অনেকেই অনলাইনে কাজ করে টাকা Income করতে চান তাদের জন্য আজ আমি এমন একটি সাইট এর সম্পর্কে জানাব।
যেখান হতে আপনারা বিভিন্ন ধরনের কাজ প্রতিদিন ১-২ ঘণ্টা কাজ করে ২ $ Income করতে পারবেন এবং
কিছুক্ষণ পর পর কাজ করলে এর চেয়ে বেশি ও ইনকাম করতে পারেন।
এদের ২০২১ সাল পর্যন্ত কাজের লাইসেন্স আছে এবং এরা বিশ্বাসী ও পেমেন্ট দেয়। আমি ৬ বার পেমেন্ট পেয়েছি।
চলুন শুরু করি।
সাইটের নাম:
1. AyuWage
2. Innocurrent
2 টা সাইট একই মালিকের এবং কাজ্ও হুবুহু একই তাই দুইটি দিলাম।
ক্যাটাগরি: Search, GPT, Survery, Task, Email, Captcha, etc (PTC সাইটের মত হলেও মূলত পিটিসি না)
মিনিমাম ক্যাশআউট: 5$ (ঠিকমত কাজ করলে ২-৩ দিনেই হয়ে যাবে)
পেমেন্ড মেথড: Paypal, Payza
1. এই সাইটের বৈশিষ্ট্য হলো প্রতি 3 মিনিট পর পর এড দেয়।
মানে এখন যেই এড পেলেন সেই এড 3 মিনিট পর আবার পাবেন।
সেখানে স্পস্ট লেখা আছে। “Refresh this page after 3 minutes to get new sites”
2. অনেক দামি দামি এড দেয় সেখানে। 0.001$, 0.005$ থেকে 0.015$ পর্যন্ত। আর সার্ভেসহ অন্যান্য আরো Income ব্যবস্থা আছে।
3. অবশ্যই কাজ করার আগে ভালোকরে পড়ে এবং বুঝে কাজ করবেন।
কিভাবে একাউন্ট খুলবেন ও কাজ করবেন ?
1. AyuWage >> Click here
2. Innocurrent >> Click here
তারপর লগইন করুন > তারপর > Start Earnings এ ক্লিক করুন:
এবার দেখুন Income সব অপশন আছে। সবচেয়ে সহজ অপশন হচ্ছে, View এবং Regular আপনি পারলে অন্যগুলোতে করতে পারেন
(আপনারা অ্যাড ট্যাব এ ক্লিক করলেই “Instructions” লেখা অংশে প্রত্যেকটি কাজ কিভাবে করতে হয় তা দেখতে পারবেন)।
Innocurent এর এডগুলোর পাশে Credit লেখা থাকে আর Ayuage এর এডের পাশে ডলার লেখা থাকে।
যে কোন এডে ক্লিক করার পর নিচের ছবির মত আসবে সেখানে Continue to Website এ ক্লিক করুন:
দাঁড়ান পিটিসি সাইটে কিন্তু এড দেখার সময় টাইম ওঠে বা কোন দাগ বা রেখা এ পাশ থেকে ওপাশে যা্য় এই সাইটে তা হয় না কিন্তু এখানেও টাইম ওঠে আপনাকে সেই টাইম পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগেই টেবটি ক্লোজ করলে ডলার পাবেন না। কারন এই সাইট এর অ্যাড পেজ ওপেন হলে তাতে লুকানো সফটওয়্যার থাকে যা আপনি কতক্ষণ ঐ সাইটে থাকলেন তা মনিটর করে। এই পেজের আগের পেজে দেখুন নিচের ছবির মত টাইম দেখাবে সেটা স্টপ হলে এই পেজ রিফ্রেশ করুন নতুন অ্যাড পাবেন:
এভাবে প্রত্যেকটা এডে ক্লিক করুন। সবগুলো এড দেখা শেষে লেখা এসবে 3 মিনিট পর এই পেজ রিফ্রেশ দিন।
বেশি Income করতে আপনি যা করবেন:
Regular পেজের এড দেখতে 3 মিনিট হয়ে যাবে সব এডে ক্লিক কররে View পেজটা রিফ্রেশ দিন নতুন এড পাবেন। সেই গুলো করে আবার Regular পেজে যান সেগুলো করতে করতে 3 মিনিট যাবে আবার View পেজে জান। এবার Explore পেজে যান সেগুলো করতে করতে 3 মিনিট যাবে আবার View পেজে জান।এই ভাবে যতক্ষন কাজ করবেন তত ডলার জমা হবে।এছাড়া Survey সহ অন্যান্য কাজ গুলোও করতে পারেন তবে ভালোভাবে পড়ে বুঝে তারপর করবেন।
ক্যাশ আউট কিভাবে করবেন?
5$ হলেই Reward পেজে গিয়ে একদম নিচে Paypal, Payza দেখতে পাবেন।
সাথে 5$, 10$ ও Cash out Credit লেখা আছে 5$,10$ এর একটাতে “Purchase Item” এ ক্লিক করলে যথাক্রমে 5$,10$ (আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অনুযায়ী) (আপনার অ্যাকাউন্ট এ $ থাকলে বাটন “Purchase Item” অ্যাক্টিভ থাকবে)।ক্যাশ আউট রিকোয়েস্ট যাবে কয়েক দিনের মথ্যে আপনার একাউন্টে ডলার চলে যাবে।
আমার প্রাপ্ত ৬ষ্ঠ পেমেন্ট এর প্রুফ-
আজ এই পর্যন্তই ভাল থাকবেন।
Comments (No)