ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়মইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম

বর্তমানের একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন হচ্ছে ইউটিউব। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। আর প্রায় সকলের হাতেই রয়েছে স্মার্ট ফোন তাই এর মাধ্যমে ভিডিও আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কিন্তু অনেকেই আছে যারা ইউটিউবে ভিডিও ছাড়ার / আপলোড করার নিয়ম জানে না। তাই আজ আমি YouTube এ ভিডিও আপলোড করার বিষয়টি নিয়ে আলোচনা করব।

ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম 1

আজকের আলোচনার মূল বিষয় হলো YouTube এ ভিডিও আপলোড করা। তবে ভিডিও আপলোড করার আগে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানার প্রয়োজন। চলুন আগে সেগুলো জেনে নেই।

ইউটিউবে ভিডিও আপলোড করার আগে গুরুত্বপূর্ণ কিছু টিপস

প্রথম প্রথম আমরা যখন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি তখন Self created video তে কপিরাইট ক্লেইম চলে আসে। YouTube প্রাইভেসি মেনে না চলা এর প্রধান কারণ। তাই নিম্নের টিপসগুলো জেনে রাখা প্রয়োজন।

  • একবারYouTube Community Guidelines গুলো ভালো ভাবে পড়ে নিন।ভিডিও ভাইরাল হওয়ার জন্য সাউন্ডের ভূমিকা অনেক। তাই অন্য কারো মিউজিক বা অডিও রেকর্ডিং নিজের ভিডিওতে কখনো ব্যবহার করবেন না।
  • যেকোন ভিডিও গেইমস বা সফটওয়্যারের ভিডিও ডিরেক্ট আপলোড করবেন না।
  • টিভি সিরিয়াল বা মুভি বা ভিডিও রেকর্ডিং করে ইউটিউবে আপলোড করবেন না।
  • অশ্লীল ভিডিও আপলোড করা থেকে বিরত থাকবেন।
  • অন্য কারো ইমেজ বা ভিডিও আপলোড করার পূর্বে তার কাছে পারমিশন নিতে হবে।
  • আপনার ভিডিওতে যদি হ্যাকিং করার পদ্ধতি বলেন তাহলে সেটা YouTube এর পক্ষ থেকে ডিলিট করা হতে পারে।
  • ভিডিও আপলোড করার অবশ্যই একবার YouTube Community Guidelines পড়ে নিবেন।

ইউটিউবে ভিডিও ছাড়ার / আপলোড করার পদ্ধতি

ইউটিউবে ভিডিও ছাড়ার / আপলোড করার পদ্ধতি ২ টি। এ দুটো হলো –

  • কম্পিউটারের মাধ্যমে ভিডিও আপলোড
  • মোবাইলের মাধ্যমে ভিডিও আপলোড

তাহলে আর দেরি না করে চলুন এ দুটি পদ্ধতি সম্পর্কে জেনে নেই।

কম্পিউটারের মাধ্যমে ইউটিউবে ভিডিও ছাড়ার / আপলোড করার নিয়ম

কম্পিউটারের মাধ্যমে YouTube এ ভিডিও আপলোড করা একদম সোজা। আপনি নিচের ধাপগুলি অনুসরণ করলে খুব সহজেই আপনার পিসি / কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই ভিডিও ছাড়তে পারবেন।

ধাপ – ০১: Log in

প্রথমে আপনার পিসির যেকোন একটি ব্রাউজার ওপেন করে ইউটিউবের অফিশিয়াল ওয়েবসাইট youtube.com এ প্রবেশ করুন। এরপর আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

ধাপ – ০২: Go to YouTube Studio

লগইন হয়ে গেলে ডানপাশের উপরের দিকের কর্নারে “People Icon” এ ক্লিক করুন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে YouTube Studio তে ক্লিক করুন।

ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম 2

ধাপ – ০৩: Click on Upload Videos

YouTube Studio তে ক্লিক করার পর নিচের ছবির মত আপনি নতুন একটি পেইজ দেখতে পাবেন। এখান থেকে “Upload Videos” তে ক্লিক করুন।

ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম 3

ধাপ – ০৪: Select Your Files

এ ধাপে একটি পপ আপ উইন্ডোজ ওপেন হবে। সেখান থেকে “Select Files” অপশনে ক্লিক করে যে ভিডিওটি আপনি আপলোড করতে চান তা সিলেক্ট করুন।

ধাপ – ০৪: Select Your Files

ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম 4

ধাপ – ০৫: Upload and Settings your video

ফাইল সিলেক্ট করার সাথে সাথে YouTube এ ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে যাবে। আপলোড হতে কিছুটা সময় লাগবে।

আপলোড হওয়ার সময় নতুন পেইজ ওপেন হবে সেখান থেকে ততক্ষণে আপনি ভিডিও সেটিংস ঠিক করে নিন।

ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম 5

ডিটেলস অপশনে সিরিয়ালভাবে সেটিংগুলো করবেন। সেগুলো হলো –

  1. Title:টাইটেলে আপনার ভিডিও এর একটি সুন্দর SEO Friendly Titles দিন।
  2. Description:আপনার ভিডিওতে কি কি আছে তা সম্পর্কে সংক্ষিপ্ত করে লিখুন।
  3. Thumbnail:ভিউয়ারদের অ্যাটাক্ট করার জন্য Customs thumbnails upload করতে পারেন।
  4. Playlists:প্লে লিস্ট করতে চায়লে এখান থেকে করতে পারবেন।
  5. Audience:এ অপশনে দুটো বক্স থাকবে। সেখান থেকে No, it’s not made for kids এ ক্লিক করার পর Show more অপশনে ক্লিক করুন।
  6. Tags:Show more অপশনে ক্লিক করার পর আপনি অনেক অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনি শুধু Tags অপশন লোকে কি সার্চ করে সেই কিওয়ার্ডগুলো দিয়ে “Next” বাটনে ক্লিক করুন।

ধাপ – ০৬: Publish Your Videos

এ ধাপে পর পর ৩ বার “Next” এ ক্লিক করে Visibility অপশনে চলে যান। এখান থেকে “Public” অপশন সিলেক্ট করে “Publish” এ ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনার ভিডিও আপলোড হয়ে যাবে।

ইউটিউবে ভিডিও ছাড়ার বা আপলোড করার নিয়ম 6

কম্পিউটারের মাধ্যমে কীভাবে ইউটিউব ভিডিও ছাড়তে / আপলোড করতে হয় আশা করি আপনাদের বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার ফোন দিয়ে YouTube ভিডিও ছাড়ার নিয়ম সম্পর্কে জেনে নেই।

Leave a Reply

You missed

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ