ইংরেজি আর্টিকেল লিখে আয় করুন লক্ষ লক্ষ টাকা

ইংরেজি আর্টিকেল লিখে আয় করার ১২টি সাইটঃ

একজন লেখক যে ওয়েব সাইটে গিয়ে কাজ করে, তাকে অথোরিটি ওয়েবসাইট বলে। সোজা কথায় অথোরিটি ওয়েবসাইটগুলোই কেবল আপনাকে আর্টিকেল লিখার সুযোগ করে দিবে। যেখানে আপনি গেস্ট ব্লগিং কিংবা ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারবেন। তার আগে একটা ডাউট ক্লিয়ার করে রাখি।

ইংরেজি আর্টিকেল লিখে আয় করুন লক্ষ লক্ষ টাকা

অনেকে আবার অথোরিটি সাইটগুলোকে গ্রাথোর এর মতো সাইট মনে করবেন না। অথোরিটি সাইটগুলো আপনাকে ভাড়া করিয়ে নিয়ে লেখাবে। সেখানে একেকটি আর্টিকেলে ১০০ টাকা আয় করা সহজেই হয়ে যায়। যেখানে বাংলাদেশী সাইটগুলোতে ১ সপ্তাহ লাগে শুধু আর্টিকেল লিখে ১০০ টাকা আয় করবার জন্য।

অথরিটি ওয়েবসাইট লেখা-লেখি করে আয় করার এক অমূল্য শুরু। সাধারণত যে কোন একটি ওয়েবসাইটে যখন তার ইউজারদের মধ্য দিয়ে লেখালেখি ব্যবস্থা করে দেয়, তখন সেটাকে অথরিটি ওয়েবসাইট বলে। যে কোন লেখক নিজের মন মত লেখালেখি করে আয় করতে পারে। অনলাইনে আয় করার ক্ষেত্রে যা কনটেন্ট রাইটার নামেও পরিচিত।

ইন্টারনেটের সবকিছুই ওয়েবসাইট থাকে। তারপর ধীরে ধীরে তাতে অনেক ফিচার যোগ করে, সেটিকে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে পরিণত করা হয়। যেমনঃ কোন কোন ওয়েবসাইটকে তাদের প্রোডাক্ট কেনাবেচার জন্য তৈরি করা হয়, যেটাকে আমরা ই কমার্স সাইট বলতে পারি। কোন কোন সাইটে মুভি ডাউনলোডিং সার্ভিস ব্যবহার করা হয়, যাতে মুভি আপলোডের অথবা অথবা মুভি গুলো রাখার দরকার পড়ে।

একইভাবে অথোরিটি ওয়েবসাইটগুলোতে ব্লগিং করা হয়, আর্টিকেল লেখা হয়। বেশিরিভাগ যারা ভালো ইংরেজি জানেন তারা গেস্ট ব্লগিং কিংবা আর্টিকেল লিখে ভালো আয় করতে পারেন। বাংলা লিখতে জানলেও হবে। এ বিষয়ে আমি একটি জনপ্রিয় বাংলা অথোরিটি সাইট নিয়ে ব্লগের একদম শেষে আলোচনা করেছি।

এবার বলে রাখি

ইংরেজি আর্টিকেল লিখে আয় করার অথোরিটি ওয়েবসাইটগুলো কি চায় ?
সাধারণত সকল অথরিটি ওয়েবসাইটই চায় নতুন নতুন আইডিয়া এবং লেখালেখি। তারা গেস্ট ব্লগার হায়ার করে, নতুন কন্টেন্ট চায়। আপনি যখন একটি অথরিটি ওয়েবসাইটে কোন ধরনের আর্টিকেল লিখবেন, সে কনটেন্টের পপুলারিটি এবং ভিজিটর এর উপর ভিত্তি করে নিজস্ব প্রফিট পাবেন।

আর যত টাকায় ভাড়া করা হয়েছিল ,আপনাকে সে টাকা রিওয়ার্ড হিসেবে সেয়া হবে। যদি আপনি হোন একজন কনটেন্ট রাইটার অথবা ব্লগার ,অথবা নতুন নতুন আইডিয়া খুঁজতে সক্ষম। তাহলে আপনি অথরিটি ওয়েবসাইটে ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারেন । তারা তাদের সাইটে নতুন লেখকদের ভালো জব দেওয়ার জন্য উদ্যোগি। বেশিরভাগ নতুন ইউজারদেরকে নতুন কন্টেনট লেখার জন্য ব্যবহার করে।

আথোরিটি ওয়েবসাইট সম্বন্ধেঃ

অথরিটি সাইট গুলো কিসের ভিত্তিতে তৈরি হয়?
ইন্টারনেটের যত অথরিটি সাইট আছে বেশিরভাগ ক্ষেত্রে অথরিটি সাইটগুলো মূলত কনটেন্ট রিসার্চ, ব্লগ সাইট অথবা আউটসোর্সিং বিষয় নিয়ে তৈরি হয়। এবং তাদের নতুন নতুন আইডিয়া বা নতুন নতুন কনটেন্ট এর পরিমাণ থাকে বেশি। যার কারণে যেকোনো নতুন ইউজার আকর্ষণ করতে সক্ষম।

সে সকল সাইটে বিভিন্ন ব্লগার অথবা বিভিন্ন কর্মী কাজ করতে পারে। আবার বিভিন্ন ইউজাররা নতুন নতুন আইডিয়া নিয়ে আসে। এবং তাদের আইডিয়ার পপুলারিটির এর উপর ভিত্তি করে অই ইউজারদের প্রফিট বা মূল্য দেয়া হয়।

অথরিটি সাইটের পরিমাণ কেমন হতে পারে?
ইন্টারনেটেএমন অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে আপনি কন্টেন্ট লেখার জন্য টাকা আয় করতে পারবেন। অনেকটা এটি তাদের নতুন আইডিয়া দেয়। এবং নতুন আইডিয়াগুলোকে ক্যাপচার করে সেগুলো প্রয়োগ করে। বেশিরভাগ ব্লগসাইট যেগুলো দীর্ঘকালীন ব্যবসার জন্য প্রতিষ্ঠাতারা অথরিটি ওয়েবসাইট তৈরি করে। ভালো অথোরিটি সাইটগুলোতে লেখালেখি করার কিছু ক্যাটাগরী থাকে।

প্রত্যেকটি অথরিটি সাইট লেখকদের পরিপূর্ণ সুযোগ দেয়। এমন অনেক অপরিপূর্ণ লেখক আছেন যারা ফ্রিল্যান্সিং অথবা লেখালেখির কাজ করতে পারছেন না, তাদের জন্য লেখালেখি সুযোগ করে দেবে। আপনি অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। যারা লেখক তাদের জন্য এটি একটি বড় সুযোগ। কেননা লেখালেখির মাধ্যমে প্রচুর টাকা আয় করার আরেকটি সুযোগ সুবিধা দেয় এই অথরিটি ওয়েবসাইট।

ইংরেজি আর্টিকেল লিখে আয় করবেন কিভাবে?
যে কেউ চাইলে অথরিটি সাইটে কাজ করে নিজের সাইটের অফ পেজ এসইও করিয়ে নিতে পারবেন। আর এমনিতে আর্টিকেল লিখে বাংলাদেশি ও বৈদেশিক অথোরিটি সাইটে আয় করতে পারবেন। এর লিংক আমি দিয়ে রেখেছি।

কারা কাজটি করতে পারেনঃ
ভার্চুয়ালি এ কাজটি যেকেউ চাইলে করতে পারেন। এখানে আপনাকে আর্টিকেল লিখতে হবে। অতঃপর ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে হবে।

যারা লিখতে পছন্দ করেন এবং তাদের জ্ঞান এবং ধারণাগুলোকে মানুষের মাঝে শেয়ার করতে পছন্দ করেন, তাদের জন্য এই প্ল্যাটফর্ম বিশেষ উপযুক্ত। লেখালেখির সামান্য আগ্রহ থাকলে আর্টিকেল লিখে ইনকাম করার চিন্তা ভাবনা করতে পারেন।

ভালো লেখালেখি অভ্যাস থাকতে হবে। যদি ভালো কিছু লিখে দেখাতে পারেন তাহলেই হবে। এবং একটি জোরদার পদ্ধতিতে ভালো লেখালেখির কৌশল প্রয়োজন। নতুন হলেও সমস্যা নাই। নতুন থেকে পুরনো হতে কদিন বা সময় লাগবে।

কিভাবে শুরু করবেনঃ
অথরিটি ওয়েবসাইটে কাজ করতে চাইলে এখন থেকে শুরু করে দিতে পারেন। আমি আপনার জন্য কতগুলো অথরিটি সাইটের লিংক দিয়ে দিচ্ছি , সেখানে ইংরেজি আর্টিকেল লিখে আয় করতে পারেন। একেবারেই নিচে একটি বাংলাদেশী সাইট ও তার বিবরণ দিয়েছি। বেশিরভাগ সাইটগুলোই ইংরেজি।

কাজ শুরু করার সবচেয়ে ভাল পদ্ধতি হলো আপনাকে এমন একটি টপিক নিয়ে কাজ শুরু করতে হবে, যাকে নিশ বলে। যেটিতে আপনি ইন্টারেস্টেড। সে মোতাবেক ভালো আর্টিকেল লেখার চেষ্টা করতে থাকুন। টপিক রিলেটেড যেকোনো ইংরেজি আর্টিকেল লিখে আয় করুন। ইন্টারনেটে এমন অসংখ্য দারুন অথরিটি ওয়েবসাইট আছে, যেখানে প্রতিটি আর্টিকেলের জন্য সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত আয় করার সুযোগ করে দিবে।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ