বিবরণ :
আপনারা যেটা দেখছেন এটাই সত্যি। কারণ পুরা টিউন দেখার পর আপনারা বুঝবেন এটা কিসের জন্ন্য ১০ $ দিয়ে দিবে।
আমি কিছু দিন আগে ৪৬৪ ডলার মানে ৩৭০০০ টাকা তুলছি এই সাইট থেকে কাজ করে। নিচে প্রমাণ দেয়া আছে।
কিছু প্রশ্ন ও উত্তর :
আপনারা বলবেন হুদাই ১০ $ দিবে কেন আপনাকে?
হা এটাও সত্যি কথা কাজ করলেন না, আর আপনাকে ১০$ দিবে?
উত্তর : এটা নতুন সাইট, তাই মেম্বার বাড়ানোরর জন্ন্য এটা করেছে। যাতে করে তারা ভাল Rank এ যেতে পারে। আর এই ১০ ডলার কিছু দিন পর বন্ধ করে দিবে।
তাই আমার কথা, কিছু না থাকার থেকে কিছু থাকা ভাল।
এক নজরে দেখে আসি ১০ ডলার = আমাদের দেশে কত?
১ ডলার = ৮০ টাকা হ লে,
১০ ডলার = ৮০০ টাকা।
কাজ প্রণালি :
তো শুরুতেই ৮০০ টাকা, আর প্রতিদিন লগিন করলে পাবেন ০.৫০ ডলার, তারপর প্রতিদিন শেয়ার করলে ২ ডলার, আপস ডাউনলোড করলে পাবেন ২০ – ১০০ ডলার। মানে অনেক টাকা। এই থেকে জানা যাই, ৭ দিন পর আপনি আপনার অ্যাকাউন্টে ৮০০০-১০০০০ টাকা পেতে পারেন। এটা ১০০% সত্যি, প্রমাণ নিচে পাবেন।
অনেক কথা বললাম, শুরু করি
প্রথমে আপনাকে নিচে লিনক থেকে রেজিস্ট্রেশন করতে হবে
Click Here
এটা আমার রেফার লিনক, রেফার লিনক ছাড়া রেজিস্ট্রেশন ১০ ডলার পাবেন না। আগেই বলে রাখলাম পরে আমার দোস দিবেন না।
বিশেষ কথা :
*** পাসওয়ার্ড দিবেন নাম্বার + যেকনো নামে আপনার user name এবং ইমেইল এর কোনো শব্দ যেন এটার ভেতর না থাকে + symbol উদাহরণ : 017trickbD$@
তারপর দেখবেন আপনার ইমেইল এ মেসেজ গিয়েছে সেই টা verify করবেন।
তারপর আপনার অ্যাকাউন্টে Login করুন। নিচের মত দেখবেন। তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট হয়েছে।
তারপর ও আপনার ইমেইল দেখতে পারেন
তারপর আপনার অ্যাকাউন্টে login করে Task এ ক্লিক করলে কাজ পাবেন, এই গুলা করবেন।
টাকা Payza / Paypal এ দেয়া হয়।
আশা করি, সবাই বুঝছেন। এভাবে করুন আপনারা ও ২০০০০ – ৩০০০০ টাকা আয় করবেন।
Comments (No)