যেকোন নাম্বারে কথা বলুন টাকা ছাড়া ১০০%

আসসালামু আলাইকুম।

সবাইকে স্বাগতম আবারও নতুন একটা পোষ্টে। আশা করি সাবাই ভালোই আছেন। আমিও ভাল আছি। তবে আজকের পোষ্ট টা পড়ার পর আরো ভালো থাকবে সে গ্যারান্টি আমি দিচ্ছি।

টাইটেল দেখে অনেকে চমকে গেছেন। হ্যাঁ সত্যি আপনি ফ্রিতে কথা বলতে পারবেন।
প্রথমে আমিও বিশ্বাস করিনি। কথা বলার পর বিশ্বাস করতে বাধ্য হইছি। হ্যাঁ এটা একটা অ্যাপস। অনেকে হইতো এই অ্যাপস সম্পর্কে জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে আমার লেখাটা।
অ্যাপসের নাম টা হলো Brilliant.

তবে বলে রাখাা ভালো এই অ্যাপস থেকে আপনি ফ্রি কথা বলতে পারবেন তবে আনলিমিটেড না। প্রতি সিমে ৩০ মিনিটের মতো। কম কিছু না কিন্তু। আপনার যদি ২টা সিম তাহলে তাহলে ৬০ মিনিট।
তারপর আপনার ফোনে নেট-কানেকশন থাকতে হবে।
এখন বলি কি করে কি করবেন। প্রথমে আপনি play-store তে গিয়ে সার্চ করবেন brilliant লিখে।
তারপর অ্যাপস টি নামিয়ে নিবেন। তারপর অ্যাপস টি open করবেন
open করার পর নিচের মত একটা ইন্টাফেজ আসবে।

যেকোন নাম্বারে কথা বলুন টাকা ছাড়া ১০০% 2
country আপনাকে দিতে হবে না। অটো সিলেক্ট হয়ে যাবে।
শুধু number টা দিয়ে continue তে ক্লিক করবেন।
তারপর আপনার number এ একটা কোড যাবে। কোড অটো নিয়ে নিবে। যদি অটো না নেয় তবে message box থেকে কোডটা এনে বসে দিবেন। Continue করবেন।
তারপর Number তুলে প্রিয় মানুষটাকে একটা কল দিয়েই দেখেন।
চাইলে আমাকেও একটা কল দিতেই পারেন।
প্রতিদিন নতুন earning site বা IT রিলেটেট তথ্য পেতে নিয়োমিত ভিজিট করুন।
ধন্যবাদ সবাইকে।

পোস্ট টি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ