অনলাইনে আয়ের যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে
সহজ ও কার্যকরী পদ্ধতি হল ইউটিউব মার্কেটিং।
বাংলাদেশেরও শত শত মার্কেটার আছেন যারা শুধু
ইউটিউব মার্কেটিং করে মাসে হাজার ডলার আয় করছেন।
খুব অল্প দক্ষতা, সামান্য একটু কৌশল, এক দুই ঘণ্টা
প্রতিদিন কাজ করে যাওয়া- এতটুকু হলেই ইউটিউব
মার্কেটিং করে অনায়াসে অনলাইনে আপনিও সফল হতে পারবেন।
আপনাকে ইউটিউবে সফল হতে হলে যা যা লাগবেঃ
* Camera
* Youtube account
* Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)
* Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube-এ ঢুকবেন ।
* Regular Video Upload
ইউটিউবে একাউন্ট তৈরি
ইউটিউবে -এ প্রথমে একাউন্ট খুলুন । যদি আগে থেকেই একাউন্ট
থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন ।
আপনার Channel খুঁজে পেতে Keyword ব্যবহার করুন ।
আপনার একাউন্ট-এর সঠিক ধরণ নির্বাচন করুন । (যেমনঃ যদি Movie
নিয়ে কাজ করেন Director Account দিন )
Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে।
Video Upload করা
একাউন্ট-এ প্রথমে Sign in করুন । এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে।
সেখানে ক্লিক করে Video Upload করুন ।
ইউটিউবে আপনি ভিডিও আপলোড করলেই আপনার আয় হবে না।
যখন আপনার ভিডিওতে অ্যাড দেখাবে তখন আপনার আয় হবে।
আর অ্যাড দেখাতে হলে আপনার চ্যানেল এবং আপনার ভিডিওতে মানিটাইজেশন এনাবল করতে হবে।
চ্যানেল মানিটাইজেশন
চ্যানেল মানিটাইজেশনের জন্য Dashboard এ লগ ইন থাকা অবস্থায় আপনাকে চ্যানেল
মেনুতে যেতে হবে এবং সেখানে নিচের চিত্রের মত মানিটাইজেশন এনাবল করতে হবে –
এরপর আপনাকে আরেকটা কাজ করতে হবে আর তা হচ্ছে আপনার একটা
আডসেন্স অ্যাকাউন্ট খোলা এবং সেটাকে চ্যানেলের সাথে কানেক্টেড করা। এর জন্য প্রথমে আপনাকে
‘Channel’ থেকে ‘Monetization’ অপশনে যেতে হবে। এখানে দেখেন
একটা প্রশ্ন আছে ‘How will I be paid?’. এর নিচের লাইনে ‘associate an AdSense account’ লিঙ্কে ক্লিক করুন।
এটা আপনাকে AdSense account খোলার পেইজে নিয়ে যাবে
সেখানে ইনফরমেশন সঠিক ভাবে দিলেই আপনার AdSense অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে
এবং তা আপনার চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যাবে। অর্থাৎ চ্যানেল থেকে আপনার আয় হওয়া টাকা সরাসরি এখানে চলে যাবে।
ভিডিও মানিটাইজেশন
ভিডিও মেনেজারে যান এবং যেই যেই ভিডিওতে মানিটাইজ এনাবল করবেন সেগুলোর বামপাশে চেক বক্সে ক্লিক করে চেক করুন।
এরপরে উপরে থাকা ‘Action’ এ ক্লিক করুন এবং ‘Monetize’ সেলেক্ট করুন। মানিটাইজ
এনাবল হলে ভিডিও মেনেজারের ভিডিও লিস্টে ভিডিও বরাবর $ (ডলার) সাইন দেখাবে এবং এটা গ্রিন থাকবে।
হয়ে গেল মানিটাইজেশন। এখন কেউ আপনার ভিডিও দেখলে তখন আপনার আয় জেনারেট হবে।
Comments (No)