কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করবেন

আমাদের প্রাই সবাইকে প্রতিদিন অনেক ধরনের কাজ থাকে বিভিন্ন সময়ে। কিন্তু আমারা সেসব কাজের কথা মনে রাখতে পারি না। কখন কোন কাজ করেত হবে। সে কারনে আমরা আমাদের অতি পরিচিত যন্ত্র মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি। আমরা প্রাই সবাই মোবাইলে অ্যালার্ম দিতে পারি কিন্তু অনেকেই আছেন যারা কম্পিউটার বা ল্যাপটপে এলারম সেট করতে পারেন না । আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা কোন ধরনের সফটওয়ার ব্যাতিত  আপনার কম্পিউটার বা ল্যাপটপেঅ্যালার্ম সেট করবেন ।

চলুন তাহলে শুরু করা যাক                                                                                                                                                                          ১)প্রথমে  আপনারা আপনাদের কম্পিউটারের উইন্ডোজ মেনুতে যান এবং সেখানে কম্পউটার লেখা আছে সেখানে মাউসের right বাটুন ক্লিক করুনএবং manage অপশন সিলেক্ট করুন।                                                                                                                                                     ২)তাহলে এইরকম একটা interface আসবে

কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করবেন 6

৩)এবার এখান থেকে Task Scheduler এ ক্লিক করুন তাহলে তাহলে নিচের চিত্রের মত একটি ট্যাব ওপেন হবে

কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করবেন 7

এখান থেকে গোল করা দাগানো অংশ create basic task এ ক্লিক করুন। তাহলে নতুন আরেকটি  ট্যাব অপেন হবে । সেখানে  name এর ঘরে আপনার নাম লিখুন  এবং description এর ঘরে description লিখে নেক্সট বাটুনে ক্লিক করুন।                                                                          ৪) এখন তাহলে নিচের চিত্রের মত একটি ট্যাব ওপেন হবেকিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করবেন 8

এখান থেকে আপনি যদি চান প্রতিদিন নিয়মিত  সমইয়ে এলারম বাজবে তাহলে ডেইলি সিলেক্ট করেত পারেন । আর বাকি ঘরগুলোর একটি সিলেক্ট করতে পারেন আপনার প্রয়োজন মতো।                                                                                                                                                      ৫)এবার নেক্সট এ ক্লিক করুন তাহলে তাহলে নিচের চিত্রের মত একটি ট্যাব ওপেন হবে । কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করবেন 9

এখান থেকে আপনি আপনার দিন মাস বছর ও সময় সিলেক্ট করে নেক্সট চাপুন। তারপর নতুন আরেকটি ট্যাব ওপেন হবে সেখানে কোন পরিবর্তন না করে পুনরায় নেক্সট চাপুন।

 

৬)তাহলে নিচের চিত্রের মত একটি ট্যাব ওপেন হবে

কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে অ্যালার্ম সেট করবেন 10

এখানে আপনি যে অডিও ফাইলটা রিংটন হিসাবে শুনতে চান সেটা সিলেক্ট করে নেক্সট বাটুনে ক্লিক করুন। এবং তার পর আরেকটি ট্যাব ওপেন হবে সেখানে finish  লেখে বাটুনে ক্লিক করুন  তাহলে আপনার অ্যালার্ম সেট  হয়ে যাবে ।

আমার লেখায় কোন ভুল হলে আমাকে মাফ করে দেবেন

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ