আপনার Modem কি অন্য কোন Operator SIM support করে না? এখন Unlock করে নিন।

আপনার Modem কি অন্য কোন ও Operator SIM support  করে না। এখন Unlock করে নিন।

 

সবাই প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি সবাই ভাল আছেন। ভাল থাকেন এই কামনাই করি। অনেক দিন ধরে আমি বাংলালিংক মডেম ব্যাবহার করতেছি । আর যখন একদিন আমার নেটএর মেগাবাইট শেষ হয়ে যাই। তখ্নই আমি একটা রবি সিম ঢুকিয়ে নেট চালু করার চেষ্টা করলাম। আর তখন ই দেখলাম সিম সাপোর্ট করেন না । আর তখন বাংলালিংক কাস্টমের কাছে কল দিয়ে দেখি এদের মডেমে নাকি বাংলালিংক সিম ছাড়া অন্য অপারেটর ব্যাবহার করা যাবে না।আপনার Modem কি অন্য কোন ও Operator SIM support করে না। এখন Unlock করে নিন।


তাই আজকে নেটে এ অনেক খুঁজতে খুঁজতে একটা সফটওয়্যার পেলাম । যেটা দিয়ে শুধু বাংলালিংক মডেম না আরও অনেক ধরনের মডেম আনলক করা যাই তাই ভাবলাম আপনাদের সাতে শেয়ার করি । মডেম Uncock করতে একটা সফটওয়্যার লাগবে । সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্ক :
Click Here To Download

Supported device :
Huawei datacards, Huawei phones, Longcheer, Maxon, Micromax, MYWAVE, Novatel, ONDA, Option, SierraWireless, SkypePhone AMOI, ZTE datacards.

নিচের নিয়ম আনুসারে আপনার Unlock মডেম করেন ।

botton

dc_unlocker1

এখানে থেকে আপনার মডেমের ব্রান্ডের নামটা বাছাই করে নিন

dc_unlocker2

এখানে থেকে আপনার মডেমের মডেল টা সিলেক্ট করে দিন ।

dc3

তারপর Search বাটনে ক্লিক করুন ।

dc4

মডেম পেলে এই রকম ইনফো দেখাবে ।

dc5

তারপর আনলক Option ক্লিক করুন ।
ব্যাস্‌ আপনার মডেম Unlock । এখন ইচ্ছা মত অপারেটরে ব্যবহার করুন।

Online earning tips

Comments (No)

Leave a Reply

এই সাইটের কোন লেখা কপি করা সম্পুর্ন নিষেধ