সময় এগুনোর সাথে মানুষ অনেকটা অনলাইন নির্ভর হয়ে পড়ছে। তারা এখন প্রায় সময়ই পণ্য অনলাইনে কেনার আগ্রহ রাখে। অথবা কোনো পণ্য মার্কেটে গিয়ে কিনার আগে অনলাইনে তার ডিটেইলস দেখে নেয় কিংবা কোথায় পাওয়া যাবে তা জেনে নেয়। এজন্য কিছু Keyword দিয়ে সার্চ করে পছন্দমত ওয়েবসাইট ভিজিট করে নেয়। এবং সেই ওয়েবসাইটকে সবার সামনে আনার জন্য SEO করা হয়।
SEO বা Search Engine Optimization, বাহ্যিক অর্থে বিষয়টি খুব জটিল মনে হলেও এর অভ্যন্তরিন অর্থ খুবই সহজ। বিষয়টিকে বোঝার জন্য টেকন্যিকাল বিষয়ে বিশাল জ্ঞান থাকতে হবে এমন কিন্তু নয়। ইন্টারনেট ব্রাউজিং করার সাধারণ জ্ঞান থাকলেই এটি সম্পর্কে মোটামুটি ধারণা পোষণ করা সম্ভব।
সাধারণত যখন আমরা কোনো বিষয় সম্পর্কে জানতে চাই বা কিছু কিনতে চাই অথবা কিছু ডেটা নিজের কাছে রাখার জন্য খুজতে চাই তখন আমরা ২ টি কাজ করে থাকি।
- কোনো নির্দিষ্ট ওয়েবসাইট এর লিংক সরাসরি ইনপুট করে সে সাইটে যেতে পারি।
- নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্য সার্চ করে কাঙ্খিত ওয়েবসাইট টিতে যেতে পারি।
এখন ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে, কিন্তু সবাই তার লিংক জানেনা। তখন আপনার সাইটে ভিজিটর কিভাবে আসবে? কোনো নির্দিষ্ট Keyword সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার ওয়েবসাইটটি SERP তে দেখাবে। এখন আপনার মনে হবে keyword বা SERP কি?
আজ থেকেই ইনকাম শুরু সহজ এফিলিয়েটস
Keyword হলো একটি শব্দ বা শব্দগুচ্ছো যেটি দিয়ে আপনি যখন সার্চ ইঞ্জিনে সার্চ করবেন তখন কিছু রেজাল্ট আপনাকে দেখানো হবে। সেই রেজাল্ট গুলোর জন্য আপনি যে শব্দ বা শব্দগুচ্ছ সার্চ করেছেন সেটি হলো ওই রেজাল্ট গুলোর জন্য Keyword. আর SERP হলো, Search Engine Result Page বা সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট Keyword সার্চ করার ফলে যে রেজাল্ট গুলো আপনার সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখায় সেগুলো।
কিন্তু এই কোটি কোটি ওয়েবসাইট এর মধ্যে আপনার ওয়েবসাইট কীভাবে SERP তে দেখাবে? অবশ্যই এই ঘটনা টি ঘটানোর জন্য আপনার ওয়েবসাইট এর SEO করা প্রয়োজন। কারন SEO করা ফলে আপনার ওয়েবসাইট যখন SERP তে দেখাবে তখন আপনার সাইটের ভিজিটর বাড়বে। এবং ভিজিটর বাড়ার মানেই হলো আপনার ব্যবসা বাড়বে।
কিন্তু আপনি আপনার ওয়েবসাইট এর জন্য SEO করাবেন কোথা থেকে? আর SEO করলে কি আপনার পেজ SERP তে দেখাবে? এখন SEO করার জন্য উপযুক্ত স্থান হলো বাংলাদেশের সেরা এসইও পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো।
তারা আপনাকে Organic SEO করে দেয়ার সক্ষমতা রাখে,
Organic SEO মানে, হলো আপনার সাইট কে SERP তে আনার জন্য নির্দিষ্ট কিছু কাজের মাধ্যম অবলম্বন করা। এবং এটি একটি ফ্রি প্রসেস। কিন্তু এটা করার জন্য একজন SEO expert কে কিছু টুলস ব্যবহার করতে হয় যেগুলার মূল্য অনেক। এগুলো আপনি একজন এক্সপার্ট বা উন্নত কোম্পানি ছাড়া অন্য কোথাও পাবেন না।
এবার এইদিকে Organic SEO ২ ধরণের হয়ে থাকে।
- On-page SEO
- Off-page SEO
On page SEO হলো আপনার সাইটকে SERP তে আনার জন্য ওয়েবসাইট এর ভিতরে যেসকল SEO করা হয় সেটি। অন্যদিকে Off page SEO হলো আপনার ওয়েবসাইট এর বাইরে যেসকল কাজ করতে হয় সেগুলো।
একজন প্রোফেশনাল বা এক্সপার্ট সবসময় আপনাকে Organic SEO করার সাজেশন দিবে। কারন এ পদ্ধতিতে SEO করলে আপনার সাইটকে SEO তে টপ রেজাল্ট হিসেবে দেখাবে এবং দীর্ঘ সময় ধরে দেখাবে। তখন আপনার ওয়েবসাইট এর ভিজিটোর সংখ্যা অইনেকটাই বৃদ্ধি পাবে এবং সেগুলা হবে অর্গানিক ভিজিটর।
মনে করুন আপনার একটি মোবাইল সার্ভিসিং এর দোকান আছে এবং সেটির জন্য আপনি একটি ওয়েবসাইট বানালেন। এবং মানুষ যখন সার্চ ইঞ্জিনে Mobile parts লিখে সার্চ দিচ্ছে আপনার website টি SERP তে দেখাচ্ছে। এবং আপনার সার্ভিসিং এর যন্ত্রপাতি এবং রিপেয়ার সার্ভিসের কাষ্টমার পেয়ে যাচ্ছেন।
কিন্তু প্রশ্ন হলো, এই “Mobile Parts” Keyword এর জন্য হাজার হাজার ওয়েবসাইট রয়েছে। আপনার ওয়েবসাইটকেই কেনো SERP তে দেখাবে? অবশ্যই শুরুতে আপনাকে আপনার সাইট এই Keyword এর জন্য SERP তে আসবে না। সাবলিল SEO করার মাধ্যমে আপনার সাইটকে SERP তে দেখাবে।
এতে করে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে।
Comments (No)