ওয়ালটন প্রিমো জিএম ৩ (Primo GM3) রিভিউ অস্থির ফোন একদম কম দামে!!!

Hi, বন্ধুরা আশা করি আপ্নারা ভাল আছেন

আমি মেহেদী হাসান খান (সাঈম)

আর আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটি শুন্দর low budget Smartphone নিয়ে

Name: Primo GM3

১৮ঃ৯ রেসিও ডিসপ্লে এর সাথে ওয়ালটন বাজারে নিয়ে এসেছে তাদের নতুন একটি স্মার্টফোন প্রিমো জিএম৩। অবশ্য বরাবর এর মত এটিও ওয়ালটন এর একটি বাজেট রেঞ্জ স্মার্টফোন ।

স্মার্টফোনটির ৫.৩৪ ইঞ্চি বিশাল ডিসপ্লে এর সাথে এর আরেকটি প্লাস পয়েন্ট হলও এর পিছে ১৩ মেগাপিক্সেল এবং সামনের ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

আর এটা মানতেই হবে ওয়ালটন এর বিগত স্মার্টফোন গুলিতে ক্যামেরা এর দিক দিয়ে অনেক বেশি ইম্প্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে ১৮ঃ৯ রেসিও ডিসপ্লে এর সাথে এর আরেকটি আকর্ষণীয় দিক হল স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম যেটা হল অ্যান্ড্রয়েড অরিও ৮.১  অপারেটিং সিস্টেম।

এক পলকে গুরুত্বপূর্ণ কিছু ইনফো

  • ৫.৩৪ ইঞ্চি ফুল ভিউ আইপিএস ডিসপ্লে
  • অ্যান্ড্রয়েড অরিও ৮.১  অপারেটিং সিস্টেম
  • ১.২৭ গিগাহার্জ কোয়াড কোর ডিসপ্লে
  • ১ জিবি র‍্যাম, ৮ জিবি রম
  • ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  •  ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি

অরিও গো ভার্সন টিকে তৈরি করা হয়েছে লোয়ার স্পেসিফিকেসন অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলির জন্য; আর তাই এতে সকল কিছুই আপনি একটি  লাইট  অ্যান্ড্রয়েড ফিলিংস পাবেন ; আর বিল্ট ইন ইউটিউব গো, জিমেইল গো এর মত অ্যাপলিকেশন দেখতে পারবেন।ওয়ালটন প্রিমো জিএম ৩ (Primo GM3) রিভিউ অস্থির ফোন একদম কম দামে!!! 2

 

 

 

 

 

 

 

 

 

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ