কত টাকার মালিক ২৫ বছরের সারা? প্রতি মাসে আয় কত টাকা?

সোশাল মিডিয়ায় খুবই সক্রিয় বলিউড অভিনেত্রী সারা আলি খান। সম্প্রতি ছুটি কাটানোর ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় নজর কেড়েছেন সারা।

অভিনেতা সইফ আলি খান ও অমৃতা সিংহর মেয়ে সারা। কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সৌন্দর্য্য তো বটেই, অভিনয় দক্ষতার জন্যও পরিচিত সারা।

মুম্বইতে রয়েছে নিজস্ব বাড়ি-মুম্বইয়ে সারা আলি খান একটি আলিশান অ্যাপার্টমেন্টে থাকেন। ২০১৯-এ এই অ্যাপার্টমেন্ট কিনেছেন সারা। এর দাম ১.৫ কোটি টাকা বলে খবর।

সারার হাতে রয়েছে একের পর এক ব্যান্ডের বিজ্ঞাপন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সিনেমা ইত্যাদি মিলিয়ে সারা মাসে প্রায় ৫০ লক্ষ টাকা আয় করেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৯ কোটি টাকা বলে খবর।

কত টাকার মালিক ২৫ বছরের সারা? প্রতি মাসে আয় কত টাকা? 1

এখন দেখে নেওয়া যাক, সারার মোট সম্পত্তির পরিমাণ ও তাঁর কাছে থাকা কিছু মহার্ঘ সামগ্রী সম্পর্কে।

মার্সিডিজ জি ওয়াগন- সদ্যই সারা মার্সিডিজ জি ওয়াগন গাড়ি কিনেছেন। সাদা রঙের এই বিলাসবহুল গাড়ির দাম ১.৩ কোটি টাকা বলে জানা গেছে। এছাড়াও সারার কাছে হোন্ডা সিআরবি গাড়িও রয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, এই গাড়ির দাম প্রায় ৩০ লক্ষ টাকা।

দামি ডিজাইনার পোশাক- প্রকাশিত বিভিন্ন খবরে জানা যায়, সারা দামি ডিজাইনার পোশাক খুবই পছন্দ করেন। তাঁকে ৪০-৫০ হাজার টাকা দামের পোশাকেও দেখা গিয়েছে তাঁকে।

দামি ঘড়ি-সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মহার্ঘ ঘড়িও সারার পছন্দের। তাঁর কাছে রয়েছে Bvlgari Serpenti Tubogas ঘড়ি রয়েছে। এর দাম ৯ লক্ষ টাকা বলে খবর।

এছাড়াও সারার কাছে রয়েছে বিভিন্ন ধরনের লাক্সারি ব্যাগও। তাঁর কাছে রয়েছে Bottega Veneta Milano Uluru ব্যাগ। এর দাম ৬ লক্ষ টাকা বলে খবর।

আটিকেলটি :bengaliabplive.com থেকে নেওয়া হয়েছে

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ