কম্পিউটার হ্যাং সমস্যার সমাধান করুন এক নিমিষেই Solve the computer hang problem in an instant

Solve the computer hang problem in an instant

Community Verified icon

একটা গুরুত্তপূর্ণ কাজ করছেন, হতে পারে কিছু ইন্সটল করছেন, কিংবা অর্ডার দিয়েছেন কোন একটা প্রোগ্রাম খোলার, কিন্তু কিসের কি! কথা নেই বার্তা নেই কম্পিউটার সো করে “NOT RESPONDING” তখন অগত্যা বাধ্য হয়েই প্রোগ্রাম CLOSE বাটন এ ক্লিক করতে হয়। এর ফলে আমাদের সব ধরনের কাজ বন্ধ হয়ে যায়। এমনকি চলমান কাজ গুলো সেভ করার সময় ও পাওয়া যায়না। তো যাই হোক কম্পিউটারের এমন হ্যাং করার যে গ্যাং আছে তাকে বা তাদেরকে খুব সহজেই ধ্বংস করা যায়।
বলে রাখি এই পদ্ধতিটি উইন্ডোজ এক্সপি, ভিসতা, বা সেভেন অপারেটিং সিস্টেমের জন্য প্রযোজ্য।


আপনাকে যা যা করতে হবেঃ
• START থেকে RUN এ যান। কিংবা সর্টকাটস অর্ডার দিন, windows key চেপে ধরে “R” চাপুন তাহলে RUN আসবে।
• সেখানে লিখুন regedit তারপর enter চাপুন।
• এরপর সাবধানে দেখে HKEY_CURRENT_USER এই মেনুতে যান।
• তারপর control Panel এ যান ।
• সেখান থেকে সিলেক্ট করুন Desktop
• সেখানে ডানপাশের AutoEndTask অপশনে ডাবল ক্লিক করুন।
• প্রাপ্ত মেনুতে value data হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK তে ক্লিক করুন। তারপর বের হয়ে আসুন।


আশা করি এবার Not Responding প্রোগ্রামটি বন্ধ হয়ে গেছে। এখন আর কম্পিউটার হ্যাং হবেনা।

Comments (2)

  1. Muhibul Haque Nov 29, 2012
  2. জিনাত আরা নিশি Nov 29, 2012

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ