন। যদি ইংরেজি কোন গান লিখতে চান তাহলে এটিই সর্বোত্তম।

অনলাইনে লিরিক্স লিখে আয় করুন ঘরে বসে । 1

বেশিরভাগ লোকেরই জানেনা যে গান লেখার মতো ট্যালেন্ট তাদের আছে। নিজের ট্যালেন্ট কে যাচাই করতে চাইলে ঘুরে আসতে পারেন। এবং সেখানে সাইটগুলোতে গিয়ে গান লেখার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

যদি আপনি ভাবেন যে, আপনি নিজে একজন আর্টিস্ট হতে চান। পরবর্তীতে একজন গান লিরিক্স রাইটার হতে চান, তাহলে আজকের ব্লগে কতগুলো সাইট সাজেস্ট করব। যেখানে গিয়ে গান লিখে আয় করা যায়। 

কিভাবে একজন পেইড গীতিকার (যিনি গান লেখেন) হবেন?

যারা মূলত গান লিখেন তাদেরকে গীতিকার বলা হয়। যদি একজন পেইড অর্থাৎ প্রফেশনাল গীতিকার হতে চান, তবে সাইটগুলোতে গিয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কোন ধরনের গান লিখতে হয়, তার সম্বন্ধে জানতে হবে। যদি গানের লিরিক্স লিখে লিরিকস ফুটিয়ে তুলতে সক্ষম হন, তাহলে গান লিখে ইনকাম করা সম্ভব।

গান লেখা, অভিজ্ঞতা অর্জনের জন্য অনেক কোর্স কিংবা সার্টিফিকেট আছে। সেগুলো অর্জন করে নিতে পারেন। যেকোনো অনলাইন  নিয়ে নিলে গান লেখার ভিতরে আপনার অভিজ্ঞতা চলে আসবে। এবং যেকোনো গান ফুটিয়ে তুলতে পারবেন। গানের লিরিক্স লিখে গানের অনন্য মাত্রা দিতে পারবেন।

নিম্নোক্ত  সাইটগুলোতে গিয়ে আপনি অনলাইনে গান লিখে ইনকাম করতে পারেনঃ

এখানে সাইটের নামের উপরে ক্লিক করলে, সরাসরি উক্ত সাইটে নিয়ে যাবে।

১) Nashville Song Writers

এটি একটি জনপ্রিয় সাইট। যেখানে গীতিকার, যারা গান লেখক তারা নিজেদের লিরিক্স শেয়ার করে। এবং সেখান থেকে অনলাইনে উপার্জন করে।এখানে তিন ধরনের রাজকীয় গান লেখার পদ্ধতি আছে। এবং সে গান গানের বিষয়বস্তু দেয়া থাকে। বিভিন্ন ধরনের গানের লিরিক্স এখানে প্রায়ই মানুষ খুঁজে। এবং সেগুলো ক্রয় করে নেয়।

শুধু গান লেখার মাধ্যমে নয়। এখানে নিজের গাওয়া গান শেয়ার করা যায়।  তা যখন কোন একটি রেডিওতে শুনানো হয়, তখন সেখান থেকে উপার্জন করা যায়।

NSAI  তে গান সাবমিট করবার জন্য তারা বিভিন্ন সার্ভিস প্রদান করে। এবং তাদের নিজস্ব কর্তৃপক্ষ  গানগুলো যাচাইকৃত করে যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কিংবা এফএম রেডিও স্টেশনে দেওয়া হবে। অথবা আপনার লেখা লিরিকস গুলো ভালো গান এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখানে ইংরেজি লিরিক্স বেশি প্রচলিত। এবং অন্যান্য দেশের লিরিকস গ্রাহকদের চাহিদা মোতাবেক পাওয়া যায়

২) TuneCore

এ সাইটটিতে মূলত নিজের গাওয়া গান কিংবা গানের সুর বিক্রি করা হয়। চাইলে সে গানের লিরিক্স বিক্রি করতে পারবেন। এবং তা অনলাইনে বিক্রি করা যায়। এখানে বিভিন্ন কাস্টমার আছে, যারা কোন একটি নিজস্ব টপিকস কিংবা কোন একটা বিষয় গান এর লিরিক্স খুজে। ভালো লিরিক্স হলে অবশ্যই তা বিক্রি করে আয় করা সম্ভব। অথবা গান লিখে অনলাইনে আয় করা সম্ভব।

সাইটটি যে সকল অফার প্রদান করে-

– গান একটি বস্তুগত উপাদান। সে বস্তুগত উপাদান সাইট টি প্রযোজ্য করে।

–আপনার দেওয়া গানটি বিভিন্ন অনলাইন স্ট্রিমিং সাইটস প্রদান করা হবে। 

– বড় বড় আর্টিস্ট দের কাছেও খুব কম বাছাইকৃত গান প্রদান করা হয়। যা পরবর্তীতে কভার করে আবার রেকর্ড করা হয়।

বিদেশি রেডি স্টেশনগুলোতে ব্রডকাস্ট করা যায়। Radio Broadcasts (AM / FM)

– ইন্টারনেট কিংবা স্যাটেলাইট রেডিও স্টেশনে ব্রডকাস্ট করা হয়।

– আপনার গানের লিরিক বিভিন্ন সাইটে প্রদান করা হয়। এবং তা প্রদত্ত আপনাকে পেমেন্ট দেয়া হয়।

– যদি কারো মিউজিক তৈরি করে দিতে পারেন। আর সে মিউজিকটি ভালো হলে উপার্জন করা যায়। এ সাইটে আপনার তৈরী যেকোনো মিউজিক অনলাইন এপ্লিকেশনে পাঠানো হয়।

এখানে আপনার তৈরি করা কোন মিউজিক যখন বিভিন্ন জায়গায় পাবলিশিং করা হয়। এবার ভাবুন যে,  কত পরিমান আয় করা সম্ভব হবে! যদি গানটি  অথবা মিউজিকটি বাছাইকৃত হয়। তাহলে সকল অফার তারা দিবে।  তার বদলে আপনি গান লিখে ইনকাম করতে পারবেন।

৩) SongBay

এটি একটি অনলাইন লিরিকস মার্কেটপ্লেস। কিছু নির্ধারিত ক্রেতাদের কাছে নিজের গানের লিরিক্স বিক্রি করতে পারবেন।  তারা সব সময় একজন অভিজ্ঞ গীতিকারের খুঁজে থাকেন। এবং বিভিন্ন  ভাষায় যেকোনো গীতি  ট্রান্সলেট করি নেয়। আপনার লেখা লিরিকস অবশ্যই মধুর হতে হবে। যাতে তারা সেটা পরে মনমুগ্ধকর হয়ে পড়ে

এখানে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে নিজের লিরিকস সাজিয়ে নিতে পারবেন। এখানে আয় করার লিমিট নেই। অর্থাৎ আপনি যত দরকার,  তত আয় করতে পারবেন। যে কোন গানের লিরিক্স লিখে তার নিজের বিক্রয়-দর ফিক্সড করে রাখতে পারবেন। পরবর্তীতে কেউ সে লিরিকস ক্রয় করতে চাইলে। কিংবা কপিরাইট নিতে চাইলে সেখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। এখানে লাইসেন্স কিংবা কপিরাইট দেয়ার করার মাধ্যমে একটি গান এর লিরিক্স  ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন।

৪) SoundBetter

SoundBetter সাইটটি যে কোনো গায়ক, গীতিকার, প্রডিউসার এবং যারা স্টুডিওতে গান রচনা করেন তাদের জন্য সবচেয়ে ভালো। বিভিন্ন ট্যালেন্টেড গীতিকার কিংবা গায়কদের খোঁজার মাধ্যমে তারা ক্লায়েন্টদের অভাব পূরণ করে।

SoundBetter

একজন গীতিকার অর্থাৎ যে গীতি রচনা করে। এরকম গীতিকার হিসেবে এখানে জয়েন দিতে পারেন। এবং গান লিখে উপার্জন করা সম্ভব।ভালো লিরিকস রচনা করে পজেটিভ রিভিউ পাওয়ার চেষ্টা করুন। কেননা এতে রিভিউ দেয়ার অপশন আছে। যার মাধ্যমে ক্রেতারা আপনার লিরিকস ক্রয় করার জন্য উদ্বুদ্ধ হবে। এখানে জয়েন করা এবং যেকোন গান লিখা একদম সহজ। এবং যে কেউ চাইলে তা করতে পারে।

৪) SoundBetter

SoundBetter সাইটটি যে কোনো গায়ক, গীতিকার, প্রডিউসার এবং যারা স্টুডিওতে গান রচনা করেন তাদের জন্য সবচেয়ে ভালো। বিভিন্ন ট্যালেন্টেড গীতিকার কিংবা গায়কদের খোঁজার মাধ্যমে তারা ক্লায়েন্টদের অভাব পূরণ করে।

SoundBetter

একজন গীতিকার অর্থাৎ যে গীতি রচনা করে। এরকম গীতিকার হিসেবে এখানে জয়েন দিতে পারেন। এবং গান লিখে উপার্জন করা সম্ভব।ভালো লিরিকস রচনা করে পজেটিভ রিভিউ পাওয়ার চেষ্টা করুন। কেননা এতে রিভিউ দেয়ার অপশন আছে। যার মাধ্যমে ক্রেতারা আপনার লিরিকস ক্রয় করার জন্য উদ্বুদ্ধ হবে। এখানে জয়েন করা এবং যেকোন গান লিখা একদম সহজ। এবং যে কেউ চাইলে তা করতে পারে।

৫) AirGigs

AirGigs একটি ফ্রীলান্সিং বেস্ট সাইট। যেখানে গান লেখালেখি করা সম্ভব। এবং তারা এ বিষয়ে সার্ভিস প্রদান করে। R&B, Folk, EDM, Ambient, Jazz, Classical, প্রভৃতি নানা গানের লিরিক্স এখানে লেখা সম্ভব। এখানে কাস্টমাররা ভালো লিরিক্স এর জন্য ফিডব্যাক প্রদান করে। যদি ভালো লিরিক্স লিখেন তবে ভাল আয় করতে পারবেন। এখানে অনলাইনে পেমেন্ট দেওয়া হয়। এবং সে পেমেন্ট পেপালের মাধ্যমে উইথড্র দিতে পারেন।

৬) Twine.fm

একজন ফ্রীল্যান্সার হিসেবে আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। এখানে  গানের লিরিক্স লিখে কিংবা গায়ক হিসেবে কাজ করতে পারবেন। যে কোন গানের লিরিক্স এর জন্য তারা ভালো পরিমানে আয় দিবে। একজন ফ্রিল্যান্সার যেভাবে নিজস্ব সার্ভিস প্রদান এখানে এফএম স্টেশন এবং বিভিন্ন গান মিউজিক তৈরি করা যায়। এবং সেগুলোতে সাবমিট করা সম্ভব।

তো যারা অনলাইনে গান লিখে ইনকাম করতে চান, তাদের জন্যই এ আর্টিকেল। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন।  ধন্যবাদ।

আটিকেলটি :এক্সপোর্ট বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ