LG is bringing an all-in-one desktop powered by Google's Chrome operating system
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিকস কোম্পানি এলজি আজ গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত অল-ইন-ওয়ান ডেস্কটপ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে। ‘ক্রোমবেস’ নামক নামক নতুন এই পিসিতে থাকবে ২১.৫ ইঞ্চি ওয়াইডস্ক্রিন (ফুল এইচডি ১৯২০*১০৮০পি আইপিএস) মনিটর, ইনটেল সেলেরন প্রসেসর, ২জিবি র্যাম, ১৬জিবি আইএসডিডি স্টোরেজ, ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম প্রভৃতি।ক্রোমবেসের সাথে মাউস, কিবোর্ড, স্পিকার, ক্যাবল অর্গানাইজার প্রভৃতি এক্সেসরি কাজ করবে। এতে এইচডিএমআই, ইউএসবি ২.০ (৩টি), ইউএসবি ৩.০ (১টি) ও ল্যান পোর্ট রয়েছে।
এলজির এই নতুন কম্পিউটারের মনিটরটি আপনি অন্য পিসির স্ক্রিন হিসেবেও ব্যবহার করতে পারবেন। এতে বিল্ট ইন ক্রোম ওএস দ্রুত বুট নিতে সক্ষম এবং এর সাহায্যে বিভিন্ন অফিসিয়াল ও নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম সেড়ে নিতে পারবেন।https://9504227c01e881b0889c9f53cde24025.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html এলজি আনছে গুগলের ক্রোম অপারেটিং সিস্টেম চালিত অল-ইন-ওয়ান ডেস্কটপ LG is bringing an all in-one desktop powered by Google’s Chrome operating system
অবশ্য এলজি নিজেই বলেছে তারা ক্রোমবেসের প্রাথমিক ক্রেতা হিসেবে মূলত ব্যবসা প্রতিষ্ঠানসমূহ, স্কুল, কলেজ, হোটেল, কল সেন্টার প্রভৃতিকেই প্রাধান্য দিচ্ছে। আগেই হয়ত জানেন, গুগলের ক্রোম ওএস মূলত ক্লাউড নির্ভর, অর্থাৎ এর বিভিন্ন ফিচার পূর্ণরূপে ব্যবহার করতে চাইলে ইন্টারনেট সংযোগ থাকা দরকার। এর মধ্যে গুগলের বিভিন্ন ওয়েব সেবা যেমন ড্রাইভ, সার্চ, ক্রোম ওয়েব স্টোর, ম্যাপস, ইউটিউব, প্লে, গুগল প্লাস, হ্যাংআউট প্রভৃতি ইন্টিগ্রেটেড থাকবে।
আগামী মাসে অর্থাৎ জানুয়ারি ২০১৪তে আন্তর্জাতিক কনস্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)এ ক্রোমবেস প্রদর্শন করা হবে। তবে এর রিলিজ ডেট কিংবা মূল্য সম্পর্কে কোন তথ্য দেয়নি এলজি।
উইন্ডোজ আর ম্যাকের ভীড়ে আপনি কি ক্রোমবেস কিনতে আগ্রহী? কেন? কেন নয়? আশা করি জানাবেন।
সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!
Join 4,737 other subscribers
Email Address
সাবস্ক্রাইবhttps://9504227c01e881b0889c9f53cde24025.safeframe.googlesyndication.com/safeframe/1-0-37/html/container.html
আপনার জন্য আরোঃ
- গুগল ক্রোমবুক ল্যাপটপে চলবে সকল এন্ড্রয়েড অ্যাপ?
- ক্রোমে এলো “গুগল নাউ” স্টাইলের নতুন ভয়েস সার্চ ফিচার!
- নেক্সাস ৫এক্স ও নেক্সাস ৬পি স্মার্টফোন আনছে গুগল
- গুগল ক্রোমের একটি বিরক্তিকর ফিচার থেকে মুক্তি?
- গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড-ব্লক ফিচার যুক্ত করবে গুগল?
আমাদের ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুন!
[★★] প্ৰযুক্তি নিয়ে লেখালেখি করতে চান? এক্ষুণি একটি টেকবাজ একাউন্ট খুলে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে পোস্ট করুন! হয়ে উঠুন একজন দুর্দান্ত টেকবাজ! এখানে ক্লিক করে নতুন একাউন্ট তৈরি করুন।
- আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
- আমাদের ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
- এই সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
প্রযুক্তির সব তথ্য জানতে ভিজিট করুন www.banglatech24.com সাইট। নতুন পোস্টের নোটিফিকেশন ইমেইলে পেতে এই লিংকে গিয়ে ফ্রি সাবস্ক্রাইব করুন!CATEGORIES
Comments (No)