আজ যেই site সম্পর্কে আমি আপনাদের বলব তা হছে rucaptcha কেউ আবার একে 2captcha ভেবে বসেন না। কারন ২ টি সাইটই একেবারে সেম। একটি 2captcha (English) আপতটি rucaptcha (Russian) রাশিয়ান সাইট। এ সাইটে কাজ করার মজাটা হল captcha টা তারাতাই আসে বসে থাকা লাগে না। তাই ইনকাম ও তুলনা মুলক বেসি।
অনেকে অনেক কথালে বলে এই সাইতে কাজ করলে 5$ ।এই সাইতে কাজ করলে10$ ।পরে দেখা যায় ইনকাম ত হইনা বরং সময় নষ্ট ছাড়া আর কিছুই হয় না। কিন্তু আপনি এই সাইট এ যতটূকু কাজ করবেন সেটুকুই ইনকাম করবেন। আমি এই সাইট থেকে পতিদিন 500 chptcha 3h সময় বায় করি আমার ইনকাম হয় 0.50$ বাংলা টাকাই ৪০ টাকা । 5/6h দিলে 1$ =1000 chaptcha । এই সাইট এ সাধারণত ডলার না রুবেল এ হিসেব হয়ে থাকে 1000 chaptcha= 65 rub. আপনাদের বোঝার সুবিধার জন্য যা আমি দলার এবং বাংলা টাকাই বুঝিয়েছি।
কিভাবে কাজ করবেন এই লিংকে যান sing up এ ক্লিক করুন।( সাইটি রাসিয়ান তাই GOOGLE TRANSLATE USE করে সাইটি TRANSLATE করে নিন না হলে কিছুই বুঝবেন না)
1.আপনার email দিন।
2.আপনার password দিন।
3.আপনার re enter password দিন।
4. chaptcha দিন
5.singup এ ক্লিক দিন কাজ শেষ ।
এর পর login করুন
Get started এ ক্লিক করুন ঃ
এর পর RUCaptchaBot কম্পিউটার এর জন্য mobile interface মোবাইল এর জন্য Download করে নিন।(website এ কাজ করবেন না captcha ভুল হলে ব্যান করে দিবে BUT APPLICATION ব্যান হবার ভয় নেই )
Application এ যদি IP BAND করা দেখাই তা হলে ঃ
app setting এ গিয়ে rucaptcha proxy করে দিন সমসা সল্ভ হয়ে যাবে।
*আমি ১ এবিপিএস এর broadband line use করি তাই captcha loading… time speed তুলনা মুলক কম speed যত বেশি হবে ত ত captcha তারাতারি আসবে। তবে আমি captcha loading…. এর জন্য (যেই ট্রিক ) উজ করি তা হল dns server change করে এর ফলে captcha তারাতারি আসে। কিভাবে করবেনঃ
- computer er control pnal panel এ চলে যান।
- Network and sharing center এ যান।
- connections এ যান ।
- properties এ যান ।
- internet protocol version 4 এ যান ।
- use the following DNS server addresses: 1. 1. 1. 1 এবং 1. 0. 0. 1 দিন ok দিন । বেস কাজ শেষ নিজের মত ইঞ্চম করুন দ্রুততার সাথে ।
Comments (No)