সিএমএস হিসেবে WordPress একটি বিখ্যাত CMS (Content Management System)। সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস ১ নম্বর এ আছে। চাইলেই আপনিও এইচটিএমএল, সিএসএস শিখে নিয়ে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন। তবে, ভাল করতে হলে আপনাকে অবশ্যই পিএইচপি এবং মাইএসকিউএলও জানতে হবে।
আপনি দুই ভাবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারবেন।
১. লোকাল কম্পিউটারে, মানে আপনার পিসিকেই ওয়েব সার্ভার হিসেবে ব্যবহার করার মাধ্যমে
২. রিমোর্ট/ওয়েব সার্ভারে, মানে ইন্টারনেট লাইন ব্যবহার করে।
রিমোর্ট সার্ভারে আবার দু’ভাবে সেটআপ করতে পারবেন
ক) সরাসরি স্বয়ংক্রিয় সিএমএস সফটওয়্যার প্যালেন থেকে
খ) ম্যানুয়ালি ডাটাবেজ তৈরী করে।
আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি লোকাল কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানিয়ে ওয়ার্ডপ্রেস সেটআপ দিবেন :
১. প্রথমে আপনার কম্পিউটারকে লোকাল ওয়েব সার্ভার বানাতে WAMP অথবা XAMPP ইন্সটল করে নিন।
WAMP অথবা XAMPP সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিতে পারেন এই লিঙ্ক থেকে
WAMP http://www.wampserver.com/en/#download-wrapper
XAMPP https://www.apachefriends.org/download.html
অন্যন্য সফটয়ারের মতই এটা ইন্সটল করতে হবে ।
২. XAMPP ইন্সটাল করার পর আপনার হার্ডডিস্কের C: ড্রাইভে xampp নামে একটি ফোল্ডার তৈরী হবে। এর ভিতরে htdocs নামের যে ফোল্ডার – টি পাবেন তার ভিতরেই আপনাকে ওয়ার্ডপ্রেস ইন্সটল করেতে হবে।
৩.ওয়ার্ডপ্রেস ইন্সটল করার জন্য প্রথমে https://wordpress.org/ থেকে wordpress file টি download করতে হবে। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ডাউনলোড করুন এখানে থেকে।তারপর htdocs ফোল্ডারের ভিতরে citweb নামের একটি ফোল্ডার করে এর ভিতরে ওয়ার্ডপ্রেস আনজিপ করতে হবে। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরের সব cut করে citweb ফোল্ডারের ভিতরে paste করতে হবে।
৪. এবার ওয়েব ব্রাউজারে http://localhost লিখে ব্রাউজ করুন। citweb ফোল্ডারটি দেখতে পাবেন । এটি click করলে installation শুরু হবে । default ভাবে English language select করা থাকে ।
সেখানে থেকে Create a Configuration File বাটনে ক্লিক করুন…
আবারো নিচের মতো পেজ পাবেন। Let’s go! তে ক্লিক করুন…
এখানে database name , password, username, password, database host , table prefix এই সব information গুলো লাগবে।
৫. বারো আপনার ব্রাউজারে http://localhost/phpmyadmin/ ব্রাউজ করুন। নিচের মতো স্ক্রীন পেলে Create a database এ আপনার ডাটাবেজের নাম দিয়ে Create বাটনে ক্লিক করুন।

এবার নিচের ছবির মতো করে ডেটাবেজ নাম, ডাটাবেজ হোস্ট (localhost), টেবিল প্রিফিক্স দিন। ইউজার নাম root পাসওয়ার্ড অবশ্যই ফাঁকা রাখবেন। তারপর Submit ক্লিক করতে হবে । নিচের ছবি তে দেখুন

Submit বাটন এ click করার পর নিচের ছবির মত দেখতে পাব।

এখানে সব information গুলো দেয়ার পর Install WordPress বাটনে click করলে Install হয়ে যাবে ।
ইনস্টল শেষ হলে সাকসেস দেখাবে
উপরের Log In বাটনে ক্লিক করুন, নিচের মতো লগিন পেজ পাবেন …! উইজার নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন বাটনে ক্লিক করুন।পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে লগিন করলে ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল চলে আসবে।
ওয়ার্ডপ্রেস এডমিন প্যানেল : 
এটা হচ্ছে এডমিন প্যানেল, এটাই আপনার সাইটের backend. এখান থেকে সাইটের frontend তথা সাইটটি দেখতে চাইলে বাদিকে উপরে home আইকনের উপরে মাউস নিলেই “Visit Site” লিংক আসবে, এখানে ক্লিক করুন তাহলে সাইটটি দেখাবে। localhost এ wordpress ইন্সটলেশন পদ্ধতির এখানেই সমাপ্তি! কোনো প্রকার সমস্যা হলে মন্তব্য করে জানাবেন।
লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন পদ্ধতির এখানেই সমাপ্তি! কোনো প্রকার সমস্যা হলে মন্তব্য করে জানাতে ভুলবেন না!
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন!
Comments (No)