মেইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের নিজেদের প্রডাক্ট বা অন্য কারো প্রডাক্ট কে খুব সহজেই প্রমোট করতে পারি। এই পদ্ধতিটি খুবই এফেক্টিভ আর শক্তিশালী। এখানে কনভারসেশন রেট খুবই ভালো পাওয়া যায়। ইমেইল মার্কেটিং করার পদ্ধতি আজ আমরা আলোচনা করবো।
তাহলে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক ইমেইল মার্কেটিং কি আর ইমেইল মার্কেটিং কিভাবে করবেন? যাতে অন্যদের মতো আপনারা আপনাদের ব্লগ বা যেকোনো ধরনের প্রোডাক্ট, ব্র্যান্ড এর প্রমোশন করতে পারি।
ইমেইল মার্কেটিং পৃথিবীর এমন একটি সফল পদ্ধতি যার কনভারসেশন রেট অন্যান্য ইন্টারনেট মার্কেটিং এর তুলনায় অনেক বেশি।
এই জন্য আজ আমি আপনাদের ইমেইল মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন এই বিষয় সম্বন্ধে বলবো।
ইমেইল মার্কেটিং ব্যবহার করার অর্থ এটা নয় যে আপনি রাতারাতি সফলতা পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা প্রতিদিন ধৈর্য আর পরিশ্রম করে কাজ করেন তাহলে আপনারা ভালো টাকা আয় করতে পারবেন আর আপনাদের স্বপ্ন অবশ্যই পুরন করতে পারবেন।
তাহলে চলুন আজকের এই বিষয়টি সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
ইমেইল মার্কেটিং কি? (Email Marketing in Bangla)
সবথেকে ভালো কথা এটি যে আপনারা ইমেইল মার্কেটিং সম্পূর্ণ ফ্রিতে শুরু করতে পারবেন, আর যদি কিছু খরচ করতে হয় তাহলে আপনারা এক মাসে যে টাকা আয় করবেন সেই খরচ তাতে পূরণ হয়ে যাবে।
একটি রিপোর্ট অনুসারে যদি কেউ ইমেইল সাবস্ক্রাইব করে আর আমরা যদি তাদের ইমেইল পাঠায় তাহলে সেই প্রথম ইমেলের open rate 82% হয়।
বন্ধুরা যখন আমরা কারো ব্লগ, প্রডাক্ট, ব্র্যান্ড বা এফিলিয়েট প্রোডাক্টের প্রমোশন ইমেইলের মাধ্যমে করি তখন সেটিকে ইমেইল মার্কেটিং(Email Marketing) বলা হয়। এখানে আমরা ইমেইল মার্কেটিং টুল আর সফটওয়ারের সাহায্যে মেইল পাঠিয়ে আমাদের প্রমোশন করতে পারি।
বন্ধুরা এবার আপনারা বুঝে গিয়েছেন আসলে ইমেইল মার্কেটিং কি? আজকের সময়ে ইমেইল মার্কেটিং চরম শিখরে রয়েছে কারণ এটি খুবই কার্যকর আর সস্তা মাধ্যম প্রমোশন করার জন্য। বেশিরভাগ ক্ষেত্রে ইমেইল মার্কেটিং এর ব্যবহার ব্র্যান্ডিং আর অ্যাফিলিয়েট প্রোডাক্ট এর জন্য করা হয়।
বর্তমানে মার্কেটে এমন অনেক সস্তা ইমেইল মার্কেটিং সফটওয়্যার আর টুল আছে যার সাহায্যে আপনারা একই সময়ে যতখুশি মানুষকে মেইল করতে পারবেন। আপনাদেরকে শুধুমাত্র একবার এই টুল গুলিতে আপনার অডিয়েন্সের ইমেইল লিস্ট দিতে হবে, তারপর আপনি যেকোনো দিন বা এক দিনে যতবার খুশি মেইল পাঠাতে পারবেন।
ইমেইল মার্কেটিং কিভাবে করবেন?
বন্ধুরা এবার আমরা আলোচনা করব আপনারা ইমেইল মার্কেটিং কিভাবে করবেন? এটি খুবই সহজ কাজ কিন্তু এর জন্য আপনাদের সম্পূর্ণ আর সঠিক তথ্য সম্পর্কে অবগত হয়ে থাকা খুবই জরুরী তাহলে চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক
স্টেপ ১.
ইমেইল মার্কেটিং করার জন্য আপনার কাছে সর্বপ্রথম একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা খুবই জরুরী আর সাথে Bulk Mail লিস্ট থাকা খুবই জরুরী যেখানে আপনারা মেল করে প্রমোশন করতে পারবেন যদি আপনাদের কাছে কোন Bulk Mail লিস্ট না থেকে থাকে তাহলে আপনারা GoDaddy বা অন্য কোন প্লাটফর্ম থেকে টার্গেটেড Bulk Mail লিস্ট কিনে নিতে পারবেন
ইমেইল মার্কেটিং করার জন্য সর্বপ্রথম আপনাদের কাছে কোন ইমেইল মার্কেটিং সফ্টওয়্যার আর টুল থাকা খুবই জরুরী যার সাহায্যে আপনারা একই সময়ে সমস্ত মানুষকে Bulk Mail পাঠাতে পারেন মার্কেটে এমন অনেক টুল উপলব্ধ রয়েছে যেমন MailChimp, Aweber, Sendinblue ইত্যাদি
স্টেপ ২.
বন্ধুরা এবার আপনাদের Bulk Mail পাঠানোর জন্য যেকোনো একটি টুলে একাউন্ট বানাতে হবে আর আপনাদের Bulk ইমেইল লিস্ট কে অ্যাড করতে হবে এমন অনেক টুল উপলব্ধ রয়েছে যারা আপনাদেরকে এক মাসের জন্য Free Trail প্রদান করে যেমন MailChimp
এবার আপনাদেরকে আপনার মেইলকে কাস্টমাইজ আর আকর্ষণীয় বানাতে হবে যাতে যে কোন ব্যাক্তি সেটি দেখে না পড়ে যেতে না পারে আপনারা সমস্ত ইমেল মার্কেটিং টুলে সব ধরনের ফিচারস, টেমপ্লেট পেয়ে যাবেন যার সাহায্যে আপনারা আপনার মেইলে ভিডিও, ছবি, লেখা ইত্যাদি এর ব্যবহার করতে পারবেন
স্টেপ ৩.
এতসব কিছু করার পর এবার আপনাদের ইমেইল মার্কেটিং সফট্ওয়ারে ক্যাম্পেইন চালাতে হবে যাতে আপনারা প্রথম বারেই হাজার আর লক্ষ্য Bulk Mail পাঠাতে পারেন আর সাথে আপনারা এটিও খোঁজ করতে পারেন যে আপনার মেইল Spam, Inbox, Promotions কোন ফোল্ডারে গেছে
আর সাথে আপনার মেইল কতজন মানুষ দেখেছে আর কতজন মানুষ এরা আপনার দ্বারা দেওয়া লিংকে ক্লিক করেছে এই সমস্ত কিছু তথ্য আপনারা আপনাদের ক্যাম্পেইনের মাধ্যমে দেখতে পারবেন আর সাথে আপনার মেইল এর পারফর্মেন্স এর হিসাবে re-targeting করতে পারবেন
ইমেইল মার্কেটিং এর সুবিধা
বন্ধুরা ইমেইল মার্কেটিং আজকের সময়ে খুবই ভাল মাধ্যম এবার আমি আপনাদের ইমেইল মার্কেটিংয়ের সুবিধা এর সম্পর্কে বলবো যাতে আপনারা সম্পূর্ণভাবে জানতে পারেন কেন সব কোম্পানি, ব্র্যান্ড, মিডিয়া, ই-কমার্স ইত্যাদি ইমেইল মার্কেটিং এর সাহায্য নেয়
- বন্ধুরা ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের এফিলিয়েট, ব্লগ, ব্র্যান্ড এর প্রমোশন খুবই কম টাকার মধ্যে আর এক জায়গায় থেকে পৃথিবীর যেকোন জায়গায় মার্কেটিং করতে পারি
- ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট বাস সার্ভিস কে টার্গেটেড মানুষের কাছে পৌঁছে দিতে পারি যে জিনিসের মানুষের প্রয়োজন রয়েছে
- আজকের সময়ে ইমেইল মার্কেটিং ট্রেডিশনাল মার্কেটিং কে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এর থেকে আপনারা অনুমান করতে পারেন এই পদ্ধতিটি আজ কতটা কার্যকর
- ইমেইল মার্কেটিংয়ে খুব কম খরচায় বেশি লাভ হয় এর জন্য আপনাদের শুধুমাত্র ইন্টারনেট আর ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন পড়ে
- ইমেইল মার্কেটিং এ পরিশ্রম কম করতে হয়
- এটির সফলতার হার সবথেকে বেশি কারণ আপনি আপনার কাস্টমারদের সাথে ব্যক্তিগত সংযোগ তৈরি করতে পারবেন
- এই মাধ্যমে আপনারা একসাথে অনেক মানুষকে ইমেইল পাঠাতে পারবেন
- এটিকে ট্র্যাক করা খুবই সহজ আর সফটওয়ারের মাধ্যমে আপনি কোথায় ভুল করছেন তা খুঁজে বের করতে পারবেন তাই এটি খুবই কার্যকর
ইমেইল মার্কেটিং কিভাবে করবেন?
ইমেইল মার্কেটিং করার জন্য আপনাদের তিনটি জিনিসের প্রয়োজন পড়বে সেগুলি হল
১. Email List এটি মানুষের ইমেইল এড্রেস সংগ্রহ করে
২. Email Software এটির মাধ্যমে আপনি মানুষদের ইমেইল পাঠাতে পারবেন, ডাটা analyze করতে পারবেন ইত্যাদি বাজারে অনেক ভালো ইমেইল সফটওয়্যার রয়েছে যেমন
- Convertkit
- Aweber
- Mailchimp
৩. Business email address যাতে আপনাকে প্রফেশনাল দেখায় তবে এটি optional
ইমেইল লিস্ট কিভাবে তৈরি করবেন?
ইমেইল মার্কেটিং থেকে টাকা আয় করার জন্য আপনার একটি বড় ইমেইল লিস্ট এর প্রয়োজন হবে তবেই আপনি বেশি মানুষকে ইমেইল পাঠাতে পারবেন আর তাদের কাছে পৌঁছতে পারবেন
এটিকে বানানোর তিনটি পদ্ধতি রয়েছে –
- আপনি CampaignMonitor, GoDaddy এর মতো ওয়েব সার্ভিস থেকে Bulk এ ইমেইল কিনতে পারবেন
- আপনি আপনার ব্লগে অন্যদের ইমেইল আইডি দেওয়ার জন্য অনুরোধ করতে পারেন যখন কেউ আপনার ব্লগে আসবে তখন তারা একটি prompt বক্স দেখবে সেখানে তারা তাদের ইমেইল এড্রেস দিতে পারে যাতে তারা আমাদের থেকে নিয়মিত আপডেট পেতে পারে
- আপনারা সোশ্যাল মিডিয়া থেকে অন্যদের ইমেইল এড্রেস নিতে পারেন আপনারা ফেসবুক টুইটার টেলিগ্রাম ইত্যাদি থেকে আগ্রহী ব্যক্তিদের অনুরোধ করতে পারেন যাতে তারা আমাদের কাছ থেকে নিয়মিত ইমেইল পেতে পারে
তো বন্ধুরা আশা করছি এবার আপনারা বুঝে গিয়েছেন আসলে ইমেইল মার্কেটিং কি আর এটির কি প্রয়োজনীয়তা রয়েছে চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক ইমেইল মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন?
ইমেইল মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন?
যখন আপনাদের কাছে একটি বড় ইমেইল লিস্ট হয়ে যাবে তখন আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে টাকা আয় করতে পারবেন এবার আমরা জানবো ইমেইল মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন এই বিষয়ে
নিচে দেওয়া পদ্ধতি গুলোর মাধ্যমে আপনারা ইমেইল মার্কেটিং থেকে টাকা আয় করতে পারবেন
- এফিলিয়েট মার্কেটিং
- ব্লগ ট্রাফিক
- ইউটিউব ট্রাফিক
- প্রোডাক্ট বিক্রি
এই সমস্ত মাধ্যমগুলি ব্যবহার করে আপনারা ইমেইল মার্কেটিং থেকে টাকা আয় করতে পারবেন চলুন এবার এই সমস্ত পদ্ধতিগুলোর সম্বন্ধে সংক্ষেপে জেনে নেওয়া যাক আর সাথে জেনে নেওয়া যাক ইমেইল মার্কেটিং থেকে কিভাবে টাকা আয় করবেন
- এফিলিয়েট মার্কেটিং
এফিলিয়েট মার্কেটিং এর অর্থ হল অন্য কোন কোম্পানির প্রোডাক্ট কে অনলাইন কমিশনের ভিত্তিতে বিক্রি করা
যে কোন কোম্পানি নিজেদের grow করার জন্য মার্কেটিং এর প্রয়োজন হয় এটির একটি অংশ হলো এফিলিয়েট মার্কেটিং এর জন্য আপনাদেরকে সেই কোম্পানির এফিলিয়েট প্রোগ্রাম এ রেজিস্টার করতে হবে
তারপর সেই কোম্পানি আপনাকে প্রতিটি প্রোডাক্ট এর জন্য একটি লিংক দেবে সেটিকে আপনারা মানুষের কাছে পৌছে দিতে পারবেন যদি কোন ব্যক্তির সেই লিংকের মাধ্যমে কোন জিনিস কেনে তাহলে আপনারা সেই প্রোডাক্টের জন্য কিছু কমিশন পাবেন
এই জন্য আপনারা মানুষের কাছে সেই লিংকটিকে পৌঁছে দেওয়ার জন্য ইমেইল মার্কেটিং এর ব্যবহার করতে পারেন
আপনারা ইমেইল সফটওয়্যার এর মাধ্যমে মানুষকে তাদের পছন্দের প্রোডাক্ট পাঠাতে পারেন যার ফলে সেই প্রোডাক্টটি বিক্রির সম্ভাবনা অনেক গুন বেড়ে যায়
মার্কেটে কিছু অসাধারণ এফিলিয়েট প্রোগ্রাম হল –
- Amazon affiliate
- Cj affiliate
- ShareAsale
- Bluehost
এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাদেরকে আপনার অডিয়েন্স দের সাথে একটি ভাল সম্পর্ক তৈরী করতে হবে এর জন্য আপনাদেরকে নিয়মিতভাবে তাদের ইমেইল পাঠাতে হবে আর তাদেরকে আপনার তথ্য দিয়ে খুশি করে দিন
- ব্লগ ট্রাফিক
আপনারা ই-মেইলে আপনাদের ব্লগ পোস্টের লিংক পাঠাতে পারেন
এর পর আপনারা আপনাদের ব্লগের দ্বারা বিভিন্ন মাধ্যমে টাকা আয় করতে পারবেন
সেই মাধ্যম গুলি হল –
- Adsense
আপনারা এডসেন্স প্রোগ্রামে রেজিস্টার করে আপনাদের ব্লগে অ্যাড লাগিয়ে টাকা আয় করতে পারবেন
যখন কোন ব্যক্তি সেই এড দেখবে অথবা সেই এড এর ওপর ক্লিক করবে তখন আপনাদের প্রোফাইলে টাকা যোগ হয়ে যাবে
- Sponsored Content
Sponsored Content দুই ধরনের হয় –
Paid reviews আর Direct ads
Paid reviews তে আপনারা কিছু কিছু কোম্পানি বা সার্ভিসের জন্য ভালো রিভিউ দিতে পারেন
Direct ads এ আপনারা আপনাদের ব্লগের কিছু অংশ কোম্পানিকে দিয়ে দিতে পারেন তার জন্য ভাড়া হিসেবে আপনারা টাকা নিতে পারেন
- ওয়েবসাইট বিক্রি করে
যদি আপনারা কঠিন পরিশ্রম করে একটি হাই অথরিটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে সফল হয়ে যান তাহলে আপনারা সেটিকে ভালো দামে বিক্রি করতে পারেন সেটের দাম হাজার থেকে শুরু করে লক্ষ্য পর্যন্ত হতে পারে
- Plugin বানিয়ে বিক্রি করে
এই পদ্ধতিটি সেই সমস্ত মানুষের জন্য খুবই লাভজনক হতে পারে যাদের কোডিংয়ে এক্সপেরিয়েন্স রয়েছে ব্লগারদের তাদের ব্লগের জন্য আকর্ষিত প্লাগিন আর theme এর প্রয়োজন পড়ে এই জন্য আপনারা যে কোন প্লাগিন বা theme ডেভলপ করে সে গুলোকে ব্লগারদের বিক্রি করতে পারেন
- Service প্রদান করে
আপনারা সার্ভিস প্রদান করার জন্য টাকা নিতে পারেন বা সাবস্ক্রিপশন ফি আর প্রিমিয়াম কি এর মত জিনিসে আপনারা বেশি লাভ পাবেন
এমন ওয়েবসাইট এর উদাহরণ হল –
Moz
Gaana
Netflix ইত্যাদি
- ইউটিউব ট্রাফিক
ইউটিউব আমাদের দেশে খুবই প্রচলন রয়েছে এখানে প্রতিদিন অনেক নতুন মানুষ ঘুরছেন আর এই কারনেই অনেক মানুষ খুব আরামে তাদের জীবন অতিবাহিত করছেন
এটাতো আপনারা সবাই জানেন ইউটিউব থেকে টাকা আয় করার জন্য বেশি ভিউ আর সাবস্ক্রাইবার এর প্রয়োজন হয়
এই জন্য আপনারা ইমেইল পাঠিয়ে ভিউয়ার সাবস্ক্রাইবার পেতে পারেন
ইউটিউব থেকে এই পদ্ধতিতে আপনারা টাকা আয় করতে পারবেন
- Paid Reviews
আপনারা অনেকবার খেয়াল করে থাকবেন ইউটিউবাররা তাদের ভিডিওর মাঝখানে কখনো কখনো কোন প্রোডাক্ট এর সম্বন্ধে বলে থাকে আর তারা মাঝে মধ্যেই বলে এটি আজকের sponsor
তারা সেই প্রোডাক্ট এর paid review করে
- Google Adsense
ইউটিউবে গুগল এডসেন্স খুবই প্রচলিত এখন তো ইউটিউবে ভিডিও দেখার আগে অ্যাড দেখা আপনাদের স্বভাব হয়ে গিয়েছে এই সমস্ত অ্যাড থেকে ইউটিউব ক্রিয়েটররা টাকা আয় করে
- Youtube Premium
ইউটিউব প্রিমিয়াম একটি paid মেম্বারশিপ প্রোগ্রাম যেখানে মানুষেরা তাদের পছন্দের ইউটিউবারদের ভিডিও কোন অ্যাড ছাড়া দেখতে পারে এই মেম্বারশিপ থেকে অর্জিতটাকার কিছু অংশ ইউটিউব নিজেদের কাছে রাখে আর বাকি ক্রিকেটারদের দিয়ে দেয়
- প্রোডাক্ট বিক্রি
ইমেইল মার্কেটিং থেকে টাকা আয় করার এটি সব থেকে ভাল মাধ্যম নিজেদের প্রোডাক্ট বিক্রি করা
আপনারা একটি ভাল মার্কেটিং স্ট্র্যাটেজি লাগিয়ে আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন
নিম্নলিখিত কিছু প্রসিদ্ধ উদাহরণ দেওয়া হল যেগুলো পড়ে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন
যেমন –
- eBook
একটি ভালো eBook তৈরি করে আপনারা রাতারাতি বিখ্যাত হতে পারেন এরকম অনেক মানুষের সাথে আগে হয়েছে শুধুমাত্র আপনাদের সেই সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে তারপর জনপ্রিয় হওয়া আপনার পরিশ্রম আর আপনার ভাগ্যের উপর নির্ভর করে
- অনলাইন কোর্স
লকডাউন পরিস্থিতিতে অনলাইন কোর্স প্রোভাইড করা মানুষদের অনেক লাভ হয়েছে আরেকটি পরীক্ষা থেকে জানা গিয়েছে লকডাউন শেষ হওয়ার পরেও এটি চলতে থাকবে এই জন্য অনলাইন কোর্স বিক্রি করা একটি লাভজনক উপায়
- সফটওয়্যার
যদি আপনারা একজন ডেভেলপার হন তাহলে আপনারা একটি সফটওয়্যার তৈরি করে সেটিকে মানুষদের বিক্রি করতে পারেন এই IT দুনিয়ার মানুষদের ভালো সফটওয়ারের খোঁজ সব সময় রয়েছে যাতে তাদের কাজ সহজ হয়ে যায়
Comments (No)