Revenue Sharing & PTC Sites
অনলাইনে সবথেকে সহজ কাজ হচ্ছে ক্লিক করা আর এটা করতে কিছু শেখার প্রয়োজন নেই বললে আপনি ভুল করবেন।পিটিসি মানেই ধোকা নয় ,পিটিসি কি জিনিস সেটা আপনাকে আগে বুঝতে হবে।পিটিসি সাইটগুলো মূলত ট্রাফিক বা ওয়েব সাইট ভিজিটর নেওয়ার একটা প্রসেস ।আর এই প্রসেসের মাধ্যমে সামান্য কিছু টাকা দিয়ে অনেক ওয়েব সাইট owner অনেক টাকা আয় করে।আর অনেক কম্পানি অল্প টাকায় তাদের বিজ্ঞাপন দিতে পারে।আপনি নিজেও এসব সাইট থেকে ফায়দা নিতে পারেন।যেমন আমি নিয়ে থাকি।তবে কিছু কিছু পিটিসি আছে যেগুলোতে বাইরের দেশের বয়স্ক মানুষদের জন্য মানি জেনারেটের সুযোগ করে দেয়।আর তাই পিটিসিতে নতুন সাইট আসে আর যায়।তবে আপনার যদি কাজ শেখার ক্ষমতা থাকে তবে পিটিসি সাইটে বেশি সময় নষ্ট না করাই ভাল। আপনার মূল্যবান সময়ের সঠিক মূল্যায়ন করুন।
পিটিসি কি?
PTC = Paid To Clickএখানে আপনি প্রতি ক্লিকের জন্য একটি ক্ষুদ্র এমাউন্ট পাবেন।পিটিসি সাইটগুলো তিন ধরনের হয়ে থাকে
- এলিট
- লেজিট এবং
- বিগেনার সাইটস
আপনি যদি পিটিসিতে কাজ করতে চান তবে এলিট সাইট ছাড়া কাজ করবেন না।এলিট সাইট চেনার উপায় হলো দীর্ঘদিন ধরে মার্কেটে রয়েছে ,ইন্সট্যান্ট পেমেন্ট করে এবং এড প্রতি আর্নিং খুবি কম।
এখানে সফল হতে হলে রেফারেল বাড়াতে হয়।রেফারেল বাড়ানোর কিছু পদ্ধতি রয়েছে।তাছাড়া রেফারেল ডলার দিয়ে রেন্ট করা যায়।তবে ভুলেও আপনি এখানে ইনভেস্ট করবেন না।টানা ২-৩ মাস কাজ করে যান, তারপর রেফারেল কিনতে পারবেন।অতঃপর কিছু ডলার হলে সেগুলো দিয়ে রিভেন্যু শেয়ার এর এড প্যাক কিনবেন ।অতঃপর কিছু রেফারেল থাকলে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।
আমার পরামর্শঃ
যাদের বাড়িতে পিসি পড়ে থাকে ,বাড়িতে অনেক বয়স্ক মানুষ,মহিলারা থাকে বিশেষ করে শহরে অনেক মানুষ আছেন যাদের ঘরে টিভি দেখা ছাড়া আর কোনো কাজ নেই।তাদেরকে আপনি সবকিছু সেটাপ করে কাজ দেখিয়ে দিতে পারেন।
তবে এক্ষেত্রে আমি বলবো শুধু পিটিসি নয়।ভালকিছু পিটিসি সাইটের সাথে ক্যাপচা পূরন ও ভিডিও দেখার কাজটা একই সাথে করতে পারে।
আমি এলিট কিছু পিটিসি সাইট ও সহজ একটি ক্যাপচা পূরনের সাইটের লিস্টসহ একই সাথে কিভাবে কাজ করবেন সেগুলো নিচে দিয়ে রাখবো।
TOP 10 PTC SITES
1. Easyhits4u
পিটিসি জগতের সবথেকে পুরাতন সাইট।এটি ২০০৩ সাল থেকে শুরু করে এখনো টিকে আছে এবং থাকবে।কারন এদের বিজনেস পলিসি পিটিসির মতো নয়।এটাতে আমি এখনো কাজ করি।CPA মার্কেটার/ব্লগার এবং নতুন ইউটিউবারদের জন্য এটি খুবি কার্যকরি।এখানে কাজ হচ্ছে শুধু ওয়েব সাইট সার্ফ করা।
কাজের পদ্ধতিঃ
উপরের ব্যানারটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।অতঃপর নিচের ভিডিওটি দেখুন।সি পি এ অফার প্রমোট করে এই সাইটটির মাধ্যমে ভাল আর্নিং করা সম্ভব।সেজন্য নিচের group এ জয়েন করে পারসনালি ম্যাসেজ করুন।⇒whatsapp⇒imo
You can also follow these picture’s instruction
Click the Signup Option
Fill up the Form
Fill up the captcha correctly. Then check your email.you will get a confirmation email.
Active your account then sign in
After Sign in, you will able to surf. Now start surfing
Click the same symbol to added the credit. Here you will get credit for every single surf. After Surfing 25 pages, you will claim your bonus. This the main point of your work. So remember it. More surfing increases your earning. You may be selected 1 dollar per day surf bonus.
Thank you2. Heed You
পিটিসি সাইট হিসাবে এটাকে আমি Neobux থেকে এগিয়ে রাখবো কারন এখানের সিস্টেমটা অনেক ভাল কিন্তু সবাই সিস্টেমটা বোঝেনা।ডেইলি সেল্ফ ইনকাম আছে UP TO 20 CENT.উপরের লিংকে ক্লিক করে সাইন আপ করে নিন।অতঃপর ভিডিওটি দেখে ঐ অনুযায়ী কাজ করে যান।
You can follow these image instruction
After completing the sign-up process log in your account and follow the site instruction
Thank You
3. Neobux
পিটিসি জগতের সেরা সাইট বলা হয় এটিকে। ইন্সট্যান্ট উইথড্র হয় এই সাইট থেকে।পিটিসিতে কাজ করলে অবশ্যই এই সাইটে কাজ করবেন ।প্রথমে সাইটটিতে একাউন্ট খুলতে Neobux ক্লিক করে ফরম পূরণ করে সাইন আপ করে নিন।তারপর আপনার ইমেইল চেক করে ভেরিফিকেশন সম্পূর্ন করুন। তবে মনে রাখবেন একটি ডিভাইসে একটির বেশি একাধিক একাউন্ট খুলবেন না।একাধিক একাউন্ট খুললে সবগুলোই ব্যান হয়ে যাবে।সাইট সম্পর্কিত যেকোনো তথ্য বা হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন।
Comments (No)