ওয়েভ ডেভেলপমেন্ট সিরিজ : পরিচিতি পর্ব

পোস্টটি পড়ার জন্যে সবাইকে স্বাগতম। আমি এসো আয় করি ওয়েভসাইটের নতুন ব্লগার । আমার ৩ বছরের  লব্ধ জ্ঞ্যান থেকে আমি চেষ্টা করবো আমার পোস্টের নিয়মিত পাঠকদেরকে ওয়েব ডেভেলাপমেন্টের বেসিক আইটেমগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়ার। আপনাদের জানার আগ্রহ এবং কমেন্ট আমাকে অনুপ্রানিত করবে। যাদের জানার আগ্রহ আছে আশা করি তারা আমার পোস্ট পড়ে অনুপ্রানিত হবেন এবং অনলাইন কোর্সটি শেষ করার পর আমি আপনাদেরকে মার্কেটপ্লেসে কিভাবে জায়গা করে নিতে হবে তা নিয়ে নতুন সিরিজ শুরু করবো। তাই চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক আমাদের ওয়েব ডেভেলাপমেন্ট সিরিজটি।

আমার কোর্সটি শুরু করার প্রিরিকুয়েস্টিক হলো ওয়েভ ডিজাইন সম্পর্কে ধারনা থাকা, সেহেতু ওয়েভ ডিজাইন নিয়ে এই সাইটে ইতোমধ্যে সিরিজ চলছে তাই আমি ওয়েভ ডেভেলাপমেন্ট নিয়ে সিরিজ পরিচালনা শুরু করলাম। তবে এর আগে যাচাই করে নিন আপনি কি নিম্নোক্ত টার্ম গুলো সম্পর্কে অবগত আছেন ?-

১। এইচটিএমএল

২।সিএসএস

৩।বুটস্ট্রাপ

৪।এজাক্স

৫।জেকুয়েরী

আমার ওয়েভ ডেভেলাপমেন্ট কোর্স টি সম্পন্ন করলে আপনারা যে যে জিনিসগুলো শিখতে পারবেনঃ

১। পিএইচপি বেসিক সিন্টেক্স

২। পিএইচপি কোডিং প্যাটার্ন

৩।অবজেক্ট অরিয়েন্টেড পিএইচপি

৪।এমভিসি ফ্রেমওয়ার্ক (লারাভেল)

ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য এপ্লিকেশন তৈরী করা।যেখানে একজন ওয়েব ডেভেলপার একটি ওয়েব সাইট এর জন্য ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করে থাকেন।আপনি কোনো সাইটের এডমিন কে এমন একটি সহজ সিস্টেম তৈরী করে দিবেন যার মাধ্যমে কেঊ ওয়েভ ডেভেলপমেন্ট না জানলেও কোনো সাইটের ফ্রন্টেএন্ড অনায়াসেই পরিবর্তন করতে পারবে।
ওয়েব ডেভেলপমেন্ট শিখার জন্য  যা যা জানা লাগে তা হচ্ছে,এইচটিএমএল, সিএসএস, Javascript ( Basic এর উপর ধারনা), Jquery(Javascript এর একটি ফ্রেমওয়ার্ক), PHP(সার্ভার স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ) ।

প্রথম পোস্ট, তাই আজ বেশী কথা বাড়াচ্ছি না। যাওয়ার আগে একটা হোমওয়ার্ক দিয়ে যাই।

(১)

w3school.com  এই সাইটটিতে গিয়ে পিএইচপি এর বেসিক সিন্টেক্স গুলো দেখে নিবেন।

(২)

xamp সার্ভারটি ইন্সটল করে নিবেন

(৩)

sublimetext 3 কোড এডিটর ইন্সটল করে নিবেন।

কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন ।

আগামী পোস্ট পড়ার আমন্ত্রন জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।

সবাই ভালো থাকবেন।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ