এস.ই.ও এর কিছু গুরুত্বপূর্ণ কথা ।

seo এস.ই.ও এর কিছু গুরুত্বপূর্ণ কথা ।

সঠিক টাইটেল নির্বাচন:  

আমরা অনেকে আমারদের ওয়েবসাইট এর জন্য টাইটেল নির্বাচন করি যা আমাদের সাইট এর যে কীওয়ার্ড আছে তার সাথে রিলেটেড না ! যদি সাইটের টাইটেল কীওয়ার্ড রিলেটেড না হয় তাহলে সাইট সার্চ ইঞ্জিন এ তেমন পোকাস হয় না ! তাই অবশ্যই সাইট এর টাইটেল এ কমপক্ষে ৩-৫টি কীওয়ার্ড ব্যবহার করবেন । আরেকটি কথা মনে রাখবেন টাইটেল এ for, many, much, and এইসব ওয়ার্ড ব্যবহার করবেন না ! কারণ বেশিরভাগ সার্চ ইঞ্জিন এইসব ওয়ার্ড গুলুকে স্পাম হিসেবে মার্ক করে । আর অবশ্যই সাইট এর টাইটেল যেন ৬৪ ওয়ার্ড এর মধ্যে থাকে ।

সঠিক ডেসচ্রিপসন নির্বাচনঃ

সাইটের টাইটেল এর মতই সঠিক ডেসচ্রিপসন নির্বাচন করা প্রয়োজন । কারণ  সার্চ ইঞ্জিন এ সাইট এর টাইটেল এর পরেই ডেসচ্রিপসন দেখায় । আপনার ডেসচ্রিপসনই বলে দিবে আপনার সাইট থেকে ভিসিটর রা কি কি জানতে পারবে বা শিখতে পারবে । তাই ডেসচ্রিপসনটা একটু বড় করে দিবেন কিন্তু ১৪০ ওয়ার্ড এর বেশি যেন না হয় ! আর যেন আপনার ডেসচ্রিপসন এ যেন কম করে ৮-৯ টা কীওয়ার্ড থাকে ।

কীওয়ার্ড এর ব্যবহারঃ

একটি সাইট এর সবচাইতে গুরুত্বপূর্ণ  হল কীওয়ার্ড নির্বাচন এবং তার সঠিক বাবহার আমরা অনেকে কীওয়ার্ড নির্বাচন করতে জানলেও তার সঠিক বাবহার জানি না । আমাদের মধ্যে ভুল দারণা আছে যে, যত বেশি কীওয়ার্ড তত বেশি ভিসিটর কিন্তু আমি বলব যত কম কীওয়ার্ড তত বেশি ভিসিটর । কারণ বেশি কীওয়ার্ড বাবহার করলে গুগল মনে করে ওয়েবমাস্টাররা বেশি কীওয়ার্ড বাবহার করে স্পাম করছে ! তাই ২০টি কীওয়ার্ড ই আপনার জন্য জতেস্ত ১০টি হলে আরও ভাল !!

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ